ETV Bharat / international

Russo Ukrainian War বারুদের গন্ধেই স্বাধীনতা দিবস, যুদ্ধেও শান্তির বাণী শোনাচ্ছে ইউক্রেন

ইতিহাস বলছে, 2014 সাল থেকেই ইউক্রেন হামলার ছক কষা এবং তাকে বাস্তবায়িত করার কাজ শুরু করেছে রাশিয়া (Russo Ukrainian War ) । এরই মধ্যে আগামিকাল বুধবার, 24 অগস্ট ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস (Independence Day of Ukraine) ।

Etv Bharat
বারুদের গন্ধেই স্বাধীনতা দিবস
author img

By

Published : Aug 23, 2022, 2:03 PM IST

কিভ, 23 অগস্ট: আপাতভাবে সময়টা ছ'মাস । চলতি বছরের 24 ফেব্রুয়ারি, ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল রুশ বাহিনী । মাসছয়েক পরেও এখনও ক্রমাগত আঘাত হেনে চলেছে পুতিনের সেনা (Russo Ukrainian War ) । কিন্তু ইতিহাস বলছে, সংখ্যা 6 মাস নয় । 8 বছর 6 মাস । 2014 সাল থেকেই ইউক্রেন হামলার ছক কষা এবং তাকে বাস্তবায়িত করার কাজ শুরু করেছে রাশিয়া ।

এখনও প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বর্ষণের খবর পাওয়া যাচ্ছে । দেশের পূর্ব ও দক্ষিণের বেশিরভাগ অংশই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, ব্ল্যাক সি বন্দর দখল করে রেখেছে মস্কো । এই বন্দর শস্য রফতানির জন্য অত্যাবশ্যক, যা ইউক্রেনের অর্থনীতির প্রাণশক্তি (Six Months of War and no end in Sight) । এরই মধ্যে আগামিকাল বুধবার, 24 অগস্ট ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস (Independence Day of Ukraine) । তার আগে রুশ হামলা নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি । এক ভিডিয়ো বার্তায় দেশের প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমাদের এই সপ্তাহে সজাগ থাকতে হবে । রাশিয়া ভয়াবহ হামলা চালাতেই পারে ।’’

Etv Bharat
শান্তির বাণী শোনাচ্ছে ইউক্রেন
  • যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে ?

দুই পক্ষই প্রাণহানি ও বিভিন্ন ক্ষয়ক্ষতির মধ্যেও যুদ্ধবিরতি নিয়ে ভাবতে বিন্দুমাত্র ইচ্ছুক নয় । জেলেনস্কি শান্তির বাণী শোনালেও ইউক্রেনীয়রা বিশ্বাস করে যে, তারা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে । অন্যদিকে এই দাবিকে 'ঐতিহাসিক ভুল' বলে খারিজ করেছে ক্রেমলিন । পুতিন জানিয়ে দিয়েছেন, তিনি ইউক্রেন দখল করবেনই । মস্কোর রাজনৈতিক বিশ্লেষক কনস্ট্যান্টিন কালাচেভ বলেছেন, এই 'বিশেষ সামরিক অভিযান' বছরের পর বছর চলতে পারে । ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন-এর পরিচালক মারি ডুমউলিনের মতে, রাশিয়া এবং ইউক্রেনের জন্য জোরালো সমর্থন রয়েছে পশ্চিমি মিত্র দেশগুলির । যা দু'পক্ষের পিছিয়ে আসাকে আরও কঠিন করে তুলেছে ।

  • ইউক্রেন কতদিন প্রতিরোধ চালিয়ে যেতে পারবে ?

প্যারিসের ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস-এর ফেলো দিমিত্রি মিনিক বলেন, "ইউক্রেনের জনগণ এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ । তাঁরা সরকারকেই সমর্থন করেন । যদিও তাঁদের সেই সমর্থন এই বিশ্বাসের উপর নির্ভরশীল যে, পাশ্চাত্য এই যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করবে ।" একই সঙ্গে ঠান্ডা বাড়লে তাঁদের এই বিশ্বাসের ভীতও নড়তে শুরু করবে । কারণ সে সময় জ্বালানির ঘাটতি আরও বেশি করে সামনে আসবে । অন্যদিকে সেপ্টেম্বরে ক্লাস শুরু হলেও দেশের 40 শতাংশ স্কুল বন্ধই থাকবে । যা দেশের শিক্ষাব্যবস্থাকেও শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট । দেশভক্তিতে শীত সহ্য করে নিলেও শিশুদের ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনীয়রা অন্যভাবে ভাববে ।

Etv Bharat
ইউক্রেনীয়রা বিশ্বাস করে, তারা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে
  • যুদ্ধের সম্ভাব্য ফলাফল কী ?

