বস্টন, 22 জুন: 1912 সালের 15 এপ্রিল ৷ বিশাল হিমশৈলে ধাক্কা মেরে ডুবে যায় টাইটানিক । হোয়াইট স্টার লাইন দ্বারা চালিত বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক ডুবিতে মৃত্যু হয় 1500-রও বেশি মানুষের । উত্তর অতলান্তিকের ওই দুর্ঘটনার পর পেরিয়ে গিয়েছে 111 বছর । মহাসাগরের প্রায় সাড়ে চার হাজার মিটার নীচে এখনও পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ । ডুবজাহাজ টাইটানে কিছু পর্যটককে চাপিয়ে সেই ধ্বংসাবশেষই দেখাতে নিয়ে গিয়েছিল পর্যটন সংস্থা ওশানগেট । রবিবার থেকে নিখোঁজ সেই ডুবোজাহাজ।
টাইটানের ওজন 20,000 পাউন্ড (9,071 কিলোগ্রাম)। মার্কিন নৌবাহিনীর ফ্লাইওয়ে ডিপ ওশান স্যালভেজ সিস্টেমটি 60,000 পাউন্ড (27,216 কিলোগ্রাম) পর্যন্ত তোলার জন্য ডিজাইন করা হয়েছে ৷ রবিবার পাঁচ যাত্রী নিয়ে অতলান্তিকের অতলে নেমেছিল টাইটান। প্রত্যেক যাত্রীই কোটিপতি ৷ কিন্তু যাত্রা শুরু করার 1 ঘণ্টা 45 মিনিট পর টাইটানের ‘মাদারশিপ’ পোলার প্রিন্সের সঙ্গে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যত সময় যাচ্ছে, যাত্রীদের বেঁচে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রায় শেষ মজুত অক্সিজেনও ৷ ফলে যত দ্রুত সম্ভব উদ্ধার না-হলে অতলান্তিকের অতলে টাইটানিকের মতোই সলিল-সমাধি হবে টাইটান ও তাতে সওয়ার যাত্রীদেরও ৷
কারা রয়েছেন টাইটানে ?
- পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ৷ 48 বছর বয়সি দাউদ এনগ্রো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান এবং একজন বোর্ড মেম্বার ৷ কৃষি-কেন্দ্রিক ব্যবসা হিসাবে শুরু করলেও বর্তমানে দেশের পেট্রোকেমিক্যাল ও টেলিকমিউনিকেশনের মার্কেটে প্রভাব রয়েছে দাউদের ।
- দাউদের ছেলে সুলেমান দাউদ ৷ 19 বছর বয়সি সুলেমান সাবে রয়েছেন ৷
- পল-হেনরি নারজিওলেট ৷ 77 বছরের নারজিওলেট ডুবুরি এবং টাইটানিকের গবেষক ৷ তিনি আরএমএস টাইটানিক দুর্ঘটনার পর গঠিত গবেষণা টিমের পরিচালক ছিলেন ৷
- স্টকটন রাশ ৷ ওশানগেট এক্সপিডিশনের সিইও ডুবোজাহাজে ছিলেন বলে জানা যাচ্ছে ৷
- ব্রিটিশ বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং রবিবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন যে তিনি ডুবোজাহাজে থাকবেন ৷ তিনি জেফ বেজোসের ব্লু অরিজিন স্পেস ফ্লাইটে উড়ে বিশ্ব রেকর্ড করেছেন ।
আরও পড়ুন: অবসর নিল ভারতের সবচেয়ে পুরনো হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ আইএনএস সন্ধ্যায়ক