ETV Bharat / international

ইউক্রেনে তাঁর লক্ষ্য একই থাকবে, তা দখল না-হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না: পুতিন - পুতিন

Putin on Ukraine War: ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অব্যাহত থাকছে ৷ ওই দেশ দখল না-হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না ৷ এ কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷

Putin on Ukraine War
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 5:28 PM IST

মস্কো, 14 ডিসেম্বর: ইউক্রেনে তাঁর লক্ষ্য একই থাকবে ৷ যতদিন না পর্যন্ত ওই দেশ দখল করতে পারছেন, ততদিন সেখানে কোনও শান্তি বিরাজ করবে না । বৃহস্পতিবার চলতি বছরে তাঁর শেষ সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷

প্রায় 24 বছর ধরে ক্ষমতায় রয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ৷ সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, তিনি পুনরায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তিনি সেন্ট্রাল মস্কোর হলে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁকে করতালি দিয়ে স্বাগত জানানো হয় ।

এই বছর সাংবাদিকদের জিজ্ঞাসা করা প্রশ্নগুলির সঙ্গে সাধারণ নাগরিকদেরও ফোন করার সুযোগ ছিল এবং রাশিয়ানরা দুই সপ্তাহ ধরে পুতিনের জন্য প্রশ্ন জমা দিচ্ছেন । ইউক্রেনে যুদ্ধ শুরু থেকে পুতিন বিদেশি মিডিয়ার সঙ্গে আলাপচারিতা অনেকটাই নিয়ন্ত্রণ করেছেন ৷ তার পর এই প্রথমবার সম্ভবত পশ্চিমের সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হলেন পুতিন । তিনি বৃহস্পতিবার বলেন যে, ইউক্রেনে 'ডি-নাৎসিফিকেশন, ডি-মিলিটারাইজেশন এবং নিরপেক্ষ অবস্থা' - মস্কোর এই লক্ষ্য অপরিবর্তিত রয়েছে । 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর দিন তাঁর কী উদ্দেশ্য ছিল, তারও বর্ণনা করেছেন পুতিন ৷

'ডি-নাৎসিফিকেশন' বলতে রাশিয়ার অভিযোগকে বোঝায় ৷ ইউক্রেনের সরকার উগ্র জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি গোষ্ঠী দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত বলে অভিযোগ রাশিয়ার । যদিও এই দাবিকে উপহাসের ছলেই দেখে ইউক্রেন এবং পশ্চিমের দেশগুলি ৷ পুতিন ইউক্রেনকে নিরপেক্ষ থাকার এবং ন্যাটো জোটে যোগ না দেওয়ারও দাবি করেছেন । পুতিন বলেন, "আমরা যখন আমাদের লক্ষ্য অর্জন করব তখনই শান্তি থাকবে ।" ক্রেমলিন তখন থেকে বারবার বলেছেন যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না এই লক্ষ্যগুলি অর্জিত হয় ।

মস্কোর অভিযানের বিশদ বিবরণ দিয়ে, পুতিন বলেছেন যে, প্রায় 244,000 সৈন্য যাঁদেরকে ইউক্রেনে যুদ্ধের জন্য ডাকা হয়েছিল, তাঁরা বর্তমানে যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং দ্বিতীয় বাহিনীর প্রয়োজনীয়তা প্রত্যাখ্যান করেছেন । তিনি ইউক্রেনের সৈন্য সংখ্যার জন্য মোট পরিমাণ জানাননি ৷ পেশাদার রাশিয়ান সামরিক বাহিনীও লড়াই চালাচ্ছে ।

2022 সালের সেপ্টেম্বরে পুতিন আংশিক সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি ইউক্রেনে তাঁর বাহিনী বাড়ানোর চেষ্টা করেছিলেন ৷ তবে সেই নির্দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল ৷ পুতিন বলেন, সারা দেশে প্রতিদিন 1,500 জন লোককে রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে । তিনি বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট 486,000 সৈন্য রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।

আরও পড়ুন:

  1. রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের
  2. গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে 'কাঁটা' আমেরিকা! রাষ্ট্রসংঘে 'ভেটো' প্রয়োগ বাইডেনের প্রতিনিধির
  3. গত 24 ঘণ্টায় মৃত কমপক্ষে 200 প্যালেস্তানীয় ! যুদ্ধবিরতি শেষে আরও আক্রমণাত্মক ইজরায়েল

