ETV Bharat / international

Artificial Intelligence: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ - কৃত্রিম বুদ্ধিমত্তা

আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা এআই ক্রমশ সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে ৷ তাই এর ভালো ও খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করতে বৈঠক হতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ৷ আগামী 18 জুলাই ওই বৈঠকের সভাপতিত্ব করবে ব্রিটেন ৷

Artificial Intelligence
Artificial Intelligence
author img

By

Published : Jul 4, 2023, 12:16 PM IST

রাষ্ট্রসংঘ, 4 জুলাই: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা এআই, এই নিয়ে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ এই বৈঠকের আয়োজন করছে ব্রিটেন ৷ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামিদিনে অনেক কাজকেই সহজ করে দেবে ৷ কিন্তু এর মাধ্যমে সয়ংক্রিয় অস্ত্র বা পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে, তা ভয়ঙ্কর হতে পারে বলে অনেকের আশঙ্কা ৷ তাই এআই-এর সম্ভাবনার সঙ্গে বিপদের দিকগুলি নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে ৷

ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড সোমবার জানিয়েছেন, 18 জুলাই এই বৈঠক হবে ৷ এখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ব্রিটেন ৷ তাই তাদের সভাপতিত্বে এই মাসে সবচেয়ে আলোচ্য বৈঠক হতে চলেছে এটি, এমনটাই জানিয়েছেন উডওয়ার্ড ৷ এই বৈঠকে আন্তর্জাতিক এআই বিশেষজ্ঞ ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্য়ান্তোনিও গুতেরেসের ভাষণ থাকবে ৷

ইতিমধ্যে রাষ্ট্রসংঘের মহাসচিব জানিয়েছেন, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এআই নিয়ে সতর্ক করেছে ৷ এই কৃত্তিম বুদ্ধিমত্তা পারমাণবিক যুদ্ধের জন্য ঝুঁকিপূর্ণ ৷ তাছাড়া রাষ্ট্রসংঘ কী কী পদক্ষেপ এই নিয়ে করতে পারে, তা ঠিক করতে গুতেরেস সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি উপদেষ্টা বোর্ড নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন ৷

আরও পড়ুন: সেলফি তুলছেন গান্ধিজি-নেহরু-কার্ল মার্কস ! আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নয়া অবদান

উডওয়ার্ড জানিয়েছেন, ব্রিটেন চায় এআই-এর ভালো ও খারাপ দিক সমানভাবে সামলানো হোক ৷ যাতে এই পদ্ধতি ব্যবহারে মানুষের উৎসাহ না কমে যায় ৷ রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি, মানবিক সহায়তা কার্যক্রমের উন্নতি, শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ-সহ কল্য়াণমূলক কাজে এআই-এর ব্যবহারের উপর তিনি জোর দিয়েছেন ৷ তাঁর কথায়, এই কৃত্তিম বুদ্ধিমত্তা বিশ্বের উন্নয়নশীল দেশ ও উন্নত দেশগুলির মধ্যে ব্যবধান বন্ধ করতে সাহায্য করতে পারে ৷ আর সেই কারণেই এই ক্ষেত্রের বিপদের দিকগুলি নিয়ে আগেই সতর্ক হওয়া উচিত ৷

প্রসঙ্গত, কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আইন তৈরিতে ইউরোপই পথ দেখাচ্ছে বিশ্বকে ৷ ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে এই নিয়ে পদক্ষেপ করেছে ৷ যে সব সংস্থা এআই তৈরি করছে, তাদের একটি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআই-এর লাইসেন্স দেওয়ার কাজ করুক ৷ যাতে এটা সুরক্ষিত ভাবে মানুষ ব্যবহার করতে পারে ৷

আরও পড়ুন: সামাজিক ক্ষমতায়নের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সই দায়ী

রাষ্ট্রসংঘ, 4 জুলাই: আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা এআই, এই নিয়ে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ৷ এই বৈঠকের আয়োজন করছে ব্রিটেন ৷ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামিদিনে অনেক কাজকেই সহজ করে দেবে ৷ কিন্তু এর মাধ্যমে সয়ংক্রিয় অস্ত্র বা পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে, তা ভয়ঙ্কর হতে পারে বলে অনেকের আশঙ্কা ৷ তাই এআই-এর সম্ভাবনার সঙ্গে বিপদের দিকগুলি নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে ৷

ব্রিটেনের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড সোমবার জানিয়েছেন, 18 জুলাই এই বৈঠক হবে ৷ এখন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ব্রিটেন ৷ তাই তাদের সভাপতিত্বে এই মাসে সবচেয়ে আলোচ্য বৈঠক হতে চলেছে এটি, এমনটাই জানিয়েছেন উডওয়ার্ড ৷ এই বৈঠকে আন্তর্জাতিক এআই বিশেষজ্ঞ ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্য়ান্তোনিও গুতেরেসের ভাষণ থাকবে ৷

ইতিমধ্যে রাষ্ট্রসংঘের মহাসচিব জানিয়েছেন, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এআই নিয়ে সতর্ক করেছে ৷ এই কৃত্তিম বুদ্ধিমত্তা পারমাণবিক যুদ্ধের জন্য ঝুঁকিপূর্ণ ৷ তাছাড়া রাষ্ট্রসংঘ কী কী পদক্ষেপ এই নিয়ে করতে পারে, তা ঠিক করতে গুতেরেস সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি উপদেষ্টা বোর্ড নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন ৷

আরও পড়ুন: সেলফি তুলছেন গান্ধিজি-নেহরু-কার্ল মার্কস ! আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নয়া অবদান

উডওয়ার্ড জানিয়েছেন, ব্রিটেন চায় এআই-এর ভালো ও খারাপ দিক সমানভাবে সামলানো হোক ৷ যাতে এই পদ্ধতি ব্যবহারে মানুষের উৎসাহ না কমে যায় ৷ রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি, মানবিক সহায়তা কার্যক্রমের উন্নতি, শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা এবং তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ-সহ কল্য়াণমূলক কাজে এআই-এর ব্যবহারের উপর তিনি জোর দিয়েছেন ৷ তাঁর কথায়, এই কৃত্তিম বুদ্ধিমত্তা বিশ্বের উন্নয়নশীল দেশ ও উন্নত দেশগুলির মধ্যে ব্যবধান বন্ধ করতে সাহায্য করতে পারে ৷ আর সেই কারণেই এই ক্ষেত্রের বিপদের দিকগুলি নিয়ে আগেই সতর্ক হওয়া উচিত ৷

প্রসঙ্গত, কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আইন তৈরিতে ইউরোপই পথ দেখাচ্ছে বিশ্বকে ৷ ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে এই নিয়ে পদক্ষেপ করেছে ৷ যে সব সংস্থা এআই তৈরি করছে, তাদের একটি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআই-এর লাইসেন্স দেওয়ার কাজ করুক ৷ যাতে এটা সুরক্ষিত ভাবে মানুষ ব্যবহার করতে পারে ৷

আরও পড়ুন: সামাজিক ক্ষমতায়নের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সই দায়ী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.