ETV Bharat / international

UN Chief Putin-Zelenskyy Meet : আগামী সপ্তাহে মস্কোয় পুতিন ও ইউক্রেনে জেলেনস্কির সঙ্গে বৈঠক রাষ্ট্রসঙ্ঘ প্রধানের - Antonio Guterres Putin Moscow Meet

24 ফেব্রুয়ারি থেকে চলছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ৷ এতদিন সংঘর্ষ চলার পর এই প্রথম মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তারপর যুদ্ধদীর্ণ ইউক্রেনে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বয়ং রাষ্ট্রসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেস (UN Chief Putin-Zelenskyy Meet) ৷

UN Chief Antonio Guterres Visit Moscow and Ukraine
রাষ্ট্রসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেস
author img

By

Published : Apr 23, 2022, 1:19 PM IST

নিউ ইয়র্ক, 23 এপ্রিল : রাশিয়া-ইউক্রেন সংঘাত পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাচ্ছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস ৷ 28 এপ্রিল প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন রাষ্ট্রসঙ্ঘ প্রধান ৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাবেন সেক্রেটারি-জেনারেল ৷ সেখানে জেলেনস্কি এবং কুলেবার সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ পাশাপাশি ইউক্রেনবাসীদের কাছে মানবিক দিক দিয়ে কী ভাবে সাহায্য করা যায়, তা আলোচনা করবেন তিনি (UN Secretary-General Antonio Guterres to meet President Putin and President Zelenskyy) ৷

এর আগে অবশ্য আন্তোনিও গুতেরেস মস্কো যাচ্ছেন ৷ শুক্রবার গুতেরেসের মুখপাত্র এরি কানেকো ঘোষণা করেন, রাষ্ট্রসঙ্ঘ প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন ৷ ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সেক্রেটারি-জেনারেল রাশিয়ান ফেডারেশনের মস্কোয় আসবেন ৷ 26 এপ্রিল, মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট পুতিন এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন, একসঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন ৷ তাঁকে অভর্থ্যনা জানাতে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট পুতিন ৷

আরও পড়ুন : Russia Suspended from UNHRC : রাষ্ট্রসঙ্ঘের মানবধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভারত এবারও থাকল দূরে

কানেকো উল্লেখ করেছেন, পুতিন এবং লাভরভ একই দিনে গুতেরেসের সঙ্গে আলোচনায় বসবেন ৷ মঙ্গলবার গুতেরেস চারদিনের জন্য মানবিক বিরতির (humanitarian pause) অনুরোধ জানিয়েছেন ৷ দু'পক্ষের কাছেই আলোচনার মাধ্যমে শান্তির ফেরানোর আবেদন করেছেন ৷ মানবিক বিরতিতে করিডোর খুলে যুদ্ধআক্রান্ত ইউক্রেনের নাগরিকরা যুদ্ধগ্রস্ত জায়গাগুলি থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, সেই উদ্দেশ্যই গুতেরেসের এই আবেদন ৷

নিউ ইয়র্ক, 23 এপ্রিল : রাশিয়া-ইউক্রেন সংঘাত পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাচ্ছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস ৷ 28 এপ্রিল প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন রাষ্ট্রসঙ্ঘ প্রধান ৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাবেন সেক্রেটারি-জেনারেল ৷ সেখানে জেলেনস্কি এবং কুলেবার সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ পাশাপাশি ইউক্রেনবাসীদের কাছে মানবিক দিক দিয়ে কী ভাবে সাহায্য করা যায়, তা আলোচনা করবেন তিনি (UN Secretary-General Antonio Guterres to meet President Putin and President Zelenskyy) ৷

এর আগে অবশ্য আন্তোনিও গুতেরেস মস্কো যাচ্ছেন ৷ শুক্রবার গুতেরেসের মুখপাত্র এরি কানেকো ঘোষণা করেন, রাষ্ট্রসঙ্ঘ প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন ৷ ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সেক্রেটারি-জেনারেল রাশিয়ান ফেডারেশনের মস্কোয় আসবেন ৷ 26 এপ্রিল, মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট পুতিন এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন, একসঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন ৷ তাঁকে অভর্থ্যনা জানাতে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট পুতিন ৷

আরও পড়ুন : Russia Suspended from UNHRC : রাষ্ট্রসঙ্ঘের মানবধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভারত এবারও থাকল দূরে

কানেকো উল্লেখ করেছেন, পুতিন এবং লাভরভ একই দিনে গুতেরেসের সঙ্গে আলোচনায় বসবেন ৷ মঙ্গলবার গুতেরেস চারদিনের জন্য মানবিক বিরতির (humanitarian pause) অনুরোধ জানিয়েছেন ৷ দু'পক্ষের কাছেই আলোচনার মাধ্যমে শান্তির ফেরানোর আবেদন করেছেন ৷ মানবিক বিরতিতে করিডোর খুলে যুদ্ধআক্রান্ত ইউক্রেনের নাগরিকরা যুদ্ধগ্রস্ত জায়গাগুলি থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, সেই উদ্দেশ্যই গুতেরেসের এই আবেদন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.