বৈরুত, 14 অক্টোবর: লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম আলমা আল-শাবে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই হামলায় একজন লেবানিজ চিত্র সাংবাদিকরের মৃত্যু হয়েছে । পাশাপাশি, আহত হয়েছেন ছ'জন সাংবাদিক । মৃত চিত্র সাংবাদিক সংবাদ সংস্থা রয়টার্সে কাজ করতেন ৷ জানা গিয়েছে, ইজরায়েলের বাহিনী সাংবাদিকদের একটি গাড়িতে হামলা চালায় ৷ ওই গাড়িতেই লেবাননের ফটোগ্রাফার ইসাম আবদুল্লাহ ছিলেন ৷ ঘটনায় তাঁর মৃত্যু হয় ৷
এছাড়াও হামলায় এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) এবং আল-জাজিরা টিভি চ্যানেল-সহ আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য কাজ করা অন্য 6 সাংবাদিক আহত হয়েছেন ৷ সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের হাসপাতালে ভরতি করা হয়েছে । লেবাননের মন্ত্রী পরিষদ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, লেবাননে হামলায় সাংবাদিকদের সরাসরি টার্গেট করায় প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইজরায়েলের নিন্দা করেছেন এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুসারে, ইজরায়েল স্থানীয় সময় শুক্রবার থেকে আল-ধাহিরা, আলমা আল-শাব এবং ইয়ারিন শহরের আশেপাশের এলাকায় বোমাবর্ষণ করে দক্ষিণ লেবাননে আক্রমণের মাত্রা বাড়িয়েছে । এনএনএ আরও জানিয়েছে, আলমা আল-শাবের উপকণ্ঠে বোমা হামলার ফলে অনেকটা অংশ জুড়ে আগুন লেগে যায়। হিজবুল্লাহ ঘোষণা করেছে যে লেবাননের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহরে ওই বোমা হামলার জবাবে তাদের লোকেরা চারটি ইজরায়েলি সীমান্তে আক্রমণ করেছে ৷ ইজরায়েলি সেনাবাহিনীকে এর আগে ড্রোন ব্যবহার করে হামলা চালায় ৷ তারই জবাবে পালটা হামলা চালিয়েছে লেবানন বলে জানা গিয়েছে ।
7 অক্টোবর সকালে হামাস আচমকা ইজরায়েলের শহরগুলিতে হামলা চালায় ৷ এরই সমর্থনে 8 অক্টোবর হিজবুল্লাহ শেবা ফার্মের সামরিক সাইটগুলির দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ৷ যার জেরে পরে লেবানিজ-ইজরায়েল সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে । 9 অক্টোবর পরিস্থিতি আরও খারাপ হয় । প্যালেস্তাইন ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের সদস্যরা লেবানন থেকে উত্তর ইজরায়েলে অনুপ্রবেশ করে এবং ইজরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ৷ পাশাপাশি ইজরায়েলিরা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে এবং 3 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করে ৷
আরও পড়ুন: 6 দিনে গাজায় 6 হাজার বোমা ফেলল ইজরায়েল! ভয়াবহতা মনে করাচ্ছে জাফনার স্মৃতি
পালটা হিসাবে হিজবুল্লাহ 9 অক্টোবর সন্ধ্যায় ইজরায়েলের উত্তরাঞ্চলীয় প্রণিত এবং আভিভিম ব্যারাকে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং মর্টার শেল দিয়ে আক্রমণ করে । 11 অক্টোবর হিজবুল্লাহ গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে লেবাননের সীমান্তের কাছে আল-জারদাহের ইজরায়েলি সামরিক সাইট আক্রমণ করে ৷ তারা দাবি করে যে গোলাগুলির কারণে ইজরায়েলি বাহিনীর অনেকের হতাহতের ঘটনা ঘটেছে ।