ETV Bharat / international

New Pak PM : পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, অভিনন্দন মোদির - New Pak PM

নতুন পাক প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান শেহবাজ শরিফ (Shehbaz Sharif becomes new PM of Pakistan) ৷ প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM of Pakistan
পাকিস্তানের 23 তম প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ
author img

By

Published : Apr 11, 2022, 6:01 PM IST

Updated : Apr 11, 2022, 11:04 PM IST

ইসলামাবাদ, 11 এপ্রিল : প্রত্যাশামতোই নতুন পাক প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান শেহবাজ শরিফ ৷ তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷ সোমবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে সে দেশের 23 তম প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন শেহবাজ শরিফ ৷ সূত্রের খবর, এদিন রাতেই প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি ৷ শেহবাজকে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে তাঁর কাছে দু'দেশের মধ্যে শান্তিরক্ষার বার্তা দেন তিনি ৷

  • Congratulations to H. E. Mian Muhammad Shehbaz Sharif on his election as the Prime Minister of Pakistan. India desires peace and stability in a region free of terror, so that we can focus on our development challenges and ensure the well-being and prosperity of our people.

    — Narendra Modi (@narendramodi) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, এদিন ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে 174টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরিফ ৷ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা শাহ মেহমুদ কুরেশিও প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ কিন্তু এদিন পাক সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ওয়াকআউট করেন পিটিআই সদস্যরা ৷ শাহ মেহমুদ কুরেশিও জানিয়েছেন, তাঁরা এই নির্বাচন প্রক্রিয়া বয়কট করছেন ৷

আরও পড়ুন : ইমরানকে তখত-চ্যুত করার প্রতিবাদে ঢল নামল অনুরাগীদের, আপ্লুত কাপ্তান

এদিন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, "সর্বশক্তিমান পাকিস্তান ও দেশের 22 কোটি মানুষকে রক্ষা করেছেন ৷ এবারই প্রথম বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সাফল্য়ের সঙ্গে পাশ হয়েছে ৷ দেশের মানুষ এই দিনটি উদযাপন করবে ৷" পাকিস্তান বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, শেহবাজ শরিফ সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে পারেন কি না, সেই দিকেই চোখ থাকবে ভারত-সহ আন্তর্জাতিক মহলের ৷

উল্লেখ্য, একপ্রস্থ নাটকের পর রবিবার মধ্যরাতে পাক সংসদে আস্থাভোটে পরজিত হন বিদায়ী প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান ৷ তারপরেই প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন তিনি ৷ সোমবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরুর আগেই সংসদের সদস্যপদ থেকে ইস্তফা দেন ইমরান খান ৷

ইসলামাবাদ, 11 এপ্রিল : প্রত্যাশামতোই নতুন পাক প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান শেহবাজ শরিফ ৷ তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷ সোমবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে সে দেশের 23 তম প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন শেহবাজ শরিফ ৷ সূত্রের খবর, এদিন রাতেই প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি ৷ শেহবাজকে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে তাঁর কাছে দু'দেশের মধ্যে শান্তিরক্ষার বার্তা দেন তিনি ৷

  • Congratulations to H. E. Mian Muhammad Shehbaz Sharif on his election as the Prime Minister of Pakistan. India desires peace and stability in a region free of terror, so that we can focus on our development challenges and ensure the well-being and prosperity of our people.

    — Narendra Modi (@narendramodi) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, এদিন ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে 174টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরিফ ৷ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা শাহ মেহমুদ কুরেশিও প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ কিন্তু এদিন পাক সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ওয়াকআউট করেন পিটিআই সদস্যরা ৷ শাহ মেহমুদ কুরেশিও জানিয়েছেন, তাঁরা এই নির্বাচন প্রক্রিয়া বয়কট করছেন ৷

আরও পড়ুন : ইমরানকে তখত-চ্যুত করার প্রতিবাদে ঢল নামল অনুরাগীদের, আপ্লুত কাপ্তান

এদিন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, "সর্বশক্তিমান পাকিস্তান ও দেশের 22 কোটি মানুষকে রক্ষা করেছেন ৷ এবারই প্রথম বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সাফল্য়ের সঙ্গে পাশ হয়েছে ৷ দেশের মানুষ এই দিনটি উদযাপন করবে ৷" পাকিস্তান বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, শেহবাজ শরিফ সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে পারেন কি না, সেই দিকেই চোখ থাকবে ভারত-সহ আন্তর্জাতিক মহলের ৷

উল্লেখ্য, একপ্রস্থ নাটকের পর রবিবার মধ্যরাতে পাক সংসদে আস্থাভোটে পরজিত হন বিদায়ী প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান ৷ তারপরেই প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন তিনি ৷ সোমবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরুর আগেই সংসদের সদস্যপদ থেকে ইস্তফা দেন ইমরান খান ৷

Last Updated : Apr 11, 2022, 11:04 PM IST

For All Latest Updates

TAGGED:

New Pak PM
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.