ETV Bharat / international

কবে থেকে সূর্যকে সরাসরি চিরকালের মতো দেখা শুরু করবে আদিত্য এল 1 ? মাহেন্দ্রক্ষণ ঘোষণা ইসরোর

Solar Mission: কবে থেকে সূর্যকে কোনও গ্রহণ ছাড়াই চিরকালের মতো দেখা শুরু করবে ভারতের আদিত্য এল 1, বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ ঘোষণা করলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷

Solar Mission
আদিত্য এল 1
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 2:40 PM IST

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: ঘোষণা হয়ে গেল সেই মাহেন্দ্রক্ষণের ৷ ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল 1 সূর্য-পৃথিবী সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 (এল1)-এ পৌঁছনোর সময় আগামী 6 জানুয়ারি ৷ এরপর স্যাটেলাইটটি কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে দেখতে সক্ষম হবে ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ ৷

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বের বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি ইভেন্ট টেকফেস্ট 2023-এ বক্তব্য রাখতে গিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, "আদিত্য এল 1 প্রায় পৌঁছে গিয়েছে ৷ 6 জানুয়ারি বিকেল 4টেয় ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছবে আদিত্য এল 1 ৷ আমরা আদিত্য এল1-এর ইঞ্জিন খুব নিয়ন্ত্রিতভাবে পোড়াব, যাতে এটি হ্যালো অরবিট নামে কক্ষপথে প্রবেশ করে ।"

সোমনাথ এ দিন বলেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সৌর মিশনটি এই বছরের সেপ্টেম্বরে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছনোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল ৷ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এমন একটি অঞ্চল, যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণ নিরপেক্ষ হবে । সম্পূর্ণ নিরপেক্ষকরণ সম্ভব নয় কারণ চাঁদ, মঙ্গল, শুক্রের মতো অন্যান্য গ্রহ ও উপগ্রহগুলি রয়েছে ৷

ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, সবক'টি অর্থাৎ ছয়টি পেলোডই পরীক্ষা করা হয়েছে এবং সে গুলি সুন্দরভাবে কাজ করছে ও সবগুলোই খুব ভালো ডেটা দিচ্ছে । সোমনাথের কথায়, "প্রবেশের পর স্যাটেলাইটটি সূর্যের দিকে তাকানোর জন্য নির্ধারিত হবে, যতক্ষণ না এর ভিতরের ইলেকট্রনিক্সগুলি স্বাস্থ্যকর এবং ডেটা প্রেরণের জন্য প্রস্তুত থাকে, ততক্ষণ এই কাজটি করবে । আমরা আশা করি, সৌর করোনা ও ভর নির্গমণ এবং আমরা প্রতিদিন মহাকাশের আবহাওয়ার যে প্রভাবের মুখোমুখি হচ্ছি, তাদের মধ্যে অনেক সম্পর্ক খুঁজে বের করতে পারব ।"

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং জানিয়েছিলেন যে, আদিত্য-এল 1 তার গন্তব্য ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এ পরের মাসের শুরুতে অর্থাৎ 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সুনির্দিষ্টভাবে পৌঁছবে । ভারতের চন্দ্র মিশন চন্দ্রযান-3 সম্পর্কে এ দিন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ তথ্য সংগ্রহের 14 দিনের অবদানের পরে বলেছেন, "প্রজ্ঞান রোভারটি চন্দ্রপৃষ্ঠে খুব ভালোভাবে ঘুমাচ্ছে । এটি ইতিহাসে চিরকালের জন্য ঘুমিয়ে আছে । দুর্ভাগ্যবশত, আমরা আশা করছিলাম এটি জেগে উঠবে, কিন্তু তা হয়নি । যখন আমরা আমাদের পরীক্ষাগারে পুরো সিস্টেমটি পরীক্ষা করেছি, তখন এটি কাজ করছিল ৷"

সোমানাথ ব্যাখ্যা করেন যে, কিছু সিস্টেম যা পরীক্ষাগারে কাজ করেছিল তা বিকিরণের মতো বিভিন্ন কারণে চন্দ্রপৃষ্ঠে কাজ করতে পারে না । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

6 জানুয়ারি সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে সৌরযান 'আদিত্য-এল1'

