ETV Bharat / international

Khalistani Threat: ' ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে ', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার

নিষিদ্ধ শিখ সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো বার্তায় হুমকি দিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমান উড়তে দেওয়া হবে না ৷ আর সেই দিনই ভারতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৷

ETV Bharat
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জঙ্গি হামলার হুমকি দিল খালিস্তানপন্থী নেতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 12:53 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: এয়ার ইন্ডিয়ার বিমান উড়বে না, হুমকি দিল নিষিদ্ধ শিখ সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন ৷ একটি নতুন ভিডিয়ো প্রকাশ করে এই হুমকি দিয়েছে শিখ ফর জাস্টিস বা এসএফজে-র নেতা ৷ ওই নেতা দাবি করেছে, 19 নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে ৷ তাই শিখ ভাইরা যেন এদিন থেকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে না ওঠেন ৷ আর এই দিনেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ৷

পান্নুনের এই হুমকি ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে খালিস্তানি নেতা পান্নুন বলছে, "19 নভেম্বর থেকে বিশ্বে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করতে দেব না ৷" সে আরও হুমকি দিয়েছে, ওই তারিখ থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বা আইজিআই বন্ধ করে দেওয়া হবে ৷ শুধু তাই নয়, এই বিমানবন্দরের নামও বদলে ফেলা হবে ৷ এদিন থেকে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হবে শহিদ বিন্ত সিং, শহিদ সতওয়ান্ত সিং খালিস্তান এয়ারপোর্ট ৷ আর এর সঙ্গে পঞ্জাব মুক্তি পাবে ৷ একটি স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাবে ৷

এই দিনের অন্যতম বিশেষত্ব, 19 নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ভারতে ৷ এদিনের ম্যাচটি হবে গুজরাতের আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ এসএফজে প্রধান হুমকি দেয়, "নভেম্বর মাসের যেদিন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে, সেই দিনই ওয়ার্ল্ড টেরর কাপের খেলা হবে ৷"

সেপ্টেম্বর মাসের শেষেও পান্নুন হুমকি দিয়েছিল ৷ কানাডায় বসবাসকারী হিন্দুদের কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল ৷ জুন মাসে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যু হয় ৷ সেই ঘটনা ঘিরে ভারত ও কানাডার মধ্যে বিতর্ক তৈরি হয় ৷ সেই সময় গুরপতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিল, খালিস্তানপন্থী শিখরা কানাডার প্রতি আনুগত্য দেখাচ্ছে ৷ তাদের এই দেশ ছাড়তে হবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই ধরমশালায় নতুন বিতর্ক! দেওয়ালে লেখা হল খালিস্তানি স্লোগান

নয়াদিল্লি, 5 নভেম্বর: এয়ার ইন্ডিয়ার বিমান উড়বে না, হুমকি দিল নিষিদ্ধ শিখ সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন ৷ একটি নতুন ভিডিয়ো প্রকাশ করে এই হুমকি দিয়েছে শিখ ফর জাস্টিস বা এসএফজে-র নেতা ৷ ওই নেতা দাবি করেছে, 19 নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে ৷ তাই শিখ ভাইরা যেন এদিন থেকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে না ওঠেন ৷ আর এই দিনেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ৷

পান্নুনের এই হুমকি ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে খালিস্তানি নেতা পান্নুন বলছে, "19 নভেম্বর থেকে বিশ্বে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করতে দেব না ৷" সে আরও হুমকি দিয়েছে, ওই তারিখ থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বা আইজিআই বন্ধ করে দেওয়া হবে ৷ শুধু তাই নয়, এই বিমানবন্দরের নামও বদলে ফেলা হবে ৷ এদিন থেকে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হবে শহিদ বিন্ত সিং, শহিদ সতওয়ান্ত সিং খালিস্তান এয়ারপোর্ট ৷ আর এর সঙ্গে পঞ্জাব মুক্তি পাবে ৷ একটি স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাবে ৷

এই দিনের অন্যতম বিশেষত্ব, 19 নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ভারতে ৷ এদিনের ম্যাচটি হবে গুজরাতের আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ এসএফজে প্রধান হুমকি দেয়, "নভেম্বর মাসের যেদিন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে, সেই দিনই ওয়ার্ল্ড টেরর কাপের খেলা হবে ৷"

সেপ্টেম্বর মাসের শেষেও পান্নুন হুমকি দিয়েছিল ৷ কানাডায় বসবাসকারী হিন্দুদের কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল ৷ জুন মাসে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যু হয় ৷ সেই ঘটনা ঘিরে ভারত ও কানাডার মধ্যে বিতর্ক তৈরি হয় ৷ সেই সময় গুরপতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিল, খালিস্তানপন্থী শিখরা কানাডার প্রতি আনুগত্য দেখাচ্ছে ৷ তাদের এই দেশ ছাড়তে হবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই ধরমশালায় নতুন বিতর্ক! দেওয়ালে লেখা হল খালিস্তানি স্লোগান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.