ETV Bharat / international

Antiviral to Fight Mpox-Covid: এমপক্স ও কোভিড মোকাবিলায় শীঘ্রই আসছে অ্যান্টিভাইরাল !

author img

By

Published : May 1, 2023, 6:03 PM IST

Updated : May 2, 2023, 6:00 PM IST

এমপক্স ও কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিভাইরাল তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন বিজ্ঞানীরা ৷ প্রাগের ইনস্টিটিউট অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি-এর গবেষক দল কী বলছেন দেখে নিন ৷

Antiviral to Fight Mpox-Covid ETV Bharat
এমপক্স ও কোভিড মোকাবিলায় শীঘ্রই আসছে অ্যান্টিভাইরাল

লন্ডন, 1 মে: এমপক্স অর্থাৎ মাঙ্কিপক্স মোকাবিলায় শীঘ্রই অ্যান্টিভাইরাল তৈরি করতে সক্ষম হবেন বিজ্ঞানীরা ৷ 2022 সালের মে মাস থেকে এমপক্স 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে 86,900 জনেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে ৷

প্রাগের ইনস্টিটিউট অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি-এর দল মাঙ্কিপক্স ভাইরাস থেকে প্রোটিন মিথাইলট্রান্সফেরেজের গঠন ব্যাখ্যা করেছে ৷ এই প্রোটিনের সাহায্যে ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে নিজেদের বাঁচায় এবং মাঙ্কিপক্স রোগের কারণ হয় ৷ এই আবিষ্কারের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা এমন একটি পদার্থ প্রস্তুত করেছে, যা মিথাইলট্রান্সফেরেজের কার্যকারিতাকে বাধা দিতে পারে । নেচার কমিউনিকেশনে প্রকাশিত এই গবেষণার ফলাফলগুলি একটি সম্পূর্ণ নতুন অ্যান্টিভাইরাল গ্রুপ তৈরির প্রথম পদক্ষেপ হতে পারে ।

এটি শুধুমাত্র মাঙ্কিপক্সের ক্ষেত্রেই নয়, সার্স-কভ-2 করোনভাইরাস থেকে হওয়া কোভিড-19-সহ অন্যান্য ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছেন গবেষকরা । মারাত্মক কোভিড ভাইরাস 763 মিলিয়নেরও বেশি মানুষকে সংক্রামিত করেছে এবং বিশ্বব্যাপী 6.9 মিলিয়নেরও বেশি প্রাণ কেড়েছে ৷ আইওসিবি-এর বিজ্ঞানীরা বহু বছর ধরে ভাইরাসগুলি নিয়ে গবেষণা করছেন, যেগুলি গুরুতর রোগ সৃষ্টি করে ৷ অতীতে তাঁরা ফ্ল্যাভিভাইরাস গ্রুপের জিকা ভাইরাস বা করোনভাইরাস গ্রুপের সার্স-কভ-2 ভাইরাস নিয়ে কাজ করেছেন ।

অন্যান্য ভাইরাসের মতো মাঙ্কিপক্স ভাইরাস একটি হোস্ট কোষে সংখ্যাবৃদ্ধি করে । বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য এটি সনাক্ত করতে হবে কোন আরএনএ অণুগুলি তার নিজস্ব এবং কোনটি নয় ৷ স্থানীয় আরএনএ অণুগুলি সহজে সনাক্তকরণের জন্য ক্যাপ নামে একটি বিশেষ মার্কার বহন করে ৷ মাঙ্কিপক্সের লক্ষণগুলি হল গুটিবসন্তের মতো, যে রোগ ইতিমধ্যে নির্মূল করা হয়েছে ।

