ETV Bharat / international

Sikh Recognition: দীর্ঘ সংগ্রামের ফল মিলল, পাকিস্তানে পৃথক জাতি হিসেবে স্বীকৃতি পেল শিখরা - শিখদের স্বীকৃতি

পাকিস্তানে (Pakistan News) পৃথক জাতি হিসেবে স্বীকৃতি পেলেন শিখরা (Sikh Recognition)৷ এ বার আদমশুমারির ফর্মে তাঁদের জনসংখ্যার রেকর্ড রাখার জন্য পৃথক জায়গা থাকবে ৷

Sikhs will be recognised as a separate nation in Pakistan
দীর্ঘ সংগ্রামের ফল মিলল, পাকিস্তানে পৃথক জাতি হিসেবে স্বীকৃতি পেল শিখরা
author img

By

Published : Dec 14, 2022, 12:15 PM IST

চণ্ডীগড়, 14 ডিসেম্বর: পাকিস্তানের শিখদের (Sikh Recognition) জন্য সুখবর ৷ সীমান্ত পারের দেশে (Pakistan News) এখন শিখরা আলাদা জাতি হিসেবে স্বীকৃতি পাবে । পাকিস্তানে এ বার আদমশুমারির সময় শিখ সম্প্রদায় একটি পৃথক সম্প্রদায় হিসাবে বিবেচিত হবে এবং একটি পৃথক জায়গায় তাঁদের জনসংখ্যার রেকর্ড থাকবে (Sikhs will be recognised)।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখনও পর্যন্ত পাকিস্তানে শিখ সম্প্রদায়ের জনসংখ্যার গণনা অন্যান্য ধর্মের নামে থাকা একটি কলামে থাকত ৷ সেই কারণে সে দেশে শিখ সম্প্রদায়ের সঠিক সংখ্যা সম্পর্কে কোনও তথ্য ছিল না ।

আরও পড়ুন: কাবুল থেকে দেশে ফিরল শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব, মাথায় নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

দীর্ঘ সংগ্রামের পর এই অধিকার পেয়েছে শিখ সম্প্রদায় । এর আগে 2018 সালে এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, আদমশুমারির সময় শিখ সম্প্রদায়কে আলাদা ধর্ম হিসাবে ফর্মটি পূরণ করতে হবে ৷ কিন্তু আদমশুমারির প্রক্রিয়া চলাকালীন আদমশুমারির আগের ফর্মে কোনও পরিবর্তন করা হয়নি । কিন্তু এ বার সেই ফর্মে পরিবর্তন করা হবে এবং জনগণনায় শিখ সম্প্রদায়ের জন্য একটি পৃথক কলাম থাকবে ।

চণ্ডীগড়, 14 ডিসেম্বর: পাকিস্তানের শিখদের (Sikh Recognition) জন্য সুখবর ৷ সীমান্ত পারের দেশে (Pakistan News) এখন শিখরা আলাদা জাতি হিসেবে স্বীকৃতি পাবে । পাকিস্তানে এ বার আদমশুমারির সময় শিখ সম্প্রদায় একটি পৃথক সম্প্রদায় হিসাবে বিবেচিত হবে এবং একটি পৃথক জায়গায় তাঁদের জনসংখ্যার রেকর্ড থাকবে (Sikhs will be recognised)।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখনও পর্যন্ত পাকিস্তানে শিখ সম্প্রদায়ের জনসংখ্যার গণনা অন্যান্য ধর্মের নামে থাকা একটি কলামে থাকত ৷ সেই কারণে সে দেশে শিখ সম্প্রদায়ের সঠিক সংখ্যা সম্পর্কে কোনও তথ্য ছিল না ।

আরও পড়ুন: কাবুল থেকে দেশে ফিরল শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব, মাথায় নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

দীর্ঘ সংগ্রামের পর এই অধিকার পেয়েছে শিখ সম্প্রদায় । এর আগে 2018 সালে এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, আদমশুমারির সময় শিখ সম্প্রদায়কে আলাদা ধর্ম হিসাবে ফর্মটি পূরণ করতে হবে ৷ কিন্তু আদমশুমারির প্রক্রিয়া চলাকালীন আদমশুমারির আগের ফর্মে কোনও পরিবর্তন করা হয়নি । কিন্তু এ বার সেই ফর্মে পরিবর্তন করা হবে এবং জনগণনায় শিখ সম্প্রদায়ের জন্য একটি পৃথক কলাম থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.