সূর্যের প্রথম পূর্ণ ডিস্ক ছবি পাঠালো আদিত্য-এল 1, পোস্ট করে তার বিবরণ দিল ইসরো

জানুয়ারির প্রথম সপ্তাহেই ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে প্রবেশ করবে সৌরযান আদিত্য, দাবি ইসরো প্রধানের

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: ঘোষণা হয়ে গেল সেই মাহেন্দ্রক্ষণের ৷ ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল 1 সূর্য-পৃথিবী সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 (এল1)-এ পৌঁছনোর সময় আগামী 6 জানুয়ারি ৷ এরপর স্যাটেলাইটটি কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে দেখতে সক্ষম হবে ৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ ৷

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বের বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি ইভেন্ট টেকফেস্ট 2023-এ বক্তব্য রাখতে গিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, "আদিত্য এল 1 প্রায় পৌঁছে গিয়েছে ৷ 6 জানুয়ারি বিকেল 4টেয় ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছবে আদিত্য এল 1 ৷ আমরা আদিত্য এল1-এর ইঞ্জিন খুব নিয়ন্ত্রিতভাবে পোড়াব, যাতে এটি হ্যালো অরবিট নামে কক্ষপথে প্রবেশ করে ।"

সোমনাথ এ দিন বলেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সৌর মিশনটি এই বছরের সেপ্টেম্বরে ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছনোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল ৷ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এমন একটি অঞ্চল, যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণ নিরপেক্ষ হবে । সম্পূর্ণ নিরপেক্ষকরণ সম্ভব নয় কারণ চাঁদ, মঙ্গল, শুক্রের মতো অন্যান্য গ্রহ ও উপগ্রহগুলি রয়েছে ৷

ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, সবক'টি অর্থাৎ ছয়টি পেলোডই পরীক্ষা করা হয়েছে এবং সে গুলি সুন্দরভাবে কাজ করছে ও সবগুলোই খুব ভালো ডেটা দিচ্ছে । সোমনাথের কথায়, "প্রবেশের পর স্যাটেলাইটটি সূর্যের দিকে তাকানোর জন্য নির্ধারিত হবে, যতক্ষণ না এর ভিতরের ইলেকট্রনিক্সগুলি স্বাস্থ্যকর এবং ডেটা প্রেরণের জন্য প্রস্তুত থাকে, ততক্ষণ এই কাজটি করবে । আমরা আশা করি, সৌর করোনা ও ভর নির্গমণ এবং আমরা প্রতিদিন মহাকাশের আবহাওয়ার যে প্রভাবের মুখোমুখি হচ্ছি, তাদের মধ্যে অনেক সম্পর্ক খুঁজে বের করতে পারব ।"

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং জানিয়েছিলেন যে, আদিত্য-এল 1 তার গন্তব্য ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এ পরের মাসের শুরুতে অর্থাৎ 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সুনির্দিষ্টভাবে পৌঁছবে । ভারতের চন্দ্র মিশন চন্দ্রযান-3 সম্পর্কে এ দিন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ তথ্য সংগ্রহের 14 দিনের অবদানের পরে বলেছেন, "প্রজ্ঞান রোভারটি চন্দ্রপৃষ্ঠে খুব ভালোভাবে ঘুমাচ্ছে । এটি ইতিহাসে চিরকালের জন্য ঘুমিয়ে আছে । দুর্ভাগ্যবশত, আমরা আশা করছিলাম এটি জেগে উঠবে, কিন্তু তা হয়নি । যখন আমরা আমাদের পরীক্ষাগারে পুরো সিস্টেমটি পরীক্ষা করেছি, তখন এটি কাজ করছিল ৷"

সোমানাথ ব্যাখ্যা করেন যে, কিছু সিস্টেম যা পরীক্ষাগারে কাজ করেছিল তা বিকিরণের মতো বিভিন্ন কারণে চন্দ্রপৃষ্ঠে কাজ করতে পারে না । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

6 জানুয়ারি সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে পৌঁছবে সৌরযান 'আদিত্য-এল1'

সূর্যের প্রথম পূর্ণ ডিস্ক ছবি পাঠালো আদিত্য-এল 1, পোস্ট করে তার বিবরণ দিল ইসরো

জানুয়ারির প্রথম সপ্তাহেই ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে প্রবেশ করবে সৌরযান আদিত্য, দাবি ইসরো প্রধানের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.