ETV Bharat / international

Khalistani Threat: ' ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে ', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার - এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ

নিষিদ্ধ শিখ সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো বার্তায় হুমকি দিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমান উড়তে দেওয়া হবে না ৷ আর সেই দিনই ভারতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৷

ETV Bharat
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জঙ্গি হামলার হুমকি দিল খালিস্তানপন্থী নেতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 12:53 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: এয়ার ইন্ডিয়ার বিমান উড়বে না, হুমকি দিল নিষিদ্ধ শিখ সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন ৷ একটি নতুন ভিডিয়ো প্রকাশ করে এই হুমকি দিয়েছে শিখ ফর জাস্টিস বা এসএফজে-র নেতা ৷ ওই নেতা দাবি করেছে, 19 নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে ৷ তাই শিখ ভাইরা যেন এদিন থেকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে না ওঠেন ৷ আর এই দিনেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ৷

পান্নুনের এই হুমকি ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে খালিস্তানি নেতা পান্নুন বলছে, "19 নভেম্বর থেকে বিশ্বে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করতে দেব না ৷" সে আরও হুমকি দিয়েছে, ওই তারিখ থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বা আইজিআই বন্ধ করে দেওয়া হবে ৷ শুধু তাই নয়, এই বিমানবন্দরের নামও বদলে ফেলা হবে ৷ এদিন থেকে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হবে শহিদ বিন্ত সিং, শহিদ সতওয়ান্ত সিং খালিস্তান এয়ারপোর্ট ৷ আর এর সঙ্গে পঞ্জাব মুক্তি পাবে ৷ একটি স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাবে ৷

এই দিনের অন্যতম বিশেষত্ব, 19 নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ভারতে ৷ এদিনের ম্যাচটি হবে গুজরাতের আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ এসএফজে প্রধান হুমকি দেয়, "নভেম্বর মাসের যেদিন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে, সেই দিনই ওয়ার্ল্ড টেরর কাপের খেলা হবে ৷"

সেপ্টেম্বর মাসের শেষেও পান্নুন হুমকি দিয়েছিল ৷ কানাডায় বসবাসকারী হিন্দুদের কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল ৷ জুন মাসে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যু হয় ৷ সেই ঘটনা ঘিরে ভারত ও কানাডার মধ্যে বিতর্ক তৈরি হয় ৷ সেই সময় গুরপতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিল, খালিস্তানপন্থী শিখরা কানাডার প্রতি আনুগত্য দেখাচ্ছে ৷ তাদের এই দেশ ছাড়তে হবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই ধরমশালায় নতুন বিতর্ক! দেওয়ালে লেখা হল খালিস্তানি স্লোগান

নয়াদিল্লি, 5 নভেম্বর: এয়ার ইন্ডিয়ার বিমান উড়বে না, হুমকি দিল নিষিদ্ধ শিখ সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন ৷ একটি নতুন ভিডিয়ো প্রকাশ করে এই হুমকি দিয়েছে শিখ ফর জাস্টিস বা এসএফজে-র নেতা ৷ ওই নেতা দাবি করেছে, 19 নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে ৷ তাই শিখ ভাইরা যেন এদিন থেকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানে না ওঠেন ৷ আর এই দিনেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ৷

পান্নুনের এই হুমকি ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে খালিস্তানি নেতা পান্নুন বলছে, "19 নভেম্বর থেকে বিশ্বে এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করতে দেব না ৷" সে আরও হুমকি দিয়েছে, ওই তারিখ থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর বা আইজিআই বন্ধ করে দেওয়া হবে ৷ শুধু তাই নয়, এই বিমানবন্দরের নামও বদলে ফেলা হবে ৷ এদিন থেকে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হবে শহিদ বিন্ত সিং, শহিদ সতওয়ান্ত সিং খালিস্তান এয়ারপোর্ট ৷ আর এর সঙ্গে পঞ্জাব মুক্তি পাবে ৷ একটি স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাবে ৷

এই দিনের অন্যতম বিশেষত্ব, 19 নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে ভারতে ৷ এদিনের ম্যাচটি হবে গুজরাতের আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ এসএফজে প্রধান হুমকি দেয়, "নভেম্বর মাসের যেদিন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে, সেই দিনই ওয়ার্ল্ড টেরর কাপের খেলা হবে ৷"

সেপ্টেম্বর মাসের শেষেও পান্নুন হুমকি দিয়েছিল ৷ কানাডায় বসবাসকারী হিন্দুদের কানাডা ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল ৷ জুন মাসে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যু হয় ৷ সেই ঘটনা ঘিরে ভারত ও কানাডার মধ্যে বিতর্ক তৈরি হয় ৷ সেই সময় গুরপতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছিল, খালিস্তানপন্থী শিখরা কানাডার প্রতি আনুগত্য দেখাচ্ছে ৷ তাদের এই দেশ ছাড়তে হবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই ধরমশালায় নতুন বিতর্ক! দেওয়ালে লেখা হল খালিস্তানি স্লোগান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.