ETV Bharat / international

Pope Francis to Vladimir Putin: পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আবেদন পোপ ফ্রান্সিসের - Russia

ইউক্রেনে একের পর এক হামলা (Spiral of Violence) বন্ধ করতে রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করলেন পোপ ফ্রান্সিস ৷ সেই সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কাকেও সমূলে বিনাশ করতে আবেদন করেছেন তিনি ৷

Pope Francis appeals to Russian President Vladimir Putin to End Spiral of Violence in Ukraine
Pope Francis appeals to Russian President Vladimir Putin to End Spiral of Violence in Ukraine
author img

By

Published : Oct 2, 2022, 6:10 PM IST

ভ্যাটিকান সিটি, 2 অক্টোবর: এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) যুদ্ধ বন্ধ করার বার্তা দিলেন পোপ ফ্রান্সিস ৷ সংবাদ সংস্থা এপি’র প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার রাশিয়ার প্রেসিডেন্টের কাছে এ নিয়ে একটি অনুরোধ করেছেন পোপ ৷ যেখানে তিনি বলেছেন, ‘‘এ বারে বন্ধ করা হোক নৃশংস সর্পিল হামলা এবং মৃত্যুর এই অভিযান (Spiral of Violence) ৷’’ পাশাপাশি, পরমাণু যুদ্ধের যে ‘অযৌক্তিক’ ঝুঁকি রাশিয়া (Russia) তৈরি করেছে, তাতে অবিলম্বে ইতি টানার কথা বলেছেন পোপ ফ্রান্সিস ৷

এ দিন স্টেন পিটার স্কোয়ারে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে পোপ ফ্রান্সিস গত সাত মাস ধরে ইউক্রেন (Ukraine) তথা ইউরোপ জুড়ে চলতে থাকা অস্থির পরিস্থিতিকে স্বাভাবিক করতে একটি কঠর বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ৷ পাশাপাশি, পোপ ফ্রান্সিস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) গুরুত্বের সঙ্গে শান্তি প্রস্তাবের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ৷

তবে, শুধু রাশিয়া বা ইউক্রেনের প্রেসিডেন্ট নন ৷ পোপ বিশ্বের শক্তিধর সকল দেশের রাষ্ট্রনেতাদের সবরকম কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করে এই বিধ্বংসী যুদ্ধকে বন্ধ করার বার্তা পাঠিয়েছেন ৷ প্রসঙ্গত, গত সাত মাস ধরে ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ৷ ইউক্রেনের রাজধানী কিভে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ৷ শুধু কিভ নয়, খার কিভ, মারিউপোল, ওডেসা, ক্রামাটোরস্ক সহ-একাধিক শহরে রুশ বায়ুসেনার যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়েছে ৷ সেই সঙ্গে চলেছে পদাতিক সেনার হামলা ৷ তছনছ করে দেওয়া হয়েছে সাজানো সুন্দর ইউক্রেনকে ৷

আরও পড়ুন: 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার জেলেনস্কির সেনার

যা নিয়ে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য বাকি দেশগুলি (চিন বাদে) রাশিয়ার উপর চাপ তৈরি করেছে ৷ মার্কিন বহু শিল্প ও বাণিজ্য সংস্থা রাশিয়ায় তাঁদের ব্যবসা বন্ধ করে দিয়েছে ৷ ইউক্রেনের হাওয়ায় বারুদ এবং মানুষের দেহাংশের পোড়া ও পচা গন্ধ ৷ এমনকি রাশিয়ার অ্যাথলিট এবং খেলোয়াড়দের বিভিন্ন ক্ষেত্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি ৷ তবে, ঘরে-বাইরে হাজারও চাপের মুখেও দমতে নারাজ ভ্লাদিমির পুতিন ৷ তাই এই যুদ্ধের চরম পরিণতি ‘পরমাণু যুদ্ধে’র সম্ভাবনা যাতে তৈরি না হয়, তাই এ বার আসরে নেমেছেন খোদ পোপ ফ্রান্সিস ৷ তবে, দেখার পোপের এই আবেদনকে কতটা গুরুত্ব দেন পুতিন তথা রাশিয়া সরকার ৷

ভ্যাটিকান সিটি, 2 অক্টোবর: এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) যুদ্ধ বন্ধ করার বার্তা দিলেন পোপ ফ্রান্সিস ৷ সংবাদ সংস্থা এপি’র প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার রাশিয়ার প্রেসিডেন্টের কাছে এ নিয়ে একটি অনুরোধ করেছেন পোপ ৷ যেখানে তিনি বলেছেন, ‘‘এ বারে বন্ধ করা হোক নৃশংস সর্পিল হামলা এবং মৃত্যুর এই অভিযান (Spiral of Violence) ৷’’ পাশাপাশি, পরমাণু যুদ্ধের যে ‘অযৌক্তিক’ ঝুঁকি রাশিয়া (Russia) তৈরি করেছে, তাতে অবিলম্বে ইতি টানার কথা বলেছেন পোপ ফ্রান্সিস ৷

এ দিন স্টেন পিটার স্কোয়ারে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে পোপ ফ্রান্সিস গত সাত মাস ধরে ইউক্রেন (Ukraine) তথা ইউরোপ জুড়ে চলতে থাকা অস্থির পরিস্থিতিকে স্বাভাবিক করতে একটি কঠর বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ৷ পাশাপাশি, পোপ ফ্রান্সিস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) গুরুত্বের সঙ্গে শান্তি প্রস্তাবের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ৷

তবে, শুধু রাশিয়া বা ইউক্রেনের প্রেসিডেন্ট নন ৷ পোপ বিশ্বের শক্তিধর সকল দেশের রাষ্ট্রনেতাদের সবরকম কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করে এই বিধ্বংসী যুদ্ধকে বন্ধ করার বার্তা পাঠিয়েছেন ৷ প্রসঙ্গত, গত সাত মাস ধরে ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ৷ ইউক্রেনের রাজধানী কিভে লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ৷ শুধু কিভ নয়, খার কিভ, মারিউপোল, ওডেসা, ক্রামাটোরস্ক সহ-একাধিক শহরে রুশ বায়ুসেনার যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়েছে ৷ সেই সঙ্গে চলেছে পদাতিক সেনার হামলা ৷ তছনছ করে দেওয়া হয়েছে সাজানো সুন্দর ইউক্রেনকে ৷

আরও পড়ুন: 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার জেলেনস্কির সেনার

যা নিয়ে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য বাকি দেশগুলি (চিন বাদে) রাশিয়ার উপর চাপ তৈরি করেছে ৷ মার্কিন বহু শিল্প ও বাণিজ্য সংস্থা রাশিয়ায় তাঁদের ব্যবসা বন্ধ করে দিয়েছে ৷ ইউক্রেনের হাওয়ায় বারুদ এবং মানুষের দেহাংশের পোড়া ও পচা গন্ধ ৷ এমনকি রাশিয়ার অ্যাথলিট এবং খেলোয়াড়দের বিভিন্ন ক্ষেত্র থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি ৷ তবে, ঘরে-বাইরে হাজারও চাপের মুখেও দমতে নারাজ ভ্লাদিমির পুতিন ৷ তাই এই যুদ্ধের চরম পরিণতি ‘পরমাণু যুদ্ধে’র সম্ভাবনা যাতে তৈরি না হয়, তাই এ বার আসরে নেমেছেন খোদ পোপ ফ্রান্সিস ৷ তবে, দেখার পোপের এই আবেদনকে কতটা গুরুত্ব দেন পুতিন তথা রাশিয়া সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.