কলম্বো, 14 ডিসেম্বর: ফের ভারতীয় মৎসজীবীদের আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী ৷ এবার তামিলনাড়ুর 6 মৎসজীবীকে আটক করা হয়েছে ৷ তাঁরা সকলে আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরতে গিয়েছিলেন বলে খবর ৷ সেসময় শ্রীলঙ্কার নৌবাহিনী কানকেসান্থুরাই এলাকার কাছে ট্রলার-সহ মৎস্যজীবীদের পাকড়াও করে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর দাবি, ওইসব মৎসজীবীরা চোরাশিকারে জড়িত এবং বুধবার বিশেষ অভিযান চালিয়ে কারিনগরের কোভিলান বাতিঘর থেকে তাঁদের আটক করা হয়েছে । 6 মৎসজীবী তামিলনাড়ুর পুদুক্কোত্তাই জেলার বাসিন্দা। এই 6 জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গিয়েছে । ধৃত মৎসজীবীদের মধ্যে রয়েছেন নরেশ (27), আনন্দবাবু (25), অজয় (24), নন্দকুমার (28) এবং অজিত (26)। ষষ্ঠ ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি । নৌবাহিনী জানিয়েছে, আটক মৎসজীবীদের কনকাসান্থুরাই বন্দরে আনা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মালাডি ফিশারিজ ইন্সপেক্টরেটের কাছে হস্তান্তর করা হবে ।
শ্রীলঙ্কার নৌবাহিনীর তরফে এই সংক্রান্ত একটি বিবৃতিতে প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, স্থানীয় মৎসজীবীদের জীবন-জীবিকা রক্ষা করতে এবং বিদেশি মাছ ধরার ট্রলারদের অবৈধ অনুশীলন রোধ করতে শ্রীলঙ্কার জলসীমায় নিয়মিত টহল ও অভিযান পরিচালিত হয় । এর আগেও একাধিকবার শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ভারতীয় মৎসজীবীদের আটক হতে হয়েছে ৷
কয়েকদিন আগে 25 মৎসজীবীকে শ্রীলঙ্কার নৌবাহিনী পয়েন্ট পেড্রো শহরের কাছে আটক করেছিল ৷ তাঁদের মধ্যে 12 জন তামিলনাড়ুর এবং 13 জন পুদুচেরির মৎসজীবী ছিলেন ৷ গত মাসে 27 জন ভারতীয় মৎসজীবীকে ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ । তাঁরা বিভিন্ন দিনে 12 এবং 15 জনের দলে চেন্নাই বিমানবন্দরে ফিরে আসেন ।
শুধু অক্টোবরেই শ্রীলঙ্কার নৌবাহিনী তিনটি পৃথক অভিযানে মোট 64 মৎসজীবীকে বন্দি করেছে । একটি বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালে এখন পর্যন্ত 220 জন ভারতীয় মৎসজীবী শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ধরা পড়েছে । প্রায়শই শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় মৎসজীবীদের আটক করছে, যা তামিলনাড়ু সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জন্যও উদ্বেগের বিষয় । অক্টোবরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এই বিষয়টি জানিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শংকরকে চিঠি লিখেছিলেন ৷ যেখানে তিনি শ্রীলঙ্কার নৌবাহিনীর তরফে তামিলনাড়ুর মৎসজীবীদের বারবার আটকের বিষয়টি তুলে ধরেন । এছাড়াও পল্ক বেতে তামিলনাড়ুর মৎসজীবীদের ঐতিহ্যবাহী মাছ ধরার অধিকার রক্ষার দাবির কথাও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: