ন্যাশভিল (মার্কিন যুক্তরাষ্ট্র), 10 ডিসেম্বর: সেন্ট্রাল টেনেসির টর্নেডোয় শনিবার মৃত্যু হয়েছে ছ'জনের ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । টর্নেডোর দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক শহরের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ৷
কেনটাকি স্টেট লাইনের কাছে ন্যাশভিলের উত্তরে মন্টগোমারি কাউন্টিতে একটি টর্নেডো আঘাত হানে ৷ তাতে এক শিশু-সহ তিনজনের প্রাণ গিয়েছে ৷ কাউন্টি আধিকারিকরা এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন । ন্যাশভিল ইমার্জেন্সি অপারেশন সেন্টার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে ৷ তাতে বলেছে, সেখানে প্রচণ্ড ঝড়ে তিনজন নিহত হয়েছে । মন্টগোমারি কাউন্টির আধিকারিকরা জানিয়েছেন, ঝড়ের মুখে পড়ে আহত হয়েছেন আরও 23 জন ৷ তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ।
সোশাল মিডিয়ায় ক্লার্কসভিল ফায়ার ডিপার্টমেন্টের পোস্টে ঝড়ের ধ্বংসাবশেষের ছবি ধরা পড়েছে ৷ দেখা গিয়েছে, উঠোনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন অংশ ৷ হাইওয়েতে একটি ট্র্যাক্টর ট্রেলার উলটে গিয়েছে ৷ বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে ৷ ক্লার্কসভিলের মেয়র জো পিটস একটি বিবৃতিতে বলেছেন, "এটি হৃদয়বিদারক খবর ৷ যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ তাদের দুঃখের সময়ে সাহায্য করার জন্য শহর প্রস্তুত ।"
শনিবার তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে অন্য কোনও তথ্য পাওয়া যায়নি । মন্টগোমারি কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দুপুর 2টোর দিকে একটি টর্নেডো আঘাত হানে । ক্ষতিগ্রস্থদের জন্য স্থানীয় উচ্চ বিদ্যালয়ে একটি আশ্রয়কেন্দ্র করা হয়েছিল । তবে পরিস্থিতি মূল্যায়ন করে প্রাথমিকভাবে বাসিন্দাদের বাড়িতে থাকতে বলা হয়েছিল । সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ব্রিফিংয়ে ক্লার্কসভিলের মেয়র জো পিটস বলেন, "ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । যদি আপনার সাহায্যের প্রয়োজন হয়, 911 এ কল করুন এবং সাহায্য অবিলম্বে আসবে । তবে আপনি যদি পারেন তবে দয়া করে বাড়িতে থাকুন । রাস্তায় বের হবেন না ।"
আরও পড়ুন: