ETV Bharat / international

India Fastest Growing Economy: আর্থিক বৃদ্ধির নিরিখে বাকি বিশ্বকে টেক্কা দেবে ভারত, দাবি রাষ্ট্রসংঘের

সামনের দিনগুলিতে ভারতের আর্থিক বৃদ্ধি বাকি বিশ্বের তুলনায় সর্বাধিক হবে (Fastest Growing Economy of the World) ৷ রিপোর্ট প্রকাশ করে এমনটাই দাবি করল রাষ্ট্রসংঘের (United Nations) বিশ্ব আর্থিক নজরদারি শাখা (Global Economic Monitoring Branch) ৷

United Nations says India will be Fastest Growing Economy of the World
ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আশাবাদী রাষ্ট্রসংঘ
author img

By

Published : Jan 26, 2023, 1:43 PM IST

রাষ্ট্রসংঘ, 26 জানুয়ারি: চলতি বছর আর্থিক বৃদ্ধির নিরিখে ভারতের সম্ভাবনা বিশ্বে সবথেকে উজ্জ্বল ! কার্যত এমনটাই দাবি করল রাষ্ট্রসংঘ ৷ তাদের আর্থিক বিষয়ক নজরদারি শাখার প্রধানের পেশ করা হিসাব বলছে, এবছর সারাবিশ্বে আর্থিক বৃদ্ধির হার থাকবে মাত্র 1.9 শতাংশ ৷ কিন্তু, ভারতের বৃদ্ধির হার সেই তুলনায় অনেকটাই বেশি, প্রায় 5.8 শতাংশ ! অর্থাৎ বাকি বিশ্বের তুলনায় ভারত থাকবে একেবারে সামনের সারিতে ৷ বস্তুত, আর্থিক বৃদ্ধির নিরিখে বিশ্বের দ্রুততম দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে ভারত (Fastest Growing Economy of the World) ৷ রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷

বুধবার এই বিষয়ে বেশ কিছু তথ্য, পরিসংখ্যান ও সম্ভাবনার কথা শুনিয়েছেন রাষ্ট্রসংঘের (United Nations) বিশ্ব আর্থিক নজরদারি শাখার (Global Economic Monitoring Branch) প্রধান হামিদ রশিদ (Hamid Rashid) ৷ তাঁর দাবি, আগামী বছর ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 6.7 শতাংশ ৷ যা জি20 গোষ্ঠীভুক্ত অন্য দেশগুলির তুলনায় অনেকটাই বেশি ৷ হামিদের দাবি, বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধিতে ভারত নেতৃত্ব দেবে ৷

আরও পড়ুন: 9 লক্ষ কোটির সুদের বোঝায় উন্নয়ন নিয়ে চাপে মোদি সরকার

এই প্রেক্ষাপটে আর্থিক বৃদ্ধিতে ভারতের সাফল্যের জন্য দেশের বর্তমান নেতৃত্বকেই কৃতিত্ব দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সাধারণতন্ত্র দিবসের ভাষণে তিনি বলেন, "আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্রুততম দেশ হিসাবে নিজেকে প্রমাণ করেছে ৷ সঠিক সময় সরকারের সঠিক পদক্ষেপের জেরেই এমনটা সম্ভব হয়েছে ৷ বিশেষ করে আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক দেওয়া হয়েছে, তাতে সার্বিকভাবে মানুষ উপকৃত হয়েছে ৷"

অন্যদিকে, হামিদ রশিদের বক্তব্য হল, স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতের এই আর্থিক বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক ৷ এতে দারিদ্র্য দূরীকরণ আরও সহজ হবে ৷ আর্থিক বৃদ্ধির নিরিখে রাষ্ট্রসংঘের তালিকায় দু'নম্বরে জায়গা করে নিয়েছে ভারতেরই পড়শি চিন ৷ রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের দাবি, আগামী বছর চিনের বৃদ্ধির হার থাকবে 4.5 শতাংশ ৷ চলতি বছর তা রয়েছে 4.8 শতাংশ ৷ এর পাশাপাশি, আগামী বছর আমেরিকার বৃদ্ধির হার থাকতে পারে 1.7 শতাংশ ৷ চলতি বছর এই হার রয়েছে 0.4 শতাংশ ৷ প্রসঙ্গত, সামনের দিনগুলিতে সামগ্রিকভাবে উন্নত দেশগুলির বৃদ্ধির হার অনেকটাই কমবে ৷

