জেনেভা (সুইজারল্যান্ড), 5 জানুয়ারি: কোভিডে (Covid 19) আক্রান্ত হয়ে কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে চিনের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য সংক্রান্ত রিপোর্ট তলব করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO Asks China Report on Covid)৷ হু-এর ডিরেক্টর জেনারেল টেডরস অধানম ঘেব্রেইসাস (WHO chief) বুধবার জেনেভায় একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেন, "আমরা হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর বিষয়ে আরও দ্রুত, নিয়মিত, নির্ভরযোগ্য তথ্যের পাশাপাশি আরও ব্যাপক, রিয়েল-টাইম ভাইরাল সিকোয়েন্সিংয়ের জন্য চিনের কাছ থেকে জানতে চেয়েছি ।"
কোভিড সংক্রমণ বৃদ্ধি ও হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গত সপ্তাহে চিনের প্রশাসনের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছে হু (Tedros Adhanom Ghebreyesus)। তার পরপরই চিনের কাছ থেকে এই তথ্য জানতে চাইলেন ঘেব্রেইসাস ৷ পরবর্তীকালে সার্স-কভ-2 ভাইরাস বিবর্তনের বিষয়ে হু-এর প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপ এবং কোভিড-19 ক্লিনিকাল ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ নেটওয়ার্ক গ্রুপ উভয়ই চিনা বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেছে ।
হু প্রধান বলেছেন যে, রাষ্ট্রসংঘ চিনে জীবনের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ৷ আর হাসপাতালে ভর্তি ও মৃত্যু রুখতে বুস্টার ডোজ-সহ টিকা দেওয়ার গুরুত্বের কথা আরও একবার তুলে ধরা হয়েছে ৷ তিনি বলেন, "এটি বিশেষত বয়স্ক ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ, যাঁদের চিকিৎসা চলছে এবং যাঁরা উচ্চ ঝুঁকির মুখে রয়েছেন ৷"
আরও পড়ুন: করোনা পরিস্থিতি নিয়ে চিনের রিপোর্ট তলব বিশ্ব স্বাস্থ্য সংস্থার
গত সপ্তাহে বেশ কয়েকটি দেশ চিন থেকে আসা যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোভিড পরীক্ষার নিয়ম জারি করেছে । চিন তার কঠোর "জিরো-কোভিড" নীতি ফিরিয়ে আনার পরে করোনভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সে দেশের মূল ভূখণ্ড থেকে উড়ানে আসা নাগরিকদের কোভিড -19 পরীক্ষা বাধ্যতামূলক করেছে বিভিন্ন দেশ । মঙ্গলবার বেইজিং অভিযোগ করেছে যে, এই দেশগুলি বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই কোভিড-19 নিয়ে এই বিধিনিষেধ আরোপ করছে । চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, "এই ব্যবস্থাগুলির মধ্যে কয়েকটি অসামঞ্জস্যপূর্ণ এবং অগ্রহণযোগ্য । আমরা দৃঢ়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে কোভিড ব্যবস্থার এই ব্যবহার প্রত্যাখ্যান করি এবং পারস্পরিক নীতির ভিত্তিতে বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া হিসাবে সংশ্লিষ্ট ব্যবস্থা নেব ৷"
হু-এর প্রধান বলেন, এটা বোধগম্য যে কিছু দেশ তাদের নিজেদের নাগরিকদের রক্ষা করবে বলে এমন পদক্ষেপ করছে । তিনি ব্রিফিংয়ে বলেন, "চিনে সংক্রমণ ক্রমে বাড়ছে এবং সবিস্তার তথ্য সামনে আসছে না ৷ যেমনটি আমি গত সপ্তাহে বলেছিলাম, এটি বোধগম্য যে কিছু দেশ এমন পদক্ষেপ নিচ্ছে কারণ তারা তাদের নাগরিকদের রক্ষা করতে চায় ৷"