ETV Bharat / international

US Travel Advisory: পাকিস্তান ভ্রমণ হইতে সাবধান ! নাগরিকদের সতর্ক করে নির্দেশ আমেরিকার - পাকিস্তান

মার্কিন পর্যটকদের পাকিস্তানে (Pakistan) বেড়াতে যেতে নিষেধ করল জো বাইডেন (Joe Biden) প্রশাসন ৷ জারি করা হল পর্যটন সংক্রান্ত সতর্কবার্তা (US Travel Advisory) ৷

US travel advisory ask Americans not to go Pakistan
US Travel Advisory: পাকিস্তান ভ্রমণ হইতে সাবধান ! নাগরিকদের সতর্ক করে নির্দেশ আমেরিকার
author img

By

Published : Oct 7, 2022, 6:43 PM IST

ওয়াশিংটন, 7 অক্টোবর: মার্কিন নাগরিকদের জন্য পর্যটন সংক্রান্ত সতর্কবার্তা (US Travel Advisory) প্রকাশ করল জো বাইডেন (Joe Biden) সরকার ৷ ভারতের প্রতিবেশী পাকিস্তানে (Pakistan) ভ্রমণের ক্ষেত্রে এই সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, পাক ভূখণ্ডের চরম ঝুঁকিবহুল এলাকাগুলিতে বেড়াতে যাওয়ার আগে মার্কিন নাগরিকরা যেন ভালো করে ভেবে দেখেন ৷ কারণ, ওই সমস্ত এলাকা সন্ত্রাস এবং হিংসার কারণে একেবারেই নিরাপদ নয় ৷

বৃহস্পতিবার প্রকাশ করা এই সতর্কবার্তাটি তৃতীয় স্তরের পর্যটন সতর্কবার্তা (Level 3 Travel Advisory) ৷ তাতে বিশেষ করে পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পখতুনখোয়া প্রদেশে যাওয়ার ক্ষেত্রে মার্কিন পর্যটকদের নিষেধ করা হয়েছে ৷ বিপজ্জনক অঞ্চলগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের আদিবাসী শাসিত এলাকাও ৷ মার্কিন প্রশাসনের দাবি, এই অঞ্চলগুলিতে জঙ্গিদের দাপট রয়েছে ৷ মাঝেমধ্য়েই সেখানে অপহরণের ঘটনা ঘটে ৷ সেক্ষেত্রে মার্কিন নাগরিকরা সন্ত্রাসবাদীদের 'টার্গেট' হয়ে যেতে পারেন ৷

আরও পড়ুন: ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি ! কাঠগড়ায় পাক নৌ-নিরাপত্তাবাহিনী

একইসঙ্গে, পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলিতেও মার্কিন নাগরিকদের যেতে নিষেধ করেছে বাইডেন প্রশাসন ৷ কারণ, এইসব জায়গায় মাঝেমধ্যেই অন্যান্য দেশের সেনা এবং জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাক সামরিকবাহিনী ৷

আমেরিকার দাবি, জঙ্গি সংগঠনগুলি এখনও পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা করছে ৷ আর এই ধরনের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে ৷ তাই জেনে, বুঝে সেখানে যাওয়া মানে নিজের বিপদ বাড়ানো ৷ মার্কিন গোয়েন্দাদের আশংকা, কোনওরকম আগাম আভাস ছাড়াই পাকিস্তানের যেকোনও জায়গায় জঙ্গি হামলা হতে পারে ৷ সন্ত্রাসবাদীদের নিশানায় থাকতে পারে গণপরিবহণ, বাজার, শপিং মল, বিমানবন্দরের মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা ৷ এমনকী তারা পাক সেনাঘাঁটিগুলিকেও নিশানা করতে পারে ৷

