নিউইয়র্ক, 6 নভেম্বর: টুইটার কেনার পর থেকে একাধিক বড় পরিবর্তন করে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। হাজার হাজার কর্মীর চাকরি খাওয়া তার মধ্যে অন্যতম । পাশাপাশি ভেরিফায়েড প্রোফাইলের চিহ্ন হিসেবে ব্লু টিক পেতে গ্রাহকদের পয়সা খরচের বিষয়টি নিয়ে জল ঘোলা হয়েছে (Subscription plan for Twitter) । কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছে আমেরিকার নির্বাচন চলাকালীন যাতে টুইটারকে ব্যবহার করে ভ্রান্ত তথ্য ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মীরাও সংস্থার কোপে পড়েছেন । পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey) । এমতাবস্থায় টুইটার কর্তার কাছে বড় বার্তা পাঠাল রাষ্ট্রসঙ্ঘ (United Nations) ।
রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিভাগের হাইকমিশনার ভোলকার ট্রুক (High Commissioner for Human Rights in UN Volker Truk) ইলনকে একটি চিঠি লিখেছেন । তাতে বলা হয়েছে, '' মানবাধিকার যাতে টুইটারের পরিচালন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকে তা নিশ্চিত করুন । সব মানুষেরই কিছু অধিকার আছে । সেটাকে শ্রদ্ধা করতে শিখুন । এটাই যাতে টুইটার পরিচালনার মূল চালিকা শক্তি হয় সেটা দেখুন ।" পাশাপাশি প্রতিটি মানুষের গোপনীয়তার অধিকারও যাতে রক্ষিত হয় তাও নিশ্চিত করার কথা বলা হয়েছে ওই চিঠিতে ।
আরও পড়ুূন: 'পাখি বিক্রি হয়ে গিয়েছে', ইলন মাস্ক হিন্দি-ভোজপুরীতে টুইট করছেন ?
এর আগে জ্যাক ডরসি টুইট করে টুইটারের কর্মীদের কাছে ক্ষমা চান । তিনি লেখেন, "টুইটারের কর্মীরা সুকৌশলী । নিজেদের কাজ সুচারুভাবে সম্পন্ন করার দক্ষতা তাঁদের আছে । পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তার থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করেন টুইটারের কর্মীরা । আমি বুঝতে পারছি যে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই আমার উপর হতাশ হয়েছেন । রেগেও গিয়েছেন । এই পরিস্থিতির জন্য আমি অবশ্যই দায়বদ্ধ । খুব তাড়াতাড়ি সংস্থার আয়তন থেকে শুরু করে কর্মীসংখ্যা বাড়িয়ে ফেলেছি । আমি ক্ষমা চাইছি ।"