ETV Bharat / international

PM Modi on Hiroshima: হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচন, আপ্লুত প্রধানমন্ত্রী মোদি

জাপানে জি-7 গোষ্ঠীর সম্মেলন চলছে ৷ এর মাঝে আজ হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই শহরের সঙ্গে জড়িয়ে হিংসার স্মৃতি ৷ সেখানে এই মূর্তি মানুষকে শান্তির বার্তা দেবে বলে জানালেন তিনি ৷

ETV Bharat
হিরোশিমায় মহাত্মা গান্ধির মূর্তি
author img

By

Published : May 20, 2023, 8:07 AM IST

Updated : May 20, 2023, 6:58 PM IST

হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচনে মোদি

হিরোশিমা, 20 মে: হিরোশিমার নাম শুনলে মানুষ এখনও ভয় পায় ৷ সেই শহরেই মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য জাপানে জি-7 গোষ্ঠীর বৈঠক চলছে ৷ শনিবার সকালে হিরোশিমায় তিনি বলেন, "এখনও হিরোশিমা শব্দটা মানুষের কাছে আতঙ্কের ৷ জাপানে জি-7 গোষ্ঠীর সম্মেলনে এসেছি ৷ হিরোশিমায় আমি মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচনের সুযোগ পেলাম ৷" অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি জানান, আজ বিশ্বজুড়ে মানুষ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা এবং জঙ্গি হামলায় বিপর্যস্ত ৷ এদিকে আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট করে হিরোশিমায় মহাত্মা গান্ধির মূর্তি স্থাপনের কথাটি জানিয়েছেন ৷ সেখানে তিনি লেখেন, এটা বন্ধুত্ব ও মঙ্গলের প্রতীক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন ৷ এটা ভারতের তরফ থেকে হিরোশিমার জন্য একটি উপহার ৷ এখানে মানুষ শান্তি চেয়ে এসেছে ৷ এই শহর তার প্রতীক ৷ হিরোশিমার জন্য ভারতের শ্রদ্ধার্ঘ্য ৷

  • A symbol of friendship and goodwill.

    PM @narendramodi unveiled a bust of Mahatma Gandhi in Hiroshima.

    Mahatma’s bust, a gift from India to the city of Hiroshima, is a befitting tribute to a city that symbolises humanity’s yearning for peace. pic.twitter.com/YlJasrcre9

    — Arindam Bagchi (@MEAIndia) May 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1945 সালের 6 ও 9 অগস্ট আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল ৷ তাতে ধ্বংস হয়ে যায় দু'টি শহর ৷ লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় ৷ যাঁরা বেঁচেছিলেন তাঁরাও মারণ রোগে আক্রান্ত হন ৷ আজও সেই প্রাণঘাতী পরমাণু বোমার প্রভাব বয়ে চলেছে পরবর্তী প্রজন্ম ৷ সেই স্মৃতি আজও অমলিন ৷

এমন একটি শহরে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি স্থাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান এটি অহিংসার বাণী ছড়িয়ে দেবে ৷ জাপানের প্রধানমন্ত্রীকে তিনি একটি বোধিবৃক্ষ উপহার দিয়েছিলেন ৷ সেই বৃক্ষটি হিরোশিমায় রোপণ করা হয়েছে ৷ তিনি জানান, মানুষ এখানে এলে শান্তির গুরুত্ব অনুভব করতে পারবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমি মহাত্মা গান্ধিকে আমার শ্রদ্ধা জানাই ৷"

হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তিটি রাখার জন্য তিনি জাপান সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ এছাড়া প্রধানমন্ত্রীকে সেই মূর্তি উন্মোচনের সুযোগ দেওয়ার জন্য তিনি জাপান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, বিশ্বের কল্যাণে সবার মহাত্মা গান্ধির আদর্শ অনুসরণ করা উচিত ৷ সেটাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের পথ ৷

আরও পড়ুন: সুসম্পর্কের জন্য পাকিস্তানকে আগে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে, মত প্রধানমন্ত্রী মোদির

হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচনে মোদি

হিরোশিমা, 20 মে: হিরোশিমার নাম শুনলে মানুষ এখনও ভয় পায় ৷ সেই শহরেই মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য জাপানে জি-7 গোষ্ঠীর বৈঠক চলছে ৷ শনিবার সকালে হিরোশিমায় তিনি বলেন, "এখনও হিরোশিমা শব্দটা মানুষের কাছে আতঙ্কের ৷ জাপানে জি-7 গোষ্ঠীর সম্মেলনে এসেছি ৷ হিরোশিমায় আমি মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচনের সুযোগ পেলাম ৷" অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি জানান, আজ বিশ্বজুড়ে মানুষ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা এবং জঙ্গি হামলায় বিপর্যস্ত ৷ এদিকে আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট করে হিরোশিমায় মহাত্মা গান্ধির মূর্তি স্থাপনের কথাটি জানিয়েছেন ৷ সেখানে তিনি লেখেন, এটা বন্ধুত্ব ও মঙ্গলের প্রতীক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন ৷ এটা ভারতের তরফ থেকে হিরোশিমার জন্য একটি উপহার ৷ এখানে মানুষ শান্তি চেয়ে এসেছে ৷ এই শহর তার প্রতীক ৷ হিরোশিমার জন্য ভারতের শ্রদ্ধার্ঘ্য ৷

  • A symbol of friendship and goodwill.

    PM @narendramodi unveiled a bust of Mahatma Gandhi in Hiroshima.

    Mahatma’s bust, a gift from India to the city of Hiroshima, is a befitting tribute to a city that symbolises humanity’s yearning for peace. pic.twitter.com/YlJasrcre9

    — Arindam Bagchi (@MEAIndia) May 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1945 সালের 6 ও 9 অগস্ট আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলেছিল ৷ তাতে ধ্বংস হয়ে যায় দু'টি শহর ৷ লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় ৷ যাঁরা বেঁচেছিলেন তাঁরাও মারণ রোগে আক্রান্ত হন ৷ আজও সেই প্রাণঘাতী পরমাণু বোমার প্রভাব বয়ে চলেছে পরবর্তী প্রজন্ম ৷ সেই স্মৃতি আজও অমলিন ৷

এমন একটি শহরে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তি স্থাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান এটি অহিংসার বাণী ছড়িয়ে দেবে ৷ জাপানের প্রধানমন্ত্রীকে তিনি একটি বোধিবৃক্ষ উপহার দিয়েছিলেন ৷ সেই বৃক্ষটি হিরোশিমায় রোপণ করা হয়েছে ৷ তিনি জানান, মানুষ এখানে এলে শান্তির গুরুত্ব অনুভব করতে পারবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমি মহাত্মা গান্ধিকে আমার শ্রদ্ধা জানাই ৷"

হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তিটি রাখার জন্য তিনি জাপান সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন ৷ এছাড়া প্রধানমন্ত্রীকে সেই মূর্তি উন্মোচনের সুযোগ দেওয়ার জন্য তিনি জাপান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, বিশ্বের কল্যাণে সবার মহাত্মা গান্ধির আদর্শ অনুসরণ করা উচিত ৷ সেটাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের পথ ৷

আরও পড়ুন: সুসম্পর্কের জন্য পাকিস্তানকে আগে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে, মত প্রধানমন্ত্রী মোদির

Last Updated : May 20, 2023, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.