ETV Bharat / international

Russia Launched Missiles: রাশিয়ার 75 মিসাইলে ফের বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর - বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর

দীর্ঘ কয়েকমাস ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine War) ৷ নতুন করে সেই যুদ্ধের তীব্রতা বাড়াল ৷ সোমবার সকাল থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া 75টি মিসাইল ছুঁড়েছে বলে অভিযোগ ৷

Russia launched 75 missiles at Ukraine Several Cities
Russia Launched Missiles: রাশিয়ার 75 মিসাইলে ফের বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর
author img

By

Published : Oct 10, 2022, 5:26 PM IST

কিভ (ইউক্রেন), 10 অক্টোবর : ইউক্রেনের (Ukraine) একাধিক শহরে ফের হামলা চালাতে শুরু করেছে রাশিয়া (Russia) ৷ এমনটাই অভিযোগ করা হয়েছে ওই দেশের তরফে ৷ তাদের দাবি, সোমবার সকাল থেকে অন্তত 75টি মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে (Russia launched 75 missiles at Ukraine) ৷

এর আগে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার ক্রিমিয়া সেতু (Blast in Crimea Bridge) ৷ এর দায় রাশিয়ার তরফে চাপানো হয়েছে ইউক্রেনের উপর ৷ তারই পালটা হিসেবে এই হামলা বলে অভিযোগ উঠছে ৷

কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটে প্রথম বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের জায়গায় একাধিক অ্যাম্বুল্যান্সকেও যেতে দেখা গিয়েছে ৷ তবে মেয়রের দাবি, এটা এএফপি-র এক সাংবাদিক জানিয়েছেন ৷ কিভেই পাঁচটা বিস্ফোরণ হয়েছে বলে তাঁর দাবি ৷

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ থেকে ইউক্রেনের উপর হামলা চালাতে শুরু করেছে রাশিয়া ৷ তার পর থেকেই চলছে দুই দেশের মধ্যে যুদ্ধ (Russia Ukraine War) ৷ গোড়ার দিকে যুদ্ধের যা তীব্রতা ছিল, পরে তা অনেকটাই কমে যায় ৷ গত 26 জুন কিভে শেষবার রাশিয়া হামলা চালিয়েছিল ৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি (Ukraine President Volodymyr Zelensky) সোমবার জানিয়েছেন, তাঁর দেশের বিভিন্ন শহরে হামলার জেরে অনেক নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থল ছেড়ে বের হতেও নিষেধ করেছেন ৷

আরও পড়ুন : পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আবেদন পোপ ফ্রান্সিসের

কিভ (ইউক্রেন), 10 অক্টোবর : ইউক্রেনের (Ukraine) একাধিক শহরে ফের হামলা চালাতে শুরু করেছে রাশিয়া (Russia) ৷ এমনটাই অভিযোগ করা হয়েছে ওই দেশের তরফে ৷ তাদের দাবি, সোমবার সকাল থেকে অন্তত 75টি মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে (Russia launched 75 missiles at Ukraine) ৷

এর আগে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার ক্রিমিয়া সেতু (Blast in Crimea Bridge) ৷ এর দায় রাশিয়ার তরফে চাপানো হয়েছে ইউক্রেনের উপর ৷ তারই পালটা হিসেবে এই হামলা বলে অভিযোগ উঠছে ৷

কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটে প্রথম বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের জায়গায় একাধিক অ্যাম্বুল্যান্সকেও যেতে দেখা গিয়েছে ৷ তবে মেয়রের দাবি, এটা এএফপি-র এক সাংবাদিক জানিয়েছেন ৷ কিভেই পাঁচটা বিস্ফোরণ হয়েছে বলে তাঁর দাবি ৷

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ থেকে ইউক্রেনের উপর হামলা চালাতে শুরু করেছে রাশিয়া ৷ তার পর থেকেই চলছে দুই দেশের মধ্যে যুদ্ধ (Russia Ukraine War) ৷ গোড়ার দিকে যুদ্ধের যা তীব্রতা ছিল, পরে তা অনেকটাই কমে যায় ৷ গত 26 জুন কিভে শেষবার রাশিয়া হামলা চালিয়েছিল ৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি (Ukraine President Volodymyr Zelensky) সোমবার জানিয়েছেন, তাঁর দেশের বিভিন্ন শহরে হামলার জেরে অনেক নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থল ছেড়ে বের হতেও নিষেধ করেছেন ৷

আরও পড়ুন : পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আবেদন পোপ ফ্রান্সিসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.