ETV Bharat / international

Inder Singh Demise: 1971 সালে ভারত-পাক যুদ্ধের অন্যতম নায়ক ইন্দর সিং প্রয়াত - Inder Singh Passes Away

Retired Commander Inder Singh Passes Away: ভারত-পাক যুদ্ধে পাকিস্তানের সাবমেরিন গাজি ধ্বংস করেছিল ভারতের আইএনএস রাজপুত ৷ আর এই যুদ্ধজাহাজে কম্যান্ডার ছিলেন ইন্দর সিং ৷ সোমবার রাতে তিনি প্রয়াত হয়েছেন ৷

ETV Bharat
প্রয়াত ইন্দর সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 2:39 PM IST

রোহতক, 10 অক্টোবর: প্রয়াত কম্যান্ডার ইন্দর সিং ৷ 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় ৷ সোমবার রাতে হরিয়ানার রোহতকের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট কম্যান্ডার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 99 বছর ৷ মঙ্গলবার, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷

1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ইন্দর সিং আইএনএস রাজপুতের কম্যান্ডার পদে কর্মরত ছিলেন ৷ এই যুদ্ধে আইএনএস রাজপুত পাকিস্তানের সাবমেরিন গাজি ডুবিয়ে দিয়েছিল ৷ আইএনএস বিক্রান্তকে ডুবিয়ে ধ্বংস করতে এই গাজিকে পাঠিয়েছিল পাকিস্তান ৷ ভারত-পাক যুদ্ধের আগে 1965 সালে এই যুদ্ধজাহাজটি পাকিস্তানকে দিয়েছিল আমেরিকা ৷ পাকিস্তান এর নাম রাখে গাজি ৷ 1971 সালের এই যুদ্ধ নিয়ে কম্যান্ডার ইন্দর সিং তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ৷

তিনি জানিয়েছিলেন, যুদ্ধ শুরু হলে তিনি বিশাখাপত্তনম বন্দর থেকে আইএনএস রাজপুত যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রপথে রওনা দেন ৷ স্বভাবতই এমন সময় সমুদ্রের চারদিকে কড়া নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌ সেনা ৷ হঠাৎ নৌবাহিনীর অত্যাধুনিক যন্ত্রে ধরা পড়ে, সমুদ্রে একটা কিছু নড়াচড়া করছে ৷ সেটা পাকিস্তানে সাবমেরিন গাজি ৷ ভারতীয় যুদ্ধজাহাজ বিক্রান্তকে ধ্বংস করতে পাকিস্তান ডুবোজাহাজটি পাঠিয়েছে ৷

একবারে মধ্যরাতে আইএনএস রাজপুত গাজির উপর আক্রমণ চালায় ৷ তাকে ধ্বংস করে ফেলে ৷ সেবার পাকিস্তানকে হার মানতে হয়েছিল ৷ আর এর নেপথ্যে ছিল গাজির পরাজয় ৷ আর এই যুদ্ধের অন্যতম হিরো ছিলেন কম্যান্ডার ইন্দর সিং ৷ 1924 সালের 4 অক্টোবর জন্মগ্রহণ করেন ইন্দর সিং ৷ তাঁর সাহসিকতার জন্য ভারত সরকার তাঁকে বীরচক্র দিয়ে পুরস্কৃত করে ৷ বিগত বেশ কিছু সময় ধরে অবসরপ্রাপ্ত এই যোদ্ধা অসুস্থ ছিলেন ৷

1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয় ৷ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশক কেন্দ্র করেই কার্যত এই যুদ্ধ শুরু হয় ৷ তবে এই যুদ্ধশেষে পরাজিত হয় পাকিস্তান ৷ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ৷

আরও পড়ুন: গাজায় বিমানহানা ও বোমার আঘাতে 'গভীরভাবে মর্মাহত' জাতিসংঘের মহাসচিব

রোহতক, 10 অক্টোবর: প্রয়াত কম্যান্ডার ইন্দর সিং ৷ 1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় ৷ সোমবার রাতে হরিয়ানার রোহতকের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট কম্যান্ডার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 99 বছর ৷ মঙ্গলবার, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷

1971 সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ইন্দর সিং আইএনএস রাজপুতের কম্যান্ডার পদে কর্মরত ছিলেন ৷ এই যুদ্ধে আইএনএস রাজপুত পাকিস্তানের সাবমেরিন গাজি ডুবিয়ে দিয়েছিল ৷ আইএনএস বিক্রান্তকে ডুবিয়ে ধ্বংস করতে এই গাজিকে পাঠিয়েছিল পাকিস্তান ৷ ভারত-পাক যুদ্ধের আগে 1965 সালে এই যুদ্ধজাহাজটি পাকিস্তানকে দিয়েছিল আমেরিকা ৷ পাকিস্তান এর নাম রাখে গাজি ৷ 1971 সালের এই যুদ্ধ নিয়ে কম্যান্ডার ইন্দর সিং তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ৷

তিনি জানিয়েছিলেন, যুদ্ধ শুরু হলে তিনি বিশাখাপত্তনম বন্দর থেকে আইএনএস রাজপুত যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রপথে রওনা দেন ৷ স্বভাবতই এমন সময় সমুদ্রের চারদিকে কড়া নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌ সেনা ৷ হঠাৎ নৌবাহিনীর অত্যাধুনিক যন্ত্রে ধরা পড়ে, সমুদ্রে একটা কিছু নড়াচড়া করছে ৷ সেটা পাকিস্তানে সাবমেরিন গাজি ৷ ভারতীয় যুদ্ধজাহাজ বিক্রান্তকে ধ্বংস করতে পাকিস্তান ডুবোজাহাজটি পাঠিয়েছে ৷

একবারে মধ্যরাতে আইএনএস রাজপুত গাজির উপর আক্রমণ চালায় ৷ তাকে ধ্বংস করে ফেলে ৷ সেবার পাকিস্তানকে হার মানতে হয়েছিল ৷ আর এর নেপথ্যে ছিল গাজির পরাজয় ৷ আর এই যুদ্ধের অন্যতম হিরো ছিলেন কম্যান্ডার ইন্দর সিং ৷ 1924 সালের 4 অক্টোবর জন্মগ্রহণ করেন ইন্দর সিং ৷ তাঁর সাহসিকতার জন্য ভারত সরকার তাঁকে বীরচক্র দিয়ে পুরস্কৃত করে ৷ বিগত বেশ কিছু সময় ধরে অবসরপ্রাপ্ত এই যোদ্ধা অসুস্থ ছিলেন ৷

1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয় ৷ পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশক কেন্দ্র করেই কার্যত এই যুদ্ধ শুরু হয় ৷ তবে এই যুদ্ধশেষে পরাজিত হয় পাকিস্তান ৷ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ৷

আরও পড়ুন: গাজায় বিমানহানা ও বোমার আঘাতে 'গভীরভাবে মর্মাহত' জাতিসংঘের মহাসচিব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.