ETV Bharat / international

US New Poll: প্রেসিডেন্ট পদের দৌড়ে ট্রাম্পের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে বাইডেন, বলছে নয়া সমীক্ষা - President Joe Biden

এক নতুন সমীক্ষা অনুযায়ী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেড-টু-হেড ম্যাচআপে বর্তমান জো বাইডেনকে 51-42-এ পরাজিত করেছেন । এছাড়াও ট্রাম্প তাঁর অন্যান্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন ৷ যার মধ্যে ভারতীয়-আমেরিকান হেলি এবং রামাস্বামী রিপাবলিকানের প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে রয়েছেন ।

President Joe Biden and Donald Trump
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 7:11 PM IST

ওয়াশিংটন, 25 সেপ্টেম্বর: 2024 সালে নির্বাচনের আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প ৷ ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের তরফে একটি নতুন সমীক্ষা করা হয় ৷ তাতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট পদের দৌড়ে বাইডেন তাঁর পূর্বসূরি ট্রাম্পের থেকে পিছিয়ে রয়েছেন । সমীক্ষায় বলা হয়েছে, ট্রাম্প হেড টু হেড ম্যাচআপে বাইডেনকে 51-42-এ পরাজিত করেছেন । পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে ডোনাল্ড ট্রাম্প তাঁর অন্যান্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের থেকেও অনেকটাই এগিয়ে ।

জিওপি-এর আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া জানুয়ারিতে আইওয়া ককাস এবং নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির মাধ্যমে শুরু হবে । যদিও দুই ইন্দো-আমেরিকান প্রাক্তন দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিক্কি হেলি এবং বিবেক রামাস্বামী রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে রয়েছেন ৷ তবে ডোনাল্ড ট্রাম্প তাঁর জিওপি প্রতিদ্বন্দ্বীদের থেকেও অনেক এগিয়ে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে তিনিই সর্বসম্মতিতে দলের মনোনীত প্রার্থী হয়ে উঠতে চলেছেন ।

রবিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের সমীক্ষায় বলা হয়েছে, রেকর্ড সংখ্যক আমেরিকান বলেছেন যে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন জনগণের অবস্থা আরও খারাপ হয়েছে । তিন-চতুর্থাংশ বলেছেন যে আবার প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে তাঁর বয়সটা খুব বেশি এবং ডোনাল্ড ট্রাম্প সে দিক থেকে এগিয়ে রয়েছেন ৷ তবে ওয়াশিংটন পোস্ট সমীক্ষার ফলাফলের সঙ্গে একমত নয় । বিশিষ্ট আমেরিকান দৈনিকটি জানিয়েছে, সমীক্ষায় দেখা যাচ্ছে যে বাইডেনকে 10 পয়েন্টে পরাজিত করেছেন ট্রাম্প ৷ এটা সম্ভবত জনগণের মতের বহিঃপ্রকাশ, কারণ অন্যান্য সমীক্ষা অনুসারে দুই প্রতিদ্বন্দ্বী একে অপরকে জোর টক্কর দিচ্ছেন ।

আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব সংকটের কারণ চিন, দাবি নিক্কি হেলির

সমীক্ষা অনুসারে, ট্রাম্পকে 54 শতাংশ রিপাবলিকান এবং রিপাবলিকানের দিকে থাকা স্বতন্ত্র প্রার্থীরা সমর্থন করেন । ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস 15 শতাংশে সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ মে মাসের থেকে যা 25 শতাংশ কম ৷

(সংবাদ সংস্থা-পিটিআই)

ওয়াশিংটন, 25 সেপ্টেম্বর: 2024 সালে নির্বাচনের আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প ৷ ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের তরফে একটি নতুন সমীক্ষা করা হয় ৷ তাতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট পদের দৌড়ে বাইডেন তাঁর পূর্বসূরি ট্রাম্পের থেকে পিছিয়ে রয়েছেন । সমীক্ষায় বলা হয়েছে, ট্রাম্প হেড টু হেড ম্যাচআপে বাইডেনকে 51-42-এ পরাজিত করেছেন । পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে ডোনাল্ড ট্রাম্প তাঁর অন্যান্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের থেকেও অনেকটাই এগিয়ে ।

জিওপি-এর আনুষ্ঠানিক মনোনয়ন প্রক্রিয়া জানুয়ারিতে আইওয়া ককাস এবং নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির মাধ্যমে শুরু হবে । যদিও দুই ইন্দো-আমেরিকান প্রাক্তন দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিক্কি হেলি এবং বিবেক রামাস্বামী রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে রয়েছেন ৷ তবে ডোনাল্ড ট্রাম্প তাঁর জিওপি প্রতিদ্বন্দ্বীদের থেকেও অনেক এগিয়ে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে তিনিই সর্বসম্মতিতে দলের মনোনীত প্রার্থী হয়ে উঠতে চলেছেন ।

রবিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের সমীক্ষায় বলা হয়েছে, রেকর্ড সংখ্যক আমেরিকান বলেছেন যে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন জনগণের অবস্থা আরও খারাপ হয়েছে । তিন-চতুর্থাংশ বলেছেন যে আবার প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে তাঁর বয়সটা খুব বেশি এবং ডোনাল্ড ট্রাম্প সে দিক থেকে এগিয়ে রয়েছেন ৷ তবে ওয়াশিংটন পোস্ট সমীক্ষার ফলাফলের সঙ্গে একমত নয় । বিশিষ্ট আমেরিকান দৈনিকটি জানিয়েছে, সমীক্ষায় দেখা যাচ্ছে যে বাইডেনকে 10 পয়েন্টে পরাজিত করেছেন ট্রাম্প ৷ এটা সম্ভবত জনগণের মতের বহিঃপ্রকাশ, কারণ অন্যান্য সমীক্ষা অনুসারে দুই প্রতিদ্বন্দ্বী একে অপরকে জোর টক্কর দিচ্ছেন ।

আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব সংকটের কারণ চিন, দাবি নিক্কি হেলির

সমীক্ষা অনুসারে, ট্রাম্পকে 54 শতাংশ রিপাবলিকান এবং রিপাবলিকানের দিকে থাকা স্বতন্ত্র প্রার্থীরা সমর্থন করেন । ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস 15 শতাংশে সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৷ মে মাসের থেকে যা 25 শতাংশ কম ৷

(সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.