মস্কো, 14 ডিসেম্বর: ইউক্রেনে তাঁর লক্ষ্য একই থাকবে ৷ যতদিন না পর্যন্ত ওই দেশ দখল করতে পারছেন, ততদিন সেখানে কোনও শান্তি বিরাজ করবে না । বৃহস্পতিবার চলতি বছরে তাঁর শেষ সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷

প্রায় 24 বছর ধরে ক্ষমতায় রয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ৷ সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, তিনি পুনরায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তিনি সেন্ট্রাল মস্কোর হলে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁকে করতালি দিয়ে স্বাগত জানানো হয় ।

এই বছর সাংবাদিকদের জিজ্ঞাসা করা প্রশ্নগুলির সঙ্গে সাধারণ নাগরিকদেরও ফোন করার সুযোগ ছিল এবং রাশিয়ানরা দুই সপ্তাহ ধরে পুতিনের জন্য প্রশ্ন জমা দিচ্ছেন । ইউক্রেনে যুদ্ধ শুরু থেকে পুতিন বিদেশি মিডিয়ার সঙ্গে আলাপচারিতা অনেকটাই নিয়ন্ত্রণ করেছেন ৷ তার পর এই প্রথমবার সম্ভবত পশ্চিমের সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হলেন পুতিন । তিনি বৃহস্পতিবার বলেন যে, ইউক্রেনে 'ডি-নাৎসিফিকেশন, ডি-মিলিটারাইজেশন এবং নিরপেক্ষ অবস্থা' - মস্কোর এই লক্ষ্য অপরিবর্তিত রয়েছে । 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর দিন তাঁর কী উদ্দেশ্য ছিল, তারও বর্ণনা করেছেন পুতিন ৷

'ডি-নাৎসিফিকেশন' বলতে রাশিয়ার অভিযোগকে বোঝায় ৷ ইউক্রেনের সরকার উগ্র জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি গোষ্ঠী দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত বলে অভিযোগ রাশিয়ার । যদিও এই দাবিকে উপহাসের ছলেই দেখে ইউক্রেন এবং পশ্চিমের দেশগুলি ৷ পুতিন ইউক্রেনকে নিরপেক্ষ থাকার এবং ন্যাটো জোটে যোগ না দেওয়ারও দাবি করেছেন । পুতিন বলেন, "আমরা যখন আমাদের লক্ষ্য অর্জন করব তখনই শান্তি থাকবে ।" ক্রেমলিন তখন থেকে বারবার বলেছেন যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না এই লক্ষ্যগুলি অর্জিত হয় ।

মস্কোর অভিযানের বিশদ বিবরণ দিয়ে, পুতিন বলেছেন যে, প্রায় 244,000 সৈন্য যাঁদেরকে ইউক্রেনে যুদ্ধের জন্য ডাকা হয়েছিল, তাঁরা বর্তমানে যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং দ্বিতীয় বাহিনীর প্রয়োজনীয়তা প্রত্যাখ্যান করেছেন । তিনি ইউক্রেনের সৈন্য সংখ্যার জন্য মোট পরিমাণ জানাননি ৷ পেশাদার রাশিয়ান সামরিক বাহিনীও লড়াই চালাচ্ছে ।

2022 সালের সেপ্টেম্বরে পুতিন আংশিক সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি ইউক্রেনে তাঁর বাহিনী বাড়ানোর চেষ্টা করেছিলেন ৷ তবে সেই নির্দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল ৷ পুতিন বলেন, সারা দেশে প্রতিদিন 1,500 জন লোককে রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে । তিনি বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট 486,000 সৈন্য রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ।

আরও পড়ুন:

  1. রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের
  2. গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে 'কাঁটা' আমেরিকা! রাষ্ট্রসংঘে 'ভেটো' প্রয়োগ বাইডেনের প্রতিনিধির
  3. গত 24 ঘণ্টায় মৃত কমপক্ষে 200 প্যালেস্তানীয় ! যুদ্ধবিরতি শেষে আরও আক্রমণাত্মক ইজরায়েল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.