ETV Bharat / international

Russia Attacks Ukraine: ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক শহর - russia ukraine conflict

ইউক্রেনের উপর ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া ৷ মঙ্গলবার ইউক্রেনের একাধিক শহরে রুশ বায়ুসেনা হামলা চালায় ৷

ETV Bharat
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
author img

By

Published : Aug 15, 2023, 10:56 PM IST

কিভ, 15 অগস্ট: নতুন করে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে ৷ মঙ্গলবার একাধিক রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একাধিক শহরে ৷ এরমধ্যে রয়েছে ওডেসা, লেভিভ, জ্যাপোরজিয়ার মতো শহরগুলি ৷ ওডেশা শহরটি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ মারা গিয়েছেন বেশ কয়েকজন সাধারণ নাগরিক ৷ এদিন রুশ সেনা মোট 28টি ক্ষেপণাস্ত্র ওই শহরের উদ্দেশ্যে নিক্ষেপ করে বলে জানিয়েছে ইউক্রেনের বায়ুসেনা ৷ সেগুলির মধ্যে 16টিকে সাঝ আকাশেই ধ্বংস করে ইউক্রেনের বাহিনী ৷

এদিন মস্কোতে নিরাপত্তা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলন হয় ৷ সেই সম্মেলনে রুশ সেনার পাশাপাশি যোগ দেয় এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার একাধিক দেশ ৷ জানা গিয়েছে এই সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের উপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনা ৷ প্রায় 18 মাস ধরে চলছে ইউক্রেনের উপর রুশ আগ্রাসন ৷ এদিনের হামলা প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতির পরামর্শদাতা মিখাইলো পোডোল্যাক টুইটারে জানিয়েছেন, এই ঘটনা রুশ সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ ৷ বেআইনি ভাবে ইউক্রেনের নাগরিক ও ইউক্রেনের উপর এই হামলা চালানো হচ্ছে ৷

লেভিভ শহরের পশ্চিম প্রান্তে 6টি ক্ষেপণাস্ত্র ফেলা হয় ৷ এই ক্ষেপণাস্ত্র হামলায় 19 জন আহত হন ৷ আহতদের মধ্যে 10 বছরের এক বালকও রয়েছে বলে জানিয়েছেন লেভিভের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কেই ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে 40টি বাড়ি ও বহুতল ৷ পোল্যান্ড লাগোয়া ইউক্রেনের এই শহর ৷ এছাড়াও ভলিন শহরে রুশ হামলায় 3 জন মারা গিয়েছেন ৷ জ্যাপোরজিয়া শহরে স্কুল ও আবাসিক বহুতলে এদিন ক্ষেপণাস্ত্র হানা হয় ৷

আরও পড়ুন: 'কখনও সলমনকে নিয়ে বিভ্রান্ত হয়েছো ?' বিল গেটসের প্রশ্নে কী জবাব সাল খানের

অন্যদিকে, মঙ্গলবারই সুইডেন ঘোষণা করেছে ইউক্রেনকে তারা আরও 314 মিলিয়ন ডলারের সাহায্য করবে ৷ এরমধ্যে 90টি কমব্যাট ভেহিক্যাল, ট্যাঙ্ক, আর্চার আর্টিলারি সিস্টেম-সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে ৷

কিভ, 15 অগস্ট: নতুন করে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে ৷ মঙ্গলবার একাধিক রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একাধিক শহরে ৷ এরমধ্যে রয়েছে ওডেসা, লেভিভ, জ্যাপোরজিয়ার মতো শহরগুলি ৷ ওডেশা শহরটি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ মারা গিয়েছেন বেশ কয়েকজন সাধারণ নাগরিক ৷ এদিন রুশ সেনা মোট 28টি ক্ষেপণাস্ত্র ওই শহরের উদ্দেশ্যে নিক্ষেপ করে বলে জানিয়েছে ইউক্রেনের বায়ুসেনা ৷ সেগুলির মধ্যে 16টিকে সাঝ আকাশেই ধ্বংস করে ইউক্রেনের বাহিনী ৷

এদিন মস্কোতে নিরাপত্তা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলন হয় ৷ সেই সম্মেলনে রুশ সেনার পাশাপাশি যোগ দেয় এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার একাধিক দেশ ৷ জানা গিয়েছে এই সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের উপর এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনা ৷ প্রায় 18 মাস ধরে চলছে ইউক্রেনের উপর রুশ আগ্রাসন ৷ এদিনের হামলা প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতির পরামর্শদাতা মিখাইলো পোডোল্যাক টুইটারে জানিয়েছেন, এই ঘটনা রুশ সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ ৷ বেআইনি ভাবে ইউক্রেনের নাগরিক ও ইউক্রেনের উপর এই হামলা চালানো হচ্ছে ৷

লেভিভ শহরের পশ্চিম প্রান্তে 6টি ক্ষেপণাস্ত্র ফেলা হয় ৷ এই ক্ষেপণাস্ত্র হামলায় 19 জন আহত হন ৷ আহতদের মধ্যে 10 বছরের এক বালকও রয়েছে বলে জানিয়েছেন লেভিভের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কেই ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে 40টি বাড়ি ও বহুতল ৷ পোল্যান্ড লাগোয়া ইউক্রেনের এই শহর ৷ এছাড়াও ভলিন শহরে রুশ হামলায় 3 জন মারা গিয়েছেন ৷ জ্যাপোরজিয়া শহরে স্কুল ও আবাসিক বহুতলে এদিন ক্ষেপণাস্ত্র হানা হয় ৷

আরও পড়ুন: 'কখনও সলমনকে নিয়ে বিভ্রান্ত হয়েছো ?' বিল গেটসের প্রশ্নে কী জবাব সাল খানের

অন্যদিকে, মঙ্গলবারই সুইডেন ঘোষণা করেছে ইউক্রেনকে তারা আরও 314 মিলিয়ন ডলারের সাহায্য করবে ৷ এরমধ্যে 90টি কমব্যাট ভেহিক্যাল, ট্যাঙ্ক, আর্চার আর্টিলারি সিস্টেম-সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.