নিউইয়র্ক, 19 অক্টোবর: "প্যালেস্তাইনের নাগরিকদের হত্যা করলেই ইজরায়েল আরও বেশি সুরক্ষিত হবে, এমনটা নয়"। রাষ্ট্রসংঘের সভায় এই দাবি করলেন প্যালেস্তাইনের রাষ্ট্রদূত রিয়ান মনসুর ৷ ইজরায়েল-হামাস যুদ্ধে বিধ্বস্ত গাজা ৷ এমনই আবহে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আল আহলি আরব হাসপাতালে আচমকা রকেট হামলা হয় ৷ এই ঘটনায় কমপক্ষে 500 মানুষের মৃত্যু হয়েছে ৷
এই হামলার জন্য ইজরায়েলকেই দায়ী করেছে প্যালেস্তাইন ৷ যদিও সেই দায় অস্বীকার করেছ ইজরায়েল। শুধু তাই নয়, সে দেশে সফরে গিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন, এই হামলার সঙ্গে ইজরায়েল জড়়িত নয়। পরে বাইডেন প্রশাসন সরকারিভাবেও বিষয়টি জানিয়েছেন। তাদের দাবি, এখনও পর্যন্ত এই হামলার সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে স্পষ্ট ইজরায়েল এই হামলা চালায়নি।
মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে বুধবার রাষ্ট্রসংঘে জরুরি ভিত্তিতে একটি বৈঠক হয় ৷ সেখানে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত ইজরায়েলকে কড়া আক্রমণ করে বলেন, "বিগত 75 বছর ধরে ইজরায়েল আমাদের জমি জবরদখল করে রেখেছে ৷ নিজেদের জায়গা থেকে আমাদের উৎখাত করা হয়েছে। আমাদের লোকেদের খুন হতে হয়েছে। এর জন্য ইজরায়েলের কোনও শাস্তি হয়নি ৷"
তিনি আরও বলেন, "আরও বেশি প্যালেস্তাইনিদের হত্যা করলেই যে ইজরায়েল আরও নিরাপদ হবে তা নয় ৷ 75 বছরের অভিজ্ঞতাই তার যথেষ্ট প্রমাণ ৷ একটা দেশকে সুরক্ষিত করতে আরেকটি দেশের নিরপরাধ শিশু, মহিলা আর পুরুষদের নির্বিচারে হত্যা করতে হবে, এমন কোনও যুক্তি বা নীতি বিশ্বের কোথাও নেই ৷"
7 অক্টোবর হামাস হঠাৎ ইজরায়েলের উপর হামলা শুরু করে ৷ তারপর পালটা যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ সেদিন থেকে শুরু করে এখনও পর্যন্ত এই যুদ্ধ চলছে ৷ জল, খাবার, ওষুধের অভাবে গাজায় হাহাকার শুরু হয়েছে ৷ এই পরিস্থিতির কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত মনসুর ৷
আরও পড়ুন: গাজার হাসপাতালে ভয়াবহ হামলা! শর্তসাপেক্ষে বন্দিদের মুক্তি দিতে আগ্রহী হামাস