ETV Bharat / international

Blast in Karachi University : করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বিস্ফোরণ, তিন চিনা নাগরিক-সহ নিহত কমপক্ষে 4

মঙ্গলবার দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে (Four killed in a blast including two Chinese at Karachi University) ৷ কয়েকঘণ্টা পর বিস্ফোরণের দায় স্বীকার করে মাজিদ ব্রিগেড জঙ্গি সংগঠন ৷ সেদেশে নিষিদ্ধ বালুচিস্তান লিবারেশন আর্মিরই শাখা এই সংগঠন ৷

author img

By

Published : Apr 26, 2022, 4:18 PM IST

Updated : Apr 26, 2022, 10:06 PM IST

Blast in Karachi University
করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে দুই বিদেশি-সহ নিহত কমপক্ষে 4

করাচি, 26 এপ্রিল : করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিহত কমপক্ষে 4 জন ৷ নিহতদের মধ্যে তিনজন চিনা নাগরিক বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে (Four killed in a blast including two Chinese at Karachi University) ৷ কয়েকঘণ্টা পর বিস্ফোরণের দায় স্বীকার করে মাজিদ ব্রিগেড জঙ্গি সংগঠন ৷ সেদেশে নিষিদ্ধ বালুচিস্তান লিবারেশন আর্মিরই শাখা এই সংগঠন ৷ ঘটনায় গুরুতর জখম আরও অনেকে ৷

বিভিন্ন সংবাদসংস্থার প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে একটি ভ্যানে এদিন বিস্ফোরণটি ঘটে ৷ ওই ভ্যানেই সুইসাইড বোম্বার হিসেবে ছিলেন বোরখা পরিহিত এক মহিলা বিশ্ববিদ্যালয়ে ভাষণের পর অন্যান্যদের সঙ্গেই ওই গাড়িতে চেপেই ফিরছিলেন নিহত তিন চিনা লেকচারার ৷ করাচি বিশ্ববিদ্যালয়ে চিনা ভাষারই পাঠ দিতেন তিন চিনা লেকচারার ৷ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, কনফুশিয়াস সেন্টারের ডিরেক্টর হুয়াং গুইপিং সনাক্ত করেন বিস্ফোরণে নিহত চিনা লেকচারারদের ৷

আরও পড়ুন : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

সাদা রংয়ের একটি ভ্যানে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে ৷ রিমোটচালিত কোনও ডিভাইসের মাধ্যমে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও দাবি করেছে একাধিক সংবাদসংস্থা ৷ যদিও এ ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি ৷ ঘটনায় নিহত অপরজন ওই ভ্যানেরই চালক ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আধাসেনা ৷ ডিআইজি পূর্ব মুকাদ্দাস হায়দার বলেন, "কলেজের প্রবেশপথেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ তবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত নয় ৷"

করাচি, 26 এপ্রিল : করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিহত কমপক্ষে 4 জন ৷ নিহতদের মধ্যে তিনজন চিনা নাগরিক বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে (Four killed in a blast including two Chinese at Karachi University) ৷ কয়েকঘণ্টা পর বিস্ফোরণের দায় স্বীকার করে মাজিদ ব্রিগেড জঙ্গি সংগঠন ৷ সেদেশে নিষিদ্ধ বালুচিস্তান লিবারেশন আর্মিরই শাখা এই সংগঠন ৷ ঘটনায় গুরুতর জখম আরও অনেকে ৷

বিভিন্ন সংবাদসংস্থার প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে একটি ভ্যানে এদিন বিস্ফোরণটি ঘটে ৷ ওই ভ্যানেই সুইসাইড বোম্বার হিসেবে ছিলেন বোরখা পরিহিত এক মহিলা বিশ্ববিদ্যালয়ে ভাষণের পর অন্যান্যদের সঙ্গেই ওই গাড়িতে চেপেই ফিরছিলেন নিহত তিন চিনা লেকচারার ৷ করাচি বিশ্ববিদ্যালয়ে চিনা ভাষারই পাঠ দিতেন তিন চিনা লেকচারার ৷ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, কনফুশিয়াস সেন্টারের ডিরেক্টর হুয়াং গুইপিং সনাক্ত করেন বিস্ফোরণে নিহত চিনা লেকচারারদের ৷

আরও পড়ুন : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

সাদা রংয়ের একটি ভ্যানে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে ৷ রিমোটচালিত কোনও ডিভাইসের মাধ্যমে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও দাবি করেছে একাধিক সংবাদসংস্থা ৷ যদিও এ ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি ৷ ঘটনায় নিহত অপরজন ওই ভ্যানেরই চালক ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আধাসেনা ৷ ডিআইজি পূর্ব মুকাদ্দাস হায়দার বলেন, "কলেজের প্রবেশপথেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ তবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত নয় ৷"

Last Updated : Apr 26, 2022, 10:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.