ETV Bharat / international

Canada-India Diplomatic Row: ভারত-কানাডা দ্বন্দ্বে বহিরাগত উস্কানি, পাকিস্তানের দিকে ইঙ্গিত মার্কিন বিশেষজ্ঞের

External Provocations in India-Canada Conflict: ভারত এবং কানাডার মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের পিছনে পাকিস্তানের যোগ পাচ্ছেন মার্কিন বিদেশনীতি বিশেষজ্ঞরা ৷ হাডসন ইনস্টিটিউট থিংক-ট্যাংকের একটি চর্চায় জাস্টিন ট্রুডো বহিরাগত শক্তির হাতের পুতুল হয়ে গিয়েছেন বলেও মন্তব্য করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 10:47 AM IST

ওয়াশিংটন, 20 সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনে আমেরিকার প্রবেশ করা উচিত নয় বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে হাডসন ইনস্টিটিউট থিংক-ট্যাংকের একটি প্যানেলের চর্চায় মাইকেল রুবিন নামে এক বিদেশনীতি বিশেষজ্ঞ এই মন্তব্য করেন ৷ তিনি বিষয়টিতে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে পাকিস্তানের হাতের পুতুল হিসেবে কাজ করার অভিযোগও তুলেছেন ৷

ওই মার্কিন বিশেষজ্ঞের মতে, "ট্রুডো এমন লোকজনের হাতের পুতুল হয়ে গিয়েছেন, যাঁরা খালিস্তানি আন্দোলনকে অহংকার করার মতো বিষয় হিসেবে দেখছেন। পাশাপাশি, এই আন্দোলনের জেরে তাঁদের কী লাভ হতে পারে সেই হিসেবও করছেন ৷" আর জাস্টিন ট্রুডোর খালিস্তানি জঙ্গির মৃত্যু নিয়ে ভারতের নিন্দার নেপথ্যে পাকিস্তানের যোগ খুঁজে পাচ্ছেন ওই বিদেশনীতি বিশেষজ্ঞ ৷

মাইকেল রুবিন বলেন, "ট্রুডোর নির্লজ্জ ও নিষ্ঠুর পদক্ষেপ সংক্রান্ত বিবৃতি সম্পর্কে একটা জিনিস লক্ষণীয় ৷ আর তা হল, তাঁর এই বিবৃতি ঠিক করিমা বালুচ হত্যাকাণ্ডের সময় এসেছে ৷ সেই ঘটনায় পাকিস্তানের যোগ থাকার অভিযোগ উঠেছে ৷ অথচ বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরে না তুলে, তা একটি পুলিশি তদন্তের বিষয় বলে চালিয়ে দেওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন: খালিস্তানি নেতার মৃত্যু নিয়ে দু'দেশের সম্পর্কে অবনতি, ট্রুডো বললেন, 'ভারতকে চটাতে চাই না '

উল্লেখ্য, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী 'খালিস্তান টাইগার ফোর্স'-এর প্রধান হরদীপ সিং নিজ্জরকে গত 19 জুন সারেতে একটি গুরুদ্বারের বাইরে দুই বন্দুকবাজ গুলি করে খুন করে ৷ সেই ঘটনায় ভারত সরকারের এজেন্টের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে কানাডা ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধান হরদীপ সিং নিজ্জরের মাথার দাম 10 লক্ষ টাকা ধার্য করেছিল ভারত ৷

পাশাপাশি, কিছু বিদেশি শক্তি আবারও খালিস্তানি আন্দোলনকে পিছন থেকে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মাইকেল রুবিন ৷ তবে, তাঁর মতে এই ধরনের উস্কানিতে কোনও কাজ হবে না ৷ এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত নয়, এমন বহিরাগত শক্তির চালাকি ও উস্কানিমূলক কাজকর্মে হস্তক্ষেপ করা ৷ তাই এই বিষয়টি থেকে ওয়াশিংটন ডিসি তথা হোয়াইট হাউসের দূরত্ব বজায় রাখা উচিত বলে মনে করেন ওই বিশেষজ্ঞ ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ওয়াশিংটন, 20 সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনে আমেরিকার প্রবেশ করা উচিত নয় বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে হাডসন ইনস্টিটিউট থিংক-ট্যাংকের একটি প্যানেলের চর্চায় মাইকেল রুবিন নামে এক বিদেশনীতি বিশেষজ্ঞ এই মন্তব্য করেন ৷ তিনি বিষয়টিতে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে পাকিস্তানের হাতের পুতুল হিসেবে কাজ করার অভিযোগও তুলেছেন ৷

ওই মার্কিন বিশেষজ্ঞের মতে, "ট্রুডো এমন লোকজনের হাতের পুতুল হয়ে গিয়েছেন, যাঁরা খালিস্তানি আন্দোলনকে অহংকার করার মতো বিষয় হিসেবে দেখছেন। পাশাপাশি, এই আন্দোলনের জেরে তাঁদের কী লাভ হতে পারে সেই হিসেবও করছেন ৷" আর জাস্টিন ট্রুডোর খালিস্তানি জঙ্গির মৃত্যু নিয়ে ভারতের নিন্দার নেপথ্যে পাকিস্তানের যোগ খুঁজে পাচ্ছেন ওই বিদেশনীতি বিশেষজ্ঞ ৷

মাইকেল রুবিন বলেন, "ট্রুডোর নির্লজ্জ ও নিষ্ঠুর পদক্ষেপ সংক্রান্ত বিবৃতি সম্পর্কে একটা জিনিস লক্ষণীয় ৷ আর তা হল, তাঁর এই বিবৃতি ঠিক করিমা বালুচ হত্যাকাণ্ডের সময় এসেছে ৷ সেই ঘটনায় পাকিস্তানের যোগ থাকার অভিযোগ উঠেছে ৷ অথচ বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরে না তুলে, তা একটি পুলিশি তদন্তের বিষয় বলে চালিয়ে দেওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন: খালিস্তানি নেতার মৃত্যু নিয়ে দু'দেশের সম্পর্কে অবনতি, ট্রুডো বললেন, 'ভারতকে চটাতে চাই না '

উল্লেখ্য, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী 'খালিস্তান টাইগার ফোর্স'-এর প্রধান হরদীপ সিং নিজ্জরকে গত 19 জুন সারেতে একটি গুরুদ্বারের বাইরে দুই বন্দুকবাজ গুলি করে খুন করে ৷ সেই ঘটনায় ভারত সরকারের এজেন্টের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে কানাডা ৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের প্রধান হরদীপ সিং নিজ্জরের মাথার দাম 10 লক্ষ টাকা ধার্য করেছিল ভারত ৷

পাশাপাশি, কিছু বিদেশি শক্তি আবারও খালিস্তানি আন্দোলনকে পিছন থেকে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মাইকেল রুবিন ৷ তবে, তাঁর মতে এই ধরনের উস্কানিতে কোনও কাজ হবে না ৷ এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত নয়, এমন বহিরাগত শক্তির চালাকি ও উস্কানিমূলক কাজকর্মে হস্তক্ষেপ করা ৷ তাই এই বিষয়টি থেকে ওয়াশিংটন ডিসি তথা হোয়াইট হাউসের দূরত্ব বজায় রাখা উচিত বলে মনে করেন ওই বিশেষজ্ঞ ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.