ETV Bharat / international

Vladimir Putin: আমেরিকাকে দেখাতেই কি ভারত-চিনের সঙ্গে বৈঠকে পুতিন ? এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্টের যোগদান ঘিরে প্রশ্ন - অগ্নিপরীক্ষায় ভারত

ভারতের সঙ্গে রাশিয়ার জ্বালানি লেনদেনকে মাধ্যম করেই কি মোদির সমর্থন পেতে চান পুতিন, এসসিও সম্মেলনে রাশিয়ার যোগদান ঘিরে বাড়ছে কূটনৈতিক জল্পনা ৷

রাশিয়া
Vladimir Putin
author img

By

Published : Jul 3, 2023, 3:56 PM IST

নয়াদিল্লি, 3 জুলাই: আন্তর্জাতিক সম্পর্কের সুতোয় কৌশলী পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের । রাশিয়ার অন্দরে চলা টালমাটাল পরিস্থিতির মধ্যেই সাংহাই কো অপরেশেন অর্গানাইজেশন (এসসিও) ও জি-20 বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন ৷ এবছর এই দুই সম্মেলনেরই সভাপতিত্বের দায়িত্বে ভারত। পুতিনের বিরুদ্ধে রাশিয়ার 'ওয়াগনার বাহিনী'র সাম্প্রতিক অভ্যুত্থানের চেষ্টা এই মুহূর্তে রাশিয়ায় বড় চিন্তার কারণ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রনের থেকেও ওয়াগনার বাহিনীর এই রুদ্ররূপ পুতিনকে চিন্তায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে এসসিও ও জি-20 বৈঠকে পুতিনের অংশগ্রহণ তাঁর সুচিন্তিত পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে । এ বিষয়ে ব্রুকিং ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ তনভি মদন জানাচ্ছেন, এসসিও বৈঠকে যোগ দিয়ে পুতিন প্রমাণ করতে চাইছেন আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করেই ভারত-চীন সহ বিভিন্ন এশিয় দেশের সমর্থন পেতে সফল রাশিয়া।

সেক্ষেত্রে অগ্নিপরীক্ষায় ভারত। মদন জানাচ্ছেন, কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়ে মোদি দেশের পররাষ্ট্র নীতিকে আরও জোরদার করেছেন। মোদি-বাইডেন বন্ধুত্ব আন্তর্জাতিক খাতে ভারতের অবস্থানকে অনেক বেশি ইতিবাচক করে তুলেছে। তাই আসন্ন এসসিও বৈঠকে ভারত কতটা রাশিয়ার উপস্থিতিকে গুরুত্ব দেবে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে । দিল্লি সূত্রের খবর, এসসিও বৈঠকে ভারত জোর দেবে সন্ত্রাস দমন, আফগানিস্তান প্রসঙ্গ থেকে রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি লেনদেন সহ বিভিন্ন বিষয়। সেখানে ইউক্রেনে শান্তি স্থাপন আলোচনার বিষয়বস্তু হলেও, রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে যাবে না ভারত ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার 'বড়' বন্ধু, মেক ইন ইন্ডিয়ার সুখ্যাতি পুতিনের

এসসিও বৈঠকের প্রধান দিক- রাশিয়া নিরাপত্তা প্রসঙ্গে বৈঠকে বসবে ভারত-চীনের সঙ্গে । সেখানে রাশিয়ার অভ্যন্তরীন বিষয় নিয়ে ভারত হস্তক্ষেপ না করলেও, চিন কতটা নিজেকে বিরত রাখবে, সেই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে । রাশিয়া অনেক দিন ধরেই ভারতমুখী । কয়েকদিন আগেই টেলিফোনে রুশ প্রেসিডেন্ট কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এএনআই সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে এসসিও ও জি-২০ বৈঠক নিয়ে কথা হয়। প্রসঙ্গ ওঠে ইউক্রেন নিয়েও । মোদির 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পেরও প্রশংসা করতে দেখা গিয়েছে রুশ প্রেসিডেন্টকে । যেখানে তিনি জানিয়েছিলেন, ভারতের অর্থনীতির অগ্রগতিতে বড় প্রভাব ফেলেছে মেক ইন ইন্ডিয়া প্রকল্প । বক্তব্যে ভারতকে রাশিয়ার 'বন্ধু' ও বলেছিলেন পুতিন। সুতরাং, সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন ও জি-20 ঘিরে রাশিয়ার পদক্ষেপ দীর্ঘ দিনেরই । রাশিয়ার কূটনৈতিক কৌশলের সামনে ভারত কতটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই বিষয়টিই আপাতত তাত্পর্যপূর্ণ।

