ETV Bharat / international

Terror Attack in Pakistan:পাকিস্তানে জঙ্গি হামলা, মৃত 4 পুলিশকর্মী

রবিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক নবনির্মিত পুলিশ স্টেশনে হামলা চালায় জঙ্গিরা ৷ এই হামলায় 4 পুলিশকর্মীর মৃত্যু হয় (Terror Attack in Pakistan)৷

ETV Bharat
পাকিস্তানে জঙ্গি হামলা
author img

By

Published : Dec 18, 2022, 5:04 PM IST

পেশোয়ার, 18 ডিসেম্বর: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রবিবার এক জঙ্গি হামলায় মৃত্যু হল 4 পুলিশকর্মীর (Terrorist attack in northwest Pakistan kills 4 policemen)৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ জানা গিয়েছে, একটি নবনির্মিত পুলিশ স্টেশনে এদিন গ্রেনেড ও রকেট নিয়ে হামলা চালায় জঙ্গিরা (Terror Attack in Pakistan) ৷

আত্মঘাতী জঙ্গিহানা নয় ৷ ফলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এই হামলাকে ভিরুতার পরিচয় বলে দাবি করেছেন ৷ পুলিশ প্রধানের থেকে রিপোর্ট তলব করেছেন তিনি ৷

আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে মুখ খোলাই কাল ? গ্রেফতার অস্কারজয়ী ছবির অভিনেত্রী

ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ৷ মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা পাঠানোর পাশাপাশি তিনি জানিয়েছেন, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদকে মুছে ফেলার প্রয়াস জারি থাকবে ৷ এখনও পর্যন্ত কোনও সংগঠন এই জঙ্গিহানার দায় নেয়নি ৷ তবে মনে করা হচ্ছে এর পিছনে তেহরিক-ই-তালিবানের হাত থাকতে পারে ৷ গতমাসে এই অঞ্চলেই পুলিশের একটি পেট্রলিং ভ্যানে হামলা চালিয়েছিল জঙ্গিরা, মৃত্যু হয়েছিল 6 পুলিশকর্মীর ৷

পেশোয়ার, 18 ডিসেম্বর: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে রবিবার এক জঙ্গি হামলায় মৃত্যু হল 4 পুলিশকর্মীর (Terrorist attack in northwest Pakistan kills 4 policemen)৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ জানা গিয়েছে, একটি নবনির্মিত পুলিশ স্টেশনে এদিন গ্রেনেড ও রকেট নিয়ে হামলা চালায় জঙ্গিরা (Terror Attack in Pakistan) ৷

আত্মঘাতী জঙ্গিহানা নয় ৷ ফলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এই হামলাকে ভিরুতার পরিচয় বলে দাবি করেছেন ৷ পুলিশ প্রধানের থেকে রিপোর্ট তলব করেছেন তিনি ৷

আরও পড়ুন: সরকারের বিরুদ্ধে মুখ খোলাই কাল ? গ্রেফতার অস্কারজয়ী ছবির অভিনেত্রী

ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ৷ মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা পাঠানোর পাশাপাশি তিনি জানিয়েছেন, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদকে মুছে ফেলার প্রয়াস জারি থাকবে ৷ এখনও পর্যন্ত কোনও সংগঠন এই জঙ্গিহানার দায় নেয়নি ৷ তবে মনে করা হচ্ছে এর পিছনে তেহরিক-ই-তালিবানের হাত থাকতে পারে ৷ গতমাসে এই অঞ্চলেই পুলিশের একটি পেট্রলিং ভ্যানে হামলা চালিয়েছিল জঙ্গিরা, মৃত্যু হয়েছিল 6 পুলিশকর্মীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.