ETV Bharat / international

Salman Rushdie Attacker কীভাবে এখনও বেঁচে আছেন রুশদি, অবাক হামলাকারী - সলমন রুশদির হামলাকারী

কীভাবে এখনও বেঁচে আছেন সলমন রুশদি (Salman Rushdie Attacker)? ভেবেই অবাক হামলাকারী হাদি মাতার ৷ নিউ ইয়র্কের জেল থেকে নেওয়া সাক্ষাৎকারে এ কথা জানালেন তিনি (Hadi Matar stabbed Salman Rushdie)৷

salman-rushdie-attacker-hadi matar surprised-the-author-survived
কীভাবে এখনও বেঁচে আছেন রুশদি, অবাক হামলাকারী
author img

By

Published : Aug 18, 2022, 11:15 AM IST

নিউ ইয়র্ক, 18 অগস্ট: তাঁর ভয়াবহ হামলার পরও কীভাবে এখনও বেঁচে আছেন সলমন রুশদি (Salman Rushdie Attacker)? ভেবেই অবাক হামলাকারী হাদি মাতার (Salman Rushdie attacker surprised the author survived)৷ নিউ ইয়র্কের জেল থেকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, প্রখ্যাত লেখক রুশদিকে তিনি একেবারেই পছন্দ করেন না ৷

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে নিউ জার্সির 24 বছরের হামলাকারী হাদি মাতার (Hadi Matar stabbed Salman Rushdie) বলেছেন, "যখন শুনলাম যে তিনি বেঁচে আছেন, অবাক হয়ে গিয়েছিলাম ৷" ইরানের প্রাক্তন নেতা আয়াতোল্লাহ রুহোতোল্লাহ খোমেইনির 1989 সালে দেওয়া ফতোয়া থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু বলেননি মাতার ৷ দ্য স্যাটানিক ভার্সেস লেখার জন্য রুশদিকে খুন করার নির্দেশ ছিল সেই ফতোয়ায় ৷ মাতার অবশ্য বলেছেন, "আমি আয়াতোল্লাহকে শ্রদ্ধা করি ৷ আমি মনে করি তিনি একজন মহান ব্যক্তি ৷"

তবে রুশদিকে তিনি যে মোটেই পছন্দ করেন না, তা স্পষ্ট জানিয়েছেন হামলাকারী ৷ তাঁর কথায়, "আমি ওই ব্যক্তিকে পছন্দ করি না ৷ আমি মনে করি না যে তিনি একজন ভালো মানুষ ৷ তিনি ইসলামের বিরুদ্ধে আক্রমণ শানান ৷ এই ধর্মের বিশ্বাসে আঘাত করেন ৷" রুশদির নভেলের কয়েকটি পাতাই তিনি পড়েছেন বলে জানিয়েছেন হাদি মাতার ৷ রুশদি যে চৌতাকুয়া ইনস্টিটিউশনে বক্তব্য রাখবেন, চলতি বছর একটি টুইট থেকে তা জানতে পেরেছিলেন তিনি ৷

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে রুশদির দ্য স্যাটানিক ভার্সেসের নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক, দাবি অপর্ণার

সলমন রুশদির উপর হামলায় তাদের কোনও হাত নেই বলে জানিয়ে দিয়েছে ইরান ৷ মাতারও বলেছেন যে, ইরানের রেভোলিউশনারি গার্ডের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই ৷

নিউ ইয়র্কে দিনকয়েক আগেই হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন প্রখ্যাত লেখক সলমন রুশদি ৷ নিউ ইর্য়কের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি । সেখানে বক্তব্য পেশের ঠিক আগে হাদি মাতার নামে এক যুবক আক্রমণ করে তাঁকে । মাত্র 20 সেকেন্ডের মধ্যে ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে 10 থেকে 15 বার আক্রমণ চালানো হয় । মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক । তাঁকে বর্তমানে ভেন্টিলেটর থেকে বের করা হলেও তাঁর অবস্থা এখনও গুরুতর ৷ তবে জানা গিয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷

নিউ ইয়র্ক, 18 অগস্ট: তাঁর ভয়াবহ হামলার পরও কীভাবে এখনও বেঁচে আছেন সলমন রুশদি (Salman Rushdie Attacker)? ভেবেই অবাক হামলাকারী হাদি মাতার (Salman Rushdie attacker surprised the author survived)৷ নিউ ইয়র্কের জেল থেকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, প্রখ্যাত লেখক রুশদিকে তিনি একেবারেই পছন্দ করেন না ৷

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে নিউ জার্সির 24 বছরের হামলাকারী হাদি মাতার (Hadi Matar stabbed Salman Rushdie) বলেছেন, "যখন শুনলাম যে তিনি বেঁচে আছেন, অবাক হয়ে গিয়েছিলাম ৷" ইরানের প্রাক্তন নেতা আয়াতোল্লাহ রুহোতোল্লাহ খোমেইনির 1989 সালে দেওয়া ফতোয়া থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু বলেননি মাতার ৷ দ্য স্যাটানিক ভার্সেস লেখার জন্য রুশদিকে খুন করার নির্দেশ ছিল সেই ফতোয়ায় ৷ মাতার অবশ্য বলেছেন, "আমি আয়াতোল্লাহকে শ্রদ্ধা করি ৷ আমি মনে করি তিনি একজন মহান ব্যক্তি ৷"

তবে রুশদিকে তিনি যে মোটেই পছন্দ করেন না, তা স্পষ্ট জানিয়েছেন হামলাকারী ৷ তাঁর কথায়, "আমি ওই ব্যক্তিকে পছন্দ করি না ৷ আমি মনে করি না যে তিনি একজন ভালো মানুষ ৷ তিনি ইসলামের বিরুদ্ধে আক্রমণ শানান ৷ এই ধর্মের বিশ্বাসে আঘাত করেন ৷" রুশদির নভেলের কয়েকটি পাতাই তিনি পড়েছেন বলে জানিয়েছেন হাদি মাতার ৷ রুশদি যে চৌতাকুয়া ইনস্টিটিউশনে বক্তব্য রাখবেন, চলতি বছর একটি টুইট থেকে তা জানতে পেরেছিলেন তিনি ৷

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে রুশদির দ্য স্যাটানিক ভার্সেসের নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক, দাবি অপর্ণার

সলমন রুশদির উপর হামলায় তাদের কোনও হাত নেই বলে জানিয়ে দিয়েছে ইরান ৷ মাতারও বলেছেন যে, ইরানের রেভোলিউশনারি গার্ডের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই ৷

নিউ ইয়র্কে দিনকয়েক আগেই হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন প্রখ্যাত লেখক সলমন রুশদি ৷ নিউ ইর্য়কের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি । সেখানে বক্তব্য পেশের ঠিক আগে হাদি মাতার নামে এক যুবক আক্রমণ করে তাঁকে । মাত্র 20 সেকেন্ডের মধ্যে ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে 10 থেকে 15 বার আক্রমণ চালানো হয় । মঞ্চেই লুটিয়ে পড়েন লেখক । তাঁকে বর্তমানে ভেন্টিলেটর থেকে বের করা হলেও তাঁর অবস্থা এখনও গুরুতর ৷ তবে জানা গিয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.