আইওসিবি প্রাগের পরিচালক অধ্যাপক জ্যান কনভালিঙ্কা জানান, "আমাদের সহকর্মীরা কাঠামোগত জীববিজ্ঞান এবং অত্যাধুনিক ঔষধ রসায়নকে পুরোপুরি একত্রিত করেছেন ৷ এ জন্য ধন্যবাদ, আমরা নতুন অ্যান্টিভাইরাল আবিষ্কারের কাছাকাছি চলে এসেছি ৷”

আরও পড়ুন: দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় 58 হাজার

লন্ডন, 1 মে: এমপক্স অর্থাৎ মাঙ্কিপক্স মোকাবিলায় শীঘ্রই অ্যান্টিভাইরাল তৈরি করতে সক্ষম হবেন বিজ্ঞানীরা ৷ 2022 সালের মে মাস থেকে এমপক্স 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে 86,900 জনেরও বেশি মানুষকে সংক্রমিত করেছে ৷

প্রাগের ইনস্টিটিউট অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি-এর দল মাঙ্কিপক্স ভাইরাস থেকে প্রোটিন মিথাইলট্রান্সফেরেজের গঠন ব্যাখ্যা করেছে ৷ এই প্রোটিনের সাহায্যে ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে নিজেদের বাঁচায় এবং মাঙ্কিপক্স রোগের কারণ হয় ৷ এই আবিষ্কারের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা এমন একটি পদার্থ প্রস্তুত করেছে, যা মিথাইলট্রান্সফেরেজের কার্যকারিতাকে বাধা দিতে পারে । নেচার কমিউনিকেশনে প্রকাশিত এই গবেষণার ফলাফলগুলি একটি সম্পূর্ণ নতুন অ্যান্টিভাইরাল গ্রুপ তৈরির প্রথম পদক্ষেপ হতে পারে ।

এটি শুধুমাত্র মাঙ্কিপক্সের ক্ষেত্রেই নয়, সার্স-কভ-2 করোনভাইরাস থেকে হওয়া কোভিড-19-সহ অন্যান্য ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছেন গবেষকরা । মারাত্মক কোভিড ভাইরাস 763 মিলিয়নেরও বেশি মানুষকে সংক্রামিত করেছে এবং বিশ্বব্যাপী 6.9 মিলিয়নেরও বেশি প্রাণ কেড়েছে ৷ আইওসিবি-এর বিজ্ঞানীরা বহু বছর ধরে ভাইরাসগুলি নিয়ে গবেষণা করছেন, যেগুলি গুরুতর রোগ সৃষ্টি করে ৷ অতীতে তাঁরা ফ্ল্যাভিভাইরাস গ্রুপের জিকা ভাইরাস বা করোনভাইরাস গ্রুপের সার্স-কভ-2 ভাইরাস নিয়ে কাজ করেছেন ।

অন্যান্য ভাইরাসের মতো মাঙ্কিপক্স ভাইরাস একটি হোস্ট কোষে সংখ্যাবৃদ্ধি করে । বাহ্যিক আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য এটি সনাক্ত করতে হবে কোন আরএনএ অণুগুলি তার নিজস্ব এবং কোনটি নয় ৷ স্থানীয় আরএনএ অণুগুলি সহজে সনাক্তকরণের জন্য ক্যাপ নামে একটি বিশেষ মার্কার বহন করে ৷ মাঙ্কিপক্সের লক্ষণগুলি হল গুটিবসন্তের মতো, যে রোগ ইতিমধ্যে নির্মূল করা হয়েছে ।

আইওসিবি প্রাগের পরিচালক অধ্যাপক জ্যান কনভালিঙ্কা জানান, "আমাদের সহকর্মীরা কাঠামোগত জীববিজ্ঞান এবং অত্যাধুনিক ঔষধ রসায়নকে পুরোপুরি একত্রিত করেছেন ৷ এ জন্য ধন্যবাদ, আমরা নতুন অ্যান্টিভাইরাল আবিষ্কারের কাছাকাছি চলে এসেছি ৷”

আরও পড়ুন: দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় 58 হাজার

Last Updated : May 2, 2023, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.