ETV Bharat / international

Sri Lanka Crisis : টালমাটাল শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, ইস্তফা দিতে পারেন প্রধানমন্ত্রী

author img

By

Published : May 7, 2022, 5:43 PM IST

শুক্রবার মধ্যরাত থেকে ফের শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Sri Lanka President Gotabaya Rajapaksa declares state of emergency)

situation of sri lanka
স্তফা দিতে পারেন প্রধানমন্ত্রী

কলম্বো, 7 মে : শ্রীলঙ্কায় তৈরি হওয়া বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্যেই ইস্তফা দিতে পারেন সেদেশের প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষে ৷ সূত্রের খবর, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের অনুরোধ মেনেই নিজের পদ ছাড়তে পারেন মহিন্দা রাজাপক্ষে (Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa likely to resign soon) ৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে এক ক্যাবিনেট বৈঠকের পর মহিন্দ্রা রাজাপক্ষেকে তাঁর পদ ছাড়তে পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ৷ এই দ্বীপ রাষ্ট্রের বর্তমান আর্থিক দুরাবস্থার জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করা হচ্ছে ৷

যদি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে মহিন্দ্রা রাজাপক্ষে (Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa) ইস্তফা দেন, তাহলে নিয়ম অনুযায়ী তাঁর মন্ত্রিসভাও ভেঙে যাবে ৷ সূত্রের খবর, মহিন্দ্রা তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যদি তাঁর ইস্তফাই দেশের বর্তমান আর্থিক সংকট সমাধানের উপায় হয় তাহলে তিনি ইস্তফা দিতে রাজি ৷ শ্রীলঙ্কায় যেভাবে সরকার বিরোধী প্রতিবাদের ঢেউ উঠেছে, মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ৷

আরও পড়ুন : ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কোপে এবার পুতিনের প্রেমিকা আলিনা ?

রাষ্ট্রপতির মতে, শ্রীলঙ্কায় রাজনৈতিক অচলাবস্থার জেরেই পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছে ৷ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানা ৷ যে দেশের অর্থনীতিকে আজ সংকটের মুখে নিয়ে গিয়েছে ৷ এই অবস্থায় মহিন্দ্রা রাজাপক্ষে মন্ত্রিসভার অনেক সদস্যই মনে করছেন তাঁর ইস্তফা দেওয়া উচিত ৷ সূত্রের খবর, সোমবার এক বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে পারেন রাজাপক্ষে ৷ তবে শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিও উঠেছে শ্রীলঙ্কায় ৷ প্রতিবাদ, বিক্ষোভ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুক্রবার মধ্যরাত থেকে ফের একবার এই দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি ৷ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ বিক্ষোভ দেখালেই গ্রেফতার ও আটক করতে ৷

কলম্বো, 7 মে : শ্রীলঙ্কায় তৈরি হওয়া বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্যেই ইস্তফা দিতে পারেন সেদেশের প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষে ৷ সূত্রের খবর, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের অনুরোধ মেনেই নিজের পদ ছাড়তে পারেন মহিন্দা রাজাপক্ষে (Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa likely to resign soon) ৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে এক ক্যাবিনেট বৈঠকের পর মহিন্দ্রা রাজাপক্ষেকে তাঁর পদ ছাড়তে পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ৷ এই দ্বীপ রাষ্ট্রের বর্তমান আর্থিক দুরাবস্থার জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করা হচ্ছে ৷

যদি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে মহিন্দ্রা রাজাপক্ষে (Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa) ইস্তফা দেন, তাহলে নিয়ম অনুযায়ী তাঁর মন্ত্রিসভাও ভেঙে যাবে ৷ সূত্রের খবর, মহিন্দ্রা তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যদি তাঁর ইস্তফাই দেশের বর্তমান আর্থিক সংকট সমাধানের উপায় হয় তাহলে তিনি ইস্তফা দিতে রাজি ৷ শ্রীলঙ্কায় যেভাবে সরকার বিরোধী প্রতিবাদের ঢেউ উঠেছে, মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ৷

আরও পড়ুন : ইউরোপিয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কোপে এবার পুতিনের প্রেমিকা আলিনা ?

রাষ্ট্রপতির মতে, শ্রীলঙ্কায় রাজনৈতিক অচলাবস্থার জেরেই পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছে ৷ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানা ৷ যে দেশের অর্থনীতিকে আজ সংকটের মুখে নিয়ে গিয়েছে ৷ এই অবস্থায় মহিন্দ্রা রাজাপক্ষে মন্ত্রিসভার অনেক সদস্যই মনে করছেন তাঁর ইস্তফা দেওয়া উচিত ৷ সূত্রের খবর, সোমবার এক বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে পারেন রাজাপক্ষে ৷ তবে শুধু প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিও উঠেছে শ্রীলঙ্কায় ৷ প্রতিবাদ, বিক্ষোভ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুক্রবার মধ্যরাত থেকে ফের একবার এই দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি ৷ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ বিক্ষোভ দেখালেই গ্রেফতার ও আটক করতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.