ETV Bharat / international

Pope Washes Feet: গুড ফ্রাইডের আগের দিন কয়েদিদের পা ধুইয়ে দিলেন পোপ ফ্রান্সিস

author img

By

Published : Apr 7, 2023, 9:47 AM IST

পোপ ফ্রান্সিস হাসিমুখে কয়েদির দিকে তাকান । পালটা তাঁরাও পোপের হাতে চুম্বন করেন। এর মাঝেই কয়েকজন যুবক পোপের সঙ্গে কথা বলারও আবেদন জানান ৷ এদিন সেই আবেদনেও সাড়া দিয়েছেন পোপ ফ্রান্সিস ৷

Etv Bharat
Etv Bharat

ভ্য়াটিকানসিটি, 7 এপ্রিল: গুড ফ্রাইডের একদিন আগে কয়েদিদের পা ধুইয়ে দিলেন পোপ ফ্রান্সিস ৷ গুড ফ্রাইডে পবিত্র দিন ৷ আর তার আগের দিনকেই পোপ বেছে নিলেন ৷ রোমের এক জুভেনাইল সংশোধনাগারে প্রায় 12 জন কিশোরের পা ধুয়ে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি তাদের মর্যাদা অক্ষুন্ন রাখার আশ্বাসও দিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে তিনি তাদের জানান, "আমাদের মধ্যে যে কেউ" পাপ চক্রের মধ্যে জড়িয়ে পড়তে পারে।

রোমের উপকণ্ঠে ক্যাসল দেল মারমোতে পোপ ফ্রান্সিস প্রথম অপরাধীদের পা ধুইয়ে দেন ৷ সেই সঙ্গে তিনি দাবি করেন, ক্যাথলিক চার্চকে সমাজের প্রান্তে বসবাসকারী লোকদের কাছে পৌঁছে যাওয়া উচিত ৷ তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত বলেও পোপ জানান। বৃহস্পতিবার, পোপ ফ্রান্সিস সংশোধনাগারের 10 জন যুবক এবং দুই মহিলা বাসিন্দাদের পা ধুইয়ে দেন ৷ ভ্য়াটিকানের তরফে জারি করা ভিডিওতে দেখা যাচ্ছে, পোপ বন্দিদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছেন ৷ প্রত্য়েকের সামনে বসে ঝুঁকে পায়ে জল ঢেলে প্রথমে ধুইয়ে দেন ৷ এরপর চুম্বন করার আগে পা শোকানোর জন্য একটি সাদা তোয়ালে দিয়ে মুছিয়েও দেন ৷

পরে পোপ ফ্রান্সিস হাসিমুখে তাদের দিকে চাইলে পালটা বন্দিরাও তাঁর হাতে চুম্বন করেন। এর মাঝেই কয়েকজন যুবক পোপের সঙ্গে কথা বলারও আবেদন জানান ৷ এদিন সেই আবেদনেও সাড়া দিয়েছেন পোপ ফ্রান্সিস ৷ বেশ কয়েক জনের সঙ্গে অল্প সময়ের জন্য কথাও বলেন পোপ। সংশোধনাগারের বাসিন্দাদের উদ্দেশে পোপ বলেন, "যিশু নিজে আমাদের সকলের পা ধুয়ে দেন।" ফ্রান্সিস আরও বলেন, "তিনি (যিশু) আমাদের সব দুর্বলতা জানেন ৷" প্রসঙ্গত, এই 12 জন বন্দির মধ্যে, ছয়জন নাবালক । অন্যরা তাদের সাজা পাওয়ার সময় প্রাপ্তবয়স্ক হয়েছিলেন। এদের মধ্য়ে রোমানিয়া, রাশিয়া এবং ক্রোয়েশিয়ার একজন করে যুবকও রয়েছেন ৷

আরও পড়ুন: কানাডায় মন্দিরে ভাঙচুর, মিলল ভারত-বিরোধী গ্রাফিতি

এদিন ফ্রান্সিস বলেন, "পা ধুইয়ে দেওয়া কোনও লোককাহিনী নয় এর মধ্য় দিয়ে বোঝা যায় আমাদের একে অপরের প্রতি ব্য়বহার এবং আচরণ কেমন হওয়া উচিত। আমাদের মধ্যে যে কেউ বিপথে চলে যেতে পারে, পরে যেতে পোরে ৷ জীবনের পাঠ হওয়া উচিত, একে অপরকে সাহায্য করা, যাতে জীবন আরও ভাল হয়।"

