হায়দরাবাদ, 5 ডিসেম্বর: অসুস্থ হয়ে পড়লেন রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) । কয়েকটি সূত্র মারফৎ এমন দাবি করা হয়েছে । বলা হয়েছে, গত বুধবার সরকারি বাসভবনের ছাদে পড়ে যান পুতিন । পাঁচ ধাপ সিঁড়ি থেকে পড়ে গিয়ে শরীরের কয়েকটি অংশে চোট লেগেছে (Rush President Fell Down From Stairs at His Residence) ।
ঘটনাটি বুধবার ঘটলেও তা প্রকাশ্যে আসে রবিবার । ক্রেমলিন বিরোধী একটি টেলিগ্রাম চ্যানেলের দাবি পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ দলের তরফে তাদের এই খবর জানানো হয়েছে। ঘটনার পর সরকারি চিকিৎসক দল পুতিনের শারীরিক পরীক্ষা শুরু করছেন । কয়েক জায়গায় আঘাত লাগলেও তাঁর বড় কোনও ক্ষতি হয়নি বলেই খবর। রাতের দিকে তিনি সুস্থ বোধ করেন । পুতিনের অসুস্থতা নিয়ে দীর্ঘ দিন ধরেই চর্চা চলছে বিভিন্ন মহলে। এমনিতেই তিনি ক্যানসর এবং পার্কিনসনে আক্রান্ত । তাই চিকিৎসকরাও বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন ।
গতমাসে কিউবার রাষ্ট্রপতির সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়েছিল । সেসময়ও এই টেলিগ্রাম চ্যানেলটি একটি বিস্ফোরক দাবি করে । বলা হয় কিউবার রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করার সময় পুতিনের হাত কাঁপছিল । তাছাড়া বেলারুসের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েও পুতিন অসৌজন্য দেখিয়েছেন বলে দাবি করে এই চ্যানেলটি। তাদের দাবি শারীরিক সমস্যার জন্য ঠিকমতো বসতেও পারছিলেন না তিনি । এবার আবারও পুতিনের শারীরিক পরিস্থিতি নিয়ে নয়া দাবি করল ক্রিমিলিন বিরোধী চ্যানেলটি ।
আরও পড়ুন: কাস্পিয়ানে সীলের মড়ক, সৈকতে ভেসে এল প্রায় 1700 স্তন্যপায়ীর মৃতদেহ!