ETV Bharat / international

Free Condoms for Youth: 18 থেকে 25 ! কন্ডোম কিনতে পয়সা লাগবে না - France Unwanted Pregnancy

দেশে দারিদ্র আছে, তায় আবার দোসর মুদ্রাস্ফীতি ৷ এই অবস্থায় গরিব তরুণরা কন্ডোম কেনার পয়সা পাবে কোথায় ? এই সুযোগে যৌন রোগ বেড়ে চলেছে (Free condoms for anyone under 25 in France) ৷ তাই নয়া উদ্যোগ সরকারের ।

Condom
ETV Bharat
author img

By

Published : Dec 10, 2022, 9:39 AM IST

প্যারিস, 10 ডিসেম্বর: এক্কেবারে ফ্রি ! কোনও টাকা লাগবে না কন্ডোম কিনতে ৷ বিশ্বাস হচ্ছে না তো ! কিন্তু এমন ঘোষণা করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ৷ অনিয়ন্ত্রিত যৌন মিলনের ফলে অনেক সময় নিজের অজান্তে যৌন রোগে আক্রান্ত হন পুরুষ অথবা মহিলা ৷ তাই দেশে যৌন রোগের বাড়বাড়ন্ত রুখতে এই পদক্ষেপ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্য়াক্রোঁ ৷

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, 18-25 বছর বয়সী তরুণরা দেশের যে কোনও ওষুধের দোকান থেকে বিনামূল্যে কন্ডোম পাবেন ৷ দেশের তরুণ-তরুণীদের মধ্যে যৌন রোগ বেড়ে চলেছে ৷ আর এবছর মুদ্রাস্ফীতির ফলে পকেটে টান পড়েছে আমজনতার, দারিদ্র্যসীমা বা তার নীচে থাকা জনসাধারণের ৷ তাই ফ্রান্সের গরিব, দুঃস্থ পরিবারের কথা ভেবে সরকারের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

  • Pour tous les jeunes de 18 à 25 ans, en 2023, le préservatif sera gratuit en pharmacie.

    — Emmanuel Macron (@EmmanuelMacron) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে দেশে 25 বছরের কম বয়সী তরুণীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণের সুবিধে পেয়ে থাকেন ৷ তরুণী-মহিলাদের অবাঞ্ছিত গর্ভধারণ থেকে রেহাই দিতে ফ্রান্স সরকার এই বন্দোবস্ত করেছে ৷ কিন্তু এতে পুরুষদের সরাসরি কোনও লাভ হয় না আর শারীরিক মিলনে যৌন রোগ সংক্রামিত হওয়া থেকে বাঁচারও উপায় নেই ৷ তাই এবার ফ্রিতে কন্ডোম দেবে সরকার ৷

আরও পড়ুন:'ভালোবাসা ভালোবাসাই', সমকাম বিবাহ বিল পাশে ঊচ্ছ্বসিত জো বাইডেন

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা করেন, 1 জানুয়ারি, 2023 থেকে 18-25 বছর বয়সী তরুণরা বিনামূল্যে কন্ডোম পাবেন ৷ তবে তাঁর এই ঘোষণার পরেই ফ্রান্স মিডিয়ার এক সঞ্চালক-সহ অনেকেই সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান ৷ তাঁদের প্রশ্ন, "নাবালকেরা এই কন্ডোম পাবে না কেন ?" এরপর অবশ্য প্রেসিডেন্ট এই প্রকল্পটিকে আরও প্রসারিত করতে রাজি হয়েছেন ৷ স্পেনে একটি সম্মেলনে ছিলেন তিনি ৷ সেখান থেকে একটি সেলফি ভিডিয়োয় তিনি বলেন, "ঠিক আছে ৷ চলো, তাহলে তাই করি ৷" পরে তিনি টুইট করেন, "অনেক নাবালকই যৌন সম্পর্ক করে ৷ তাদেরও নিজেদের রক্ষা করা প্রয়োজন ৷"

প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট ৷ 2017 সালে মাত্র 39 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন ৷ দেশে এইচআইভি এবং অন্য সব ভাইরাসঘটিত যৌন রোগ প্রতিরোধে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ৷ ফ্রান্সের স্টেট হেলথ কেয়ার পদ্ধতি কয়েকটি জন্ম নিয়ন্ত্রণ বিনামূল্য দিলেও, সব ক্ষেত্রে তা দেওয়া হয় না ৷ কম রোজগার করেন, এমন শ্রেণির রোগীদের অনেক সময় ডাক্তার দেখাতে লম্বা লাইনে অপেক্ষা করতে হয় ৷ তবে ফ্রান্সে যে কোনও মহিলা বিনামূল্যে গর্ভপাত করাতে পারেন ৷ ইউরোপের অনেক দেশেই বিনামূল্যে অথবা ভরতুকিতে কন্ট্রাসেপশন পাওয়া যায় ৷