মার্কিন ওই নির্দেশনামায় নির্দিষ্ট করে বলা হয়েছে, "বালোচিস্তান প্রদেশে কেউ যাবেন না ৷ একাধিক সক্রিয় জঙ্গি সংগঠন, একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আন্দোলন, প্রশাসনিক দ্বন্দ্ব এবং সরকার ও আমজনতার উপর প্রাণঘাতী হামলার জেরে এই এলাকা উত্তপ্ত ৷ 2019 সালে বালোচিস্তানে একাধিক বিস্ফোরণ হয়েছিল ৷ তাতে বহু মানুষের মৃত্যু হয় ৷ অনেকে জখম হন ৷"

ওয়াশিংটন, 7 অক্টোবর: মার্কিন নাগরিকদের জন্য পর্যটন সংক্রান্ত সতর্কবার্তা (US Travel Advisory) প্রকাশ করল জো বাইডেন (Joe Biden) সরকার ৷ ভারতের প্রতিবেশী পাকিস্তানে (Pakistan) ভ্রমণের ক্ষেত্রে এই সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, পাক ভূখণ্ডের চরম ঝুঁকিবহুল এলাকাগুলিতে বেড়াতে যাওয়ার আগে মার্কিন নাগরিকরা যেন ভালো করে ভেবে দেখেন ৷ কারণ, ওই সমস্ত এলাকা সন্ত্রাস এবং হিংসার কারণে একেবারেই নিরাপদ নয় ৷

বৃহস্পতিবার প্রকাশ করা এই সতর্কবার্তাটি তৃতীয় স্তরের পর্যটন সতর্কবার্তা (Level 3 Travel Advisory) ৷ তাতে বিশেষ করে পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পখতুনখোয়া প্রদেশে যাওয়ার ক্ষেত্রে মার্কিন পর্যটকদের নিষেধ করা হয়েছে ৷ বিপজ্জনক অঞ্চলগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের আদিবাসী শাসিত এলাকাও ৷ মার্কিন প্রশাসনের দাবি, এই অঞ্চলগুলিতে জঙ্গিদের দাপট রয়েছে ৷ মাঝেমধ্য়েই সেখানে অপহরণের ঘটনা ঘটে ৷ সেক্ষেত্রে মার্কিন নাগরিকরা সন্ত্রাসবাদীদের 'টার্গেট' হয়ে যেতে পারেন ৷

আরও পড়ুন: ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি ! কাঠগড়ায় পাক নৌ-নিরাপত্তাবাহিনী

একইসঙ্গে, পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলিতেও মার্কিন নাগরিকদের যেতে নিষেধ করেছে বাইডেন প্রশাসন ৷ কারণ, এইসব জায়গায় মাঝেমধ্যেই অন্যান্য দেশের সেনা এবং জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাক সামরিকবাহিনী ৷

আমেরিকার দাবি, জঙ্গি সংগঠনগুলি এখনও পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা করছে ৷ আর এই ধরনের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে ৷ তাই জেনে, বুঝে সেখানে যাওয়া মানে নিজের বিপদ বাড়ানো ৷ মার্কিন গোয়েন্দাদের আশংকা, কোনওরকম আগাম আভাস ছাড়াই পাকিস্তানের যেকোনও জায়গায় জঙ্গি হামলা হতে পারে ৷ সন্ত্রাসবাদীদের নিশানায় থাকতে পারে গণপরিবহণ, বাজার, শপিং মল, বিমানবন্দরের মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা ৷ এমনকী তারা পাক সেনাঘাঁটিগুলিকেও নিশানা করতে পারে ৷

মার্কিন ওই নির্দেশনামায় নির্দিষ্ট করে বলা হয়েছে, "বালোচিস্তান প্রদেশে কেউ যাবেন না ৷ একাধিক সক্রিয় জঙ্গি সংগঠন, একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আন্দোলন, প্রশাসনিক দ্বন্দ্ব এবং সরকার ও আমজনতার উপর প্রাণঘাতী হামলার জেরে এই এলাকা উত্তপ্ত ৷ 2019 সালে বালোচিস্তানে একাধিক বিস্ফোরণ হয়েছিল ৷ তাতে বহু মানুষের মৃত্যু হয় ৷ অনেকে জখম হন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.