লন্ডন, 23 মার্চ: ভারতীয় হাই কমিশনে খালিস্তানপন্থীদের আক্রমণ (Attack on Indian High Commission) কখনই 'গ্রহণযোগ্য হতে পারে না' ৷ বৃহস্পতিবার এই মর্মে ঘটনার নিন্দা করলেন ব্রিটিশ বিদেশ সচিব জেমস ক্লেভার্লি (UK Foreign Secretary James Cleverly) ৷ বিষয়টি নিয়ে এদিন একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি ৷ তাতে জেমস বলেন, যেভাবে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কর্মী ও আধিকারিকদের উপর হিংসাত্মক হামলা চালানো হয়েছে, তা কোনও মতেই গ্রহণযোগ্য নয় ৷ ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ ৷ ব্রিটিশ সরকারের তরফ থেকে লন্ডনে ভারতীয় হাই কমিশনের কার্যালয় এবং দিল্লিতে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ৷
সংশ্লিষ্ট বিবৃতিতে ব্রিটিশ সরকারের তরফে বলা হয়েছে, "ভারতীয় হাই কমিশনের নিরাপত্তাব্যবস্থার পুনর্মূল্যায়ন করতে আমরা শহরের পুলিশের সঙ্গে কাজ করছি ৷ সেখানকার কর্মী ও আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা পরিবর্তন করা দরকার, সেগুলি আমরা করব ৷ ঠিক যেমনটা বুধবারের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন করা হয়েছিল ৷" প্রসঙ্গত, বুধবার লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে নতুন করে বিক্ষোভ দেখান খালিস্তানপন্থীরা ৷ তবে, এদিনের এই কর্মসূচি ঘিরে বড় কোনও অশান্তি হয়নি ৷ কারণ, পুলিশ আগে থেকে সতর্ক ছিল ৷ ফলে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে পারেননি ৷ উল্লেখ্য, এর আগে প্রতিবাদের নামে ভারতীয় হাই কমিশনে উপর নজিরবিহীন হামলা চালানো হয়েছিল ৷ হাই কমিশনের উপর থেকে ভারতের জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টা করেন হামলাকারীরা ৷ এমন ঘটনায় ক্ষুব্ধ ব্রিটিশ সরকার ৷
আরও পড়ুন: অপমান রুখে লন্ডনের ভারতীয় হাই কমিশন ভবনে ফের উড়ল তেরঙা
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভারতের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দৃঢ় ৷ শুধুমাত্র কূটনৈতিক ক্ষেত্রে নয়, ব্যক্তিগত ক্ষেত্রে এই সম্পর্কের ভিত খুবই মজবুত এবং ক্রমশ তা আরও উন্নত হচ্ছে ৷ এই প্রেক্ষাপটে লন্ডনের ভারতীয় হাই কমিশনে যে হামলা চালানো হয়েছে, সেই ঘটনায় দোষীদের কোনও মতেই রেয়াত করা হবে ৷ ব্রিটিশ সরকার আইন অনুসারে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে ৷ সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসাবে বিবেচনা করছে ৷ এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে, তাও নিশ্চিত করা হবে ৷