নয়াদিল্লি, 3 জুলাই: আন্তর্জাতিক সম্পর্কের সুতোয় কৌশলী পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের । রাশিয়ার অন্দরে চলা টালমাটাল পরিস্থিতির মধ্যেই সাংহাই কো অপরেশেন অর্গানাইজেশন (এসসিও) ও জি-20 বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন ৷ এবছর এই দুই সম্মেলনেরই সভাপতিত্বের দায়িত্বে ভারত। পুতিনের বিরুদ্ধে রাশিয়ার 'ওয়াগনার বাহিনী'র সাম্প্রতিক অভ্যুত্থানের চেষ্টা এই মুহূর্তে রাশিয়ায় বড় চিন্তার কারণ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রনের থেকেও ওয়াগনার বাহিনীর এই রুদ্ররূপ পুতিনকে চিন্তায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে এসসিও ও জি-20 বৈঠকে পুতিনের অংশগ্রহণ তাঁর সুচিন্তিত পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে । এ বিষয়ে ব্রুকিং ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ তনভি মদন জানাচ্ছেন, এসসিও বৈঠকে যোগ দিয়ে পুতিন প্রমাণ করতে চাইছেন আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করেই ভারত-চীন সহ বিভিন্ন এশিয় দেশের সমর্থন পেতে সফল রাশিয়া।

সেক্ষেত্রে অগ্নিপরীক্ষায় ভারত। মদন জানাচ্ছেন, কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়ে মোদি দেশের পররাষ্ট্র নীতিকে আরও জোরদার করেছেন। মোদি-বাইডেন বন্ধুত্ব আন্তর্জাতিক খাতে ভারতের অবস্থানকে অনেক বেশি ইতিবাচক করে তুলেছে। তাই আসন্ন এসসিও বৈঠকে ভারত কতটা রাশিয়ার উপস্থিতিকে গুরুত্ব দেবে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে । দিল্লি সূত্রের খবর, এসসিও বৈঠকে ভারত জোর দেবে সন্ত্রাস দমন, আফগানিস্তান প্রসঙ্গ থেকে রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি লেনদেন সহ বিভিন্ন বিষয়। সেখানে ইউক্রেনে শান্তি স্থাপন আলোচনার বিষয়বস্তু হলেও, রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে যাবে না ভারত ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার 'বড়' বন্ধু, মেক ইন ইন্ডিয়ার সুখ্যাতি পুতিনের

এসসিও বৈঠকের প্রধান দিক- রাশিয়া নিরাপত্তা প্রসঙ্গে বৈঠকে বসবে ভারত-চীনের সঙ্গে । সেখানে রাশিয়ার অভ্যন্তরীন বিষয় নিয়ে ভারত হস্তক্ষেপ না করলেও, চিন কতটা নিজেকে বিরত রাখবে, সেই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে । রাশিয়া অনেক দিন ধরেই ভারতমুখী । কয়েকদিন আগেই টেলিফোনে রুশ প্রেসিডেন্ট কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এএনআই সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে এসসিও ও জি-২০ বৈঠক নিয়ে কথা হয়। প্রসঙ্গ ওঠে ইউক্রেন নিয়েও । মোদির 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পেরও প্রশংসা করতে দেখা গিয়েছে রুশ প্রেসিডেন্টকে । যেখানে তিনি জানিয়েছিলেন, ভারতের অর্থনীতির অগ্রগতিতে বড় প্রভাব ফেলেছে মেক ইন ইন্ডিয়া প্রকল্প । বক্তব্যে ভারতকে রাশিয়ার 'বন্ধু' ও বলেছিলেন পুতিন। সুতরাং, সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন ও জি-20 ঘিরে রাশিয়ার পদক্ষেপ দীর্ঘ দিনেরই । রাশিয়ার কূটনৈতিক কৌশলের সামনে ভারত কতটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই বিষয়টিই আপাতত তাত্পর্যপূর্ণ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.