মোগাদিশু(সোমালিয়া), 30 অক্টোবর: শনিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে সোমালিয়া (Somalia Bomb Attack) ৷ রাজধানী মোগাদিশুর একটি ব্যস্ত মোড়ে এদিন দু'টি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ অন্তত 100 জন এই ঘটনায় মারা গিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এমনটাই এক বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ (Somalias President Hassan Sheikh Mohamud) ৷ তিনি বিস্ফোরণস্থল থেকে রবিবার ভোররাতে সাংবাদিকদের বলেন, "এই ঘটনায় আরও প্রায় 300 জন আহত হয়েছেন ।"
প্রসঙ্গত, 2017 সালের পর এটি সোমালিয়ায় সবচেয়ে বড় হামলা ৷ ওই বছরের অক্টোবর মাসে এই একই স্থানে একটি ট্রাকে বোমা হামলায় 500 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন । সোমালিয়া সরকার শনিবারের বিস্ফোরণের ঘটনায় আল-কায়েদা-সংযুক্ত আল-শাবাব চরমপন্থী গোষ্ঠীকে দায়ী করেছে ৷ যারা প্রায়ই রাজধানীকে লক্ষ্য করে সন্ত্রাস চালায় বলে অভিযোগ । যখন বিপুল সংখ্যক সাধারণ মানুষ মারা যায় তখন এই জঙ্গি গোষ্ঠীটি দায় স্বীকার করে না ।
আরও পড়ুন: সিওলে হ্যালোউইন বিপর্যয়, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে 149
সোমালিয়ার প্রেসিডেন্ট বলেন, "দেশ আল-শাবাবের সঙ্গে যুদ্ধ করছে এবং আমরা জয়ী হচ্ছি । সরকার, মিলিশিয়া গোষ্ঠীগুলির সঙ্গে মিলে দেশের বড় অংশ দখলকারী চরমপন্থীদের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধে নিযুক্ত হয়েছে।