আরও পড়ুন: বিয়েতে স্বীকৃতির দাবি সমপ্রেমী যুগলের, কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট

প্যারিস, 10 ডিসেম্বর: এক্কেবারে ফ্রি ! কোনও টাকা লাগবে না কন্ডোম কিনতে ৷ বিশ্বাস হচ্ছে না তো ! কিন্তু এমন ঘোষণা করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ৷ অনিয়ন্ত্রিত যৌন মিলনের ফলে অনেক সময় নিজের অজান্তে যৌন রোগে আক্রান্ত হন পুরুষ অথবা মহিলা ৷ তাই দেশে যৌন রোগের বাড়বাড়ন্ত রুখতে এই পদক্ষেপ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্য়াক্রোঁ ৷

বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, 18-25 বছর বয়সী তরুণরা দেশের যে কোনও ওষুধের দোকান থেকে বিনামূল্যে কন্ডোম পাবেন ৷ দেশের তরুণ-তরুণীদের মধ্যে যৌন রোগ বেড়ে চলেছে ৷ আর এবছর মুদ্রাস্ফীতির ফলে পকেটে টান পড়েছে আমজনতার, দারিদ্র্যসীমা বা তার নীচে থাকা জনসাধারণের ৷ তাই ফ্রান্সের গরিব, দুঃস্থ পরিবারের কথা ভেবে সরকারের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

  • Pour tous les jeunes de 18 à 25 ans, en 2023, le préservatif sera gratuit en pharmacie.

    — Emmanuel Macron (@EmmanuelMacron) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে দেশে 25 বছরের কম বয়সী তরুণীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণের সুবিধে পেয়ে থাকেন ৷ তরুণী-মহিলাদের অবাঞ্ছিত গর্ভধারণ থেকে রেহাই দিতে ফ্রান্স সরকার এই বন্দোবস্ত করেছে ৷ কিন্তু এতে পুরুষদের সরাসরি কোনও লাভ হয় না আর শারীরিক মিলনে যৌন রোগ সংক্রামিত হওয়া থেকে বাঁচারও উপায় নেই ৷ তাই এবার ফ্রিতে কন্ডোম দেবে সরকার ৷

আরও পড়ুন:'ভালোবাসা ভালোবাসাই', সমকাম বিবাহ বিল পাশে ঊচ্ছ্বসিত জো বাইডেন

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা করেন, 1 জানুয়ারি, 2023 থেকে 18-25 বছর বয়সী তরুণরা বিনামূল্যে কন্ডোম পাবেন ৷ তবে তাঁর এই ঘোষণার পরেই ফ্রান্স মিডিয়ার এক সঞ্চালক-সহ অনেকেই সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান ৷ তাঁদের প্রশ্ন, "নাবালকেরা এই কন্ডোম পাবে না কেন ?" এরপর অবশ্য প্রেসিডেন্ট এই প্রকল্পটিকে আরও প্রসারিত করতে রাজি হয়েছেন ৷ স্পেনে একটি সম্মেলনে ছিলেন তিনি ৷ সেখান থেকে একটি সেলফি ভিডিয়োয় তিনি বলেন, "ঠিক আছে ৷ চলো, তাহলে তাই করি ৷" পরে তিনি টুইট করেন, "অনেক নাবালকই যৌন সম্পর্ক করে ৷ তাদেরও নিজেদের রক্ষা করা প্রয়োজন ৷"

প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট ৷ 2017 সালে মাত্র 39 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন ৷ দেশে এইচআইভি এবং অন্য সব ভাইরাসঘটিত যৌন রোগ প্রতিরোধে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ৷ ফ্রান্সের স্টেট হেলথ কেয়ার পদ্ধতি কয়েকটি জন্ম নিয়ন্ত্রণ বিনামূল্য দিলেও, সব ক্ষেত্রে তা দেওয়া হয় না ৷ কম রোজগার করেন, এমন শ্রেণির রোগীদের অনেক সময় ডাক্তার দেখাতে লম্বা লাইনে অপেক্ষা করতে হয় ৷ তবে ফ্রান্সে যে কোনও মহিলা বিনামূল্যে গর্ভপাত করাতে পারেন ৷ ইউরোপের অনেক দেশেই বিনামূল্যে অথবা ভরতুকিতে কন্ট্রাসেপশন পাওয়া যায় ৷

আরও পড়ুন: বিয়েতে স্বীকৃতির দাবি সমপ্রেমী যুগলের, কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চাইল সুপ্রিম কোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.