ভ্য়াটিকানসিটি, 7 এপ্রিল: গুড ফ্রাইডের একদিন আগে কয়েদিদের পা ধুইয়ে দিলেন পোপ ফ্রান্সিস ৷ গুড ফ্রাইডে পবিত্র দিন ৷ আর তার আগের দিনকেই পোপ বেছে নিলেন ৷ রোমের এক জুভেনাইল সংশোধনাগারে প্রায় 12 জন কিশোরের পা ধুয়ে দিয়েছেন তিনি ৷ পাশাপাশি তাদের মর্যাদা অক্ষুন্ন রাখার আশ্বাসও দিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে তিনি তাদের জানান, "আমাদের মধ্যে যে কেউ" পাপ চক্রের মধ্যে জড়িয়ে পড়তে পারে।

রোমের উপকণ্ঠে ক্যাসল দেল মারমোতে পোপ ফ্রান্সিস প্রথম অপরাধীদের পা ধুইয়ে দেন ৷ সেই সঙ্গে তিনি দাবি করেন, ক্যাথলিক চার্চকে সমাজের প্রান্তে বসবাসকারী লোকদের কাছে পৌঁছে যাওয়া উচিত ৷ তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত বলেও পোপ জানান। বৃহস্পতিবার, পোপ ফ্রান্সিস সংশোধনাগারের 10 জন যুবক এবং দুই মহিলা বাসিন্দাদের পা ধুইয়ে দেন ৷ ভ্য়াটিকানের তরফে জারি করা ভিডিওতে দেখা যাচ্ছে, পোপ বন্দিদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছেন ৷ প্রত্য়েকের সামনে বসে ঝুঁকে পায়ে জল ঢেলে প্রথমে ধুইয়ে দেন ৷ এরপর চুম্বন করার আগে পা শোকানোর জন্য একটি সাদা তোয়ালে দিয়ে মুছিয়েও দেন ৷

পরে পোপ ফ্রান্সিস হাসিমুখে তাদের দিকে চাইলে পালটা বন্দিরাও তাঁর হাতে চুম্বন করেন। এর মাঝেই কয়েকজন যুবক পোপের সঙ্গে কথা বলারও আবেদন জানান ৷ এদিন সেই আবেদনেও সাড়া দিয়েছেন পোপ ফ্রান্সিস ৷ বেশ কয়েক জনের সঙ্গে অল্প সময়ের জন্য কথাও বলেন পোপ। সংশোধনাগারের বাসিন্দাদের উদ্দেশে পোপ বলেন, "যিশু নিজে আমাদের সকলের পা ধুয়ে দেন।" ফ্রান্সিস আরও বলেন, "তিনি (যিশু) আমাদের সব দুর্বলতা জানেন ৷" প্রসঙ্গত, এই 12 জন বন্দির মধ্যে, ছয়জন নাবালক । অন্যরা তাদের সাজা পাওয়ার সময় প্রাপ্তবয়স্ক হয়েছিলেন। এদের মধ্য়ে রোমানিয়া, রাশিয়া এবং ক্রোয়েশিয়ার একজন করে যুবকও রয়েছেন ৷

আরও পড়ুন: কানাডায় মন্দিরে ভাঙচুর, মিলল ভারত-বিরোধী গ্রাফিতি

এদিন ফ্রান্সিস বলেন, "পা ধুইয়ে দেওয়া কোনও লোককাহিনী নয় এর মধ্য় দিয়ে বোঝা যায় আমাদের একে অপরের প্রতি ব্য়বহার এবং আচরণ কেমন হওয়া উচিত। আমাদের মধ্যে যে কেউ বিপথে চলে যেতে পারে, পরে যেতে পোরে ৷ জীবনের পাঠ হওয়া উচিত, একে অপরকে সাহায্য করা, যাতে জীবন আরও ভাল হয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.