ইউক্রেনের সেনাবাহিনীর সরাসরি ভেঙে পড়ার কোনও সম্ভাবনা নেই । কম লোকই মনে করে যে জেলেনস্কি এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে । অন্যদিকে অনেক রাশিয়ানও এই যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছেন । ফলে পুতিনের জনসমর্থনের ক্ষেত্রেও তা বড় প্রশ্ন । বিশেষত 2024 সালের মার্চের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তা বিরোধী শক্তির পালেই হাওয়া জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

কিভ, 23 অগস্ট: আপাতভাবে সময়টা ছ'মাস । চলতি বছরের 24 ফেব্রুয়ারি, ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল রুশ বাহিনী । মাসছয়েক পরেও এখনও ক্রমাগত আঘাত হেনে চলেছে পুতিনের সেনা (Russo Ukrainian War ) । কিন্তু ইতিহাস বলছে, সংখ্যা 6 মাস নয় । 8 বছর 6 মাস । 2014 সাল থেকেই ইউক্রেন হামলার ছক কষা এবং তাকে বাস্তবায়িত করার কাজ শুরু করেছে রাশিয়া ।

এখনও প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বর্ষণের খবর পাওয়া যাচ্ছে । দেশের পূর্ব ও দক্ষিণের বেশিরভাগ অংশই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, ব্ল্যাক সি বন্দর দখল করে রেখেছে মস্কো । এই বন্দর শস্য রফতানির জন্য অত্যাবশ্যক, যা ইউক্রেনের অর্থনীতির প্রাণশক্তি (Six Months of War and no end in Sight) । এরই মধ্যে আগামিকাল বুধবার, 24 অগস্ট ইউক্রেনের 31তম স্বাধীনতা দিবস (Independence Day of Ukraine) । তার আগে রুশ হামলা নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি । এক ভিডিয়ো বার্তায় দেশের প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমাদের এই সপ্তাহে সজাগ থাকতে হবে । রাশিয়া ভয়াবহ হামলা চালাতেই পারে ।’’

Etv Bharat
শান্তির বাণী শোনাচ্ছে ইউক্রেন
  • যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে ?

দুই পক্ষই প্রাণহানি ও বিভিন্ন ক্ষয়ক্ষতির মধ্যেও যুদ্ধবিরতি নিয়ে ভাবতে বিন্দুমাত্র ইচ্ছুক নয় । জেলেনস্কি শান্তির বাণী শোনালেও ইউক্রেনীয়রা বিশ্বাস করে যে, তারা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে । অন্যদিকে এই দাবিকে 'ঐতিহাসিক ভুল' বলে খারিজ করেছে ক্রেমলিন । পুতিন জানিয়ে দিয়েছেন, তিনি ইউক্রেন দখল করবেনই । মস্কোর রাজনৈতিক বিশ্লেষক কনস্ট্যান্টিন কালাচেভ বলেছেন, এই 'বিশেষ সামরিক অভিযান' বছরের পর বছর চলতে পারে । ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন-এর পরিচালক মারি ডুমউলিনের মতে, রাশিয়া এবং ইউক্রেনের জন্য জোরালো সমর্থন রয়েছে পশ্চিমি মিত্র দেশগুলির । যা দু'পক্ষের পিছিয়ে আসাকে আরও কঠিন করে তুলেছে ।

  • ইউক্রেন কতদিন প্রতিরোধ চালিয়ে যেতে পারবে ?

প্যারিসের ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস-এর ফেলো দিমিত্রি মিনিক বলেন, "ইউক্রেনের জনগণ এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ । তাঁরা সরকারকেই সমর্থন করেন । যদিও তাঁদের সেই সমর্থন এই বিশ্বাসের উপর নির্ভরশীল যে, পাশ্চাত্য এই যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করবে ।" একই সঙ্গে ঠান্ডা বাড়লে তাঁদের এই বিশ্বাসের ভীতও নড়তে শুরু করবে । কারণ সে সময় জ্বালানির ঘাটতি আরও বেশি করে সামনে আসবে । অন্যদিকে সেপ্টেম্বরে ক্লাস শুরু হলেও দেশের 40 শতাংশ স্কুল বন্ধই থাকবে । যা দেশের শিক্ষাব্যবস্থাকেও শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট । দেশভক্তিতে শীত সহ্য করে নিলেও শিশুদের ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনীয়রা অন্যভাবে ভাববে ।

Etv Bharat
ইউক্রেনীয়রা বিশ্বাস করে, তারা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে
  • যুদ্ধের সম্ভাব্য ফলাফল কী ?

ইউক্রেনের সেনাবাহিনীর সরাসরি ভেঙে পড়ার কোনও সম্ভাবনা নেই । কম লোকই মনে করে যে জেলেনস্কি এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে । অন্যদিকে অনেক রাশিয়ানও এই যুদ্ধের সরাসরি বিরোধিতা করেছেন । ফলে পুতিনের জনসমর্থনের ক্ষেত্রেও তা বড় প্রশ্ন । বিশেষত 2024 সালের মার্চের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তা বিরোধী শক্তির পালেই হাওয়া জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.