ETV Bharat / international

Earthquake in Afghanistan: শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা 2 হাজার ছাড়াল

শনিবার বেলা 11টা, ব্যস্ত সময়ে কেঁপে উঠল আফগানিস্তান-ইরান সীমান্তে অবস্থিত হেরাট প্রদেশ ৷ 6টি গ্রাম সম্পূর্ণ ধ্বংসস্তূপের পরিণত হয়েছে ৷ মৃতের সংখ্যা হাজার, হাজার, জানিয়েছেন তালিবান প্রশাসনের মুখপাত্র ৷

ETV Bharat
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 2:33 PM IST

কাবুল, 8 অক্টোবর: ভূমিকম্পে মৃতের সংখ্যা 2 হাজার ছাড়াল আফগানিস্তানে ৷ শনিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফিগানিস্তানের হেরাট প্রদেশ ৷ রবিবার তালিবান সরকারের মুখপাত্র জানান, বিগত দু'দশকে আফগানিস্তানের অন্যতম ভয়াবহ ভূমিকম্প এটি ৷

শনিবার সকাল 11টা নাগাদ আফগানিস্তান-ইরানের সীমান্তবর্তী এই এলাকায় হেরাটের উত্তর-পশ্চিম এলাকা এই ভূ-কম্পনে কেঁপে ওঠে ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 6.3 ৷ এছাড়া শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে পাঁচটি আফটার শকে কেঁপে ওঠে আফগানিস্তান ৷

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হেরাট শহরের 40 কিমি উত্তর-পশ্চিমে ৷ এই মার্কিন সংস্থা আরও জানিয়েছে, তিনটি আফটার শকের তীব্রতা ছিল যথাক্রম 6.3, 5.9 এবং 5.5 ৷ তবে মৃতের সংখ্যা প্রসঙ্গে দেশের তথ্য এবং সংস্কৃতির মন্ত্রকের মুখপাত্র আবদুল ওয়াহিদ জানান, হেরাটে এই ভূমিকম্পের খবরে মৃতের যে সংখ্যা দেখানো হচ্ছে, তা ভুল ৷ বাস্তবে এই সংখ্যা অনেক বেশি ৷ প্রায় ছ'টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ৷ শ'য়ে শ'য়ে মানুষ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে ৷ তারা সাহায্যের জন্য প্রহর গুনছে ৷

আফগানিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে 12টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ৷ এই প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে এক বাসিন্দা আবদুল সামাদি বলেন, "লোকজন বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসেছিল ৷ বাড়িঘর, অফিস, দোকান- সব খালি হয়ে গিয়েছে ৷ সবারই মনে মনে ভয় হচ্ছিল, যদি আবার ভূমিকম্প হয় ৷"

আফগানিস্তান-ইরানের সীমান্ত থেকে হেরাটের দূরত্ব 120 কিমি ৷ একে আফগানিস্তানের সংস্কৃতির রাজধানী বলে মনে করা হয় ৷ প্রায় 19 লক্ষ মানুষ বাস করেন এই প্রদেশে ৷ বিশ্বে অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা আফগানিস্তান ৷ বিশেষত ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালা এলাকাটি ভূমিকম্পের আশঙ্কা থাকে ৷ গত বছর জুন মাসে পাকটিকা প্রদেশে 5.9 তীব্রতার ভূমিকম্প হয় ৷ সেবার 1 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় ৷ হাজার হাজার মানুষ ঘরদোর হারিয়ে রাস্তায় নেমে আসে ৷

আরও পড়ুন: হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল! মৃত অন্তত 300; পাশে থাকার বার্তা বাইডেনের

কাবুল, 8 অক্টোবর: ভূমিকম্পে মৃতের সংখ্যা 2 হাজার ছাড়াল আফগানিস্তানে ৷ শনিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফিগানিস্তানের হেরাট প্রদেশ ৷ রবিবার তালিবান সরকারের মুখপাত্র জানান, বিগত দু'দশকে আফগানিস্তানের অন্যতম ভয়াবহ ভূমিকম্প এটি ৷

শনিবার সকাল 11টা নাগাদ আফগানিস্তান-ইরানের সীমান্তবর্তী এই এলাকায় হেরাটের উত্তর-পশ্চিম এলাকা এই ভূ-কম্পনে কেঁপে ওঠে ৷ রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 6.3 ৷ এছাড়া শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে পাঁচটি আফটার শকে কেঁপে ওঠে আফগানিস্তান ৷

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল হেরাট শহরের 40 কিমি উত্তর-পশ্চিমে ৷ এই মার্কিন সংস্থা আরও জানিয়েছে, তিনটি আফটার শকের তীব্রতা ছিল যথাক্রম 6.3, 5.9 এবং 5.5 ৷ তবে মৃতের সংখ্যা প্রসঙ্গে দেশের তথ্য এবং সংস্কৃতির মন্ত্রকের মুখপাত্র আবদুল ওয়াহিদ জানান, হেরাটে এই ভূমিকম্পের খবরে মৃতের যে সংখ্যা দেখানো হচ্ছে, তা ভুল ৷ বাস্তবে এই সংখ্যা অনেক বেশি ৷ প্রায় ছ'টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ৷ শ'য়ে শ'য়ে মানুষ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে ৷ তারা সাহায্যের জন্য প্রহর গুনছে ৷

আফগানিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে 12টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ৷ এই প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে এক বাসিন্দা আবদুল সামাদি বলেন, "লোকজন বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসেছিল ৷ বাড়িঘর, অফিস, দোকান- সব খালি হয়ে গিয়েছে ৷ সবারই মনে মনে ভয় হচ্ছিল, যদি আবার ভূমিকম্প হয় ৷"

আফগানিস্তান-ইরানের সীমান্ত থেকে হেরাটের দূরত্ব 120 কিমি ৷ একে আফগানিস্তানের সংস্কৃতির রাজধানী বলে মনে করা হয় ৷ প্রায় 19 লক্ষ মানুষ বাস করেন এই প্রদেশে ৷ বিশ্বে অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা আফগানিস্তান ৷ বিশেষত ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালা এলাকাটি ভূমিকম্পের আশঙ্কা থাকে ৷ গত বছর জুন মাসে পাকটিকা প্রদেশে 5.9 তীব্রতার ভূমিকম্প হয় ৷ সেবার 1 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় ৷ হাজার হাজার মানুষ ঘরদোর হারিয়ে রাস্তায় নেমে আসে ৷

আরও পড়ুন: হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল! মৃত অন্তত 300; পাশে থাকার বার্তা বাইডেনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.