ওয়াশিংটন, 26 অগস্ট: টেক্সাসে চারজন ভারতীয়-আমেরিকান মহিলাকর বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণ ও হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল মেক্সিকান-আমেরিকান এক মহিলাকে (Texas Woman Assaults Indians)৷ বুধবার রাতে ডালাসে একটি রেস্তোরাঁর সামনে ঘটে সেই ঘটনা ৷ ভারতীয়-আমেরিকান দলের উপর ধৃত মহিলার দুর্ব্যবহারের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Texas police arrests woman assault on Indian)৷
ডালাসে সিক্সটি ভাইনস রেস্তোরাঁর সামনে একটি পার্কিং লটের ঘটনা ৷ ভাইরাল হওয়া সাড়ে পাঁচ মিনিটের ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল ভারতীয়-আমেরিকান মহিলার সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করছেন অভিযুক্ত মহিলা ৷ তাঁকে বলতে শোনা গিয়েছে, "গো ব্যাক টু ইন্ডিয়া ৷" ভিডিয়োতেই নিজের পরিচয় জানান ওই মহিলা ৷ বলেন, তিনি একজন মেক্সিকান-আমেরিকান ৷ ভারতের বিরুদ্ধে বারবার বিস্ফোরক শব্দ ব্যবহারের পাশাপাশি তিনি বলেছেন, "আমি ভারতীয়দের ঘৃণা করি ৷ ভালো জীবন চায় বলেই সব ভারতীয়রা আমেরিকায় আসে ৷ যেখানেই আমি যাই, সেখানেই দেখি ভারতীয়রা চলে এসেছে ৷" চিৎকার করে তিনি বলতে থাকেন, "ভারতে যদি জীবন এতই সুন্দর হয়, তাহলে তোমরা এখানে কী করছো ?"
ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ওই মহিলাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন ভারতীয়-আমেরিকান মহিলারা ৷ তাঁরা বর্ণবৈষম্যমূলক আচরণ করতে বারবার নিষেধ করেন ৷ তবে কোনও কিছুতেই বাগে আনা যায়নি মেক্সিকান-আমেরিকান মহিলাকে ৷ বরং সবশেষে তিনি ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দেবেন বলেও হুমকি দেন ৷ জানা গিয়েছে, ওই মহিলার নাম এসমেরালদা আপটন ৷
আরও পড়ুন: রাস্তায় আচমকা গুলি, ওয়াশিংটনে প্রাণ হারালেন 2 জন
এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যিনি এই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন, "টেক্সাসের ডালাসে যখন আমার মা ও তাঁর তিন বান্ধবী নৈশভোজে গিয়েছিলেন তখন এই ঘটনা ঘটে ৷" রীমা রসুল নামে এক মহিলা এই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "এটা খুবই ভয়ের ব্যাপার ৷ তাঁর কাছে একটি বন্দুকও ছিল ৷ এই ভারতীয়-আমেরিকানদের ইংরেজি কথায় নিজেদের দেশের টান থাকায় তাঁদের গুলি চালাতে যাচ্ছিলেন ওই মহিলা ৷"
-
This is so scary. She actually had a gun and wanted to shoot because these Indian American women had accents while speaking English.
— Reema Rasool (@reemarasool) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Disgusting. This awful woman needs to be prosecuted for a hate crime. pic.twitter.com/SNewEXRt3z
">This is so scary. She actually had a gun and wanted to shoot because these Indian American women had accents while speaking English.
— Reema Rasool (@reemarasool) August 25, 2022
Disgusting. This awful woman needs to be prosecuted for a hate crime. pic.twitter.com/SNewEXRt3zThis is so scary. She actually had a gun and wanted to shoot because these Indian American women had accents while speaking English.
— Reema Rasool (@reemarasool) August 25, 2022
Disgusting. This awful woman needs to be prosecuted for a hate crime. pic.twitter.com/SNewEXRt3z
এই ভিডিয়ো নজরে আসার পরই প্লানো পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে ৷ তাঁর বিরুদ্ধে হেনস্থা করা, আঘাত করা ও জঙ্গিদের মতো হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে ৷