রাষ্ট্রসংঘ, 26 জানুয়ারি: চলতি বছর আর্থিক বৃদ্ধির নিরিখে ভারতের সম্ভাবনা বিশ্বে সবথেকে উজ্জ্বল ! কার্যত এমনটাই দাবি করল রাষ্ট্রসংঘ ৷ তাদের আর্থিক বিষয়ক নজরদারি শাখার প্রধানের পেশ করা হিসাব বলছে, এবছর সারাবিশ্বে আর্থিক বৃদ্ধির হার থাকবে মাত্র 1.9 শতাংশ ৷ কিন্তু, ভারতের বৃদ্ধির হার সেই তুলনায় অনেকটাই বেশি, প্রায় 5.8 শতাংশ ! অর্থাৎ বাকি বিশ্বের তুলনায় ভারত থাকবে একেবারে সামনের সারিতে ৷ বস্তুত, আর্থিক বৃদ্ধির নিরিখে বিশ্বের দ্রুততম দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে ভারত (Fastest Growing Economy of the World) ৷ রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে ৷

বুধবার এই বিষয়ে বেশ কিছু তথ্য, পরিসংখ্যান ও সম্ভাবনার কথা শুনিয়েছেন রাষ্ট্রসংঘের (United Nations) বিশ্ব আর্থিক নজরদারি শাখার (Global Economic Monitoring Branch) প্রধান হামিদ রশিদ (Hamid Rashid) ৷ তাঁর দাবি, আগামী বছর ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 6.7 শতাংশ ৷ যা জি20 গোষ্ঠীভুক্ত অন্য দেশগুলির তুলনায় অনেকটাই বেশি ৷ হামিদের দাবি, বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধিতে ভারত নেতৃত্ব দেবে ৷

আরও পড়ুন: 9 লক্ষ কোটির সুদের বোঝায় উন্নয়ন নিয়ে চাপে মোদি সরকার

এই প্রেক্ষাপটে আর্থিক বৃদ্ধিতে ভারতের সাফল্যের জন্য দেশের বর্তমান নেতৃত্বকেই কৃতিত্ব দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সাধারণতন্ত্র দিবসের ভাষণে তিনি বলেন, "আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্রুততম দেশ হিসাবে নিজেকে প্রমাণ করেছে ৷ সঠিক সময় সরকারের সঠিক পদক্ষেপের জেরেই এমনটা সম্ভব হয়েছে ৷ বিশেষ করে আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক দেওয়া হয়েছে, তাতে সার্বিকভাবে মানুষ উপকৃত হয়েছে ৷"

অন্যদিকে, হামিদ রশিদের বক্তব্য হল, স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতের এই আর্থিক বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক ৷ এতে দারিদ্র্য দূরীকরণ আরও সহজ হবে ৷ আর্থিক বৃদ্ধির নিরিখে রাষ্ট্রসংঘের তালিকায় দু'নম্বরে জায়গা করে নিয়েছে ভারতেরই পড়শি চিন ৷ রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের দাবি, আগামী বছর চিনের বৃদ্ধির হার থাকবে 4.5 শতাংশ ৷ চলতি বছর তা রয়েছে 4.8 শতাংশ ৷ এর পাশাপাশি, আগামী বছর আমেরিকার বৃদ্ধির হার থাকতে পারে 1.7 শতাংশ ৷ চলতি বছর এই হার রয়েছে 0.4 শতাংশ ৷ প্রসঙ্গত, সামনের দিনগুলিতে সামগ্রিকভাবে উন্নত দেশগুলির বৃদ্ধির হার অনেকটাই কমবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.