ETV Bharat / international

PM Modi over Ukraine: 'রাজনীতি-অর্থনীতি নয়, ইউক্রেনের সমস্যা মানবিক মূল্য়বোধের', হিরোশিমায় বললেন মোদি - ইউক্রেনের সমস্যা মানবিক মূল্য়বোধের

রবিবার হিরোশিমায় জি-7 সম্মেলন শেষ করে পাপুয়া নিউগিনিয়ার পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে রবিবার রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রসঙ্গে তিনি বিশ্বের রাষ্ট্রনায়কদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভোলোদিমির জেলেনস্কি
author img

By

Published : May 21, 2023, 1:13 PM IST

হিরোশিমা, 21 মে: "রাজনীতি বা অর্থনীতির বিষয় নয়, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি মানবিকতার, মানবিক মূল্যবোধের সঙ্গে জড়িয়ে ৷" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার জি-7 গোষ্ঠীর সম্মেলনে তিনি ফের জানালেন, আলোচনা এবং কূটনৈতিক পথেই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সমাধান সম্ভব ৷ ভারত-চিন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি ৷

রবিবার হিরোশিমায় ভ্লাদিমির পুতিনের 'বন্ধু' প্রধানমন্ত্রী জানান, সব দেশেরই ইউএন চার্টার, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানানো উচিত ৷ তিনি বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে এই স্থিতাবস্থা বদলের বার্তা দেন ৷ এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ৷

প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিষয়ক মন্তব্যের নেপথ্যে রয়েছে চিন-ভারত আন্তর্জাতিক সীমান্ত সমস্যা ৷ বিশেষত পূর্ব লাদাখে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে ভারতের মধ্যে ঢুকে পড়ছে চিনের পিএলএ সেনাবাহিনী ৷ 2020 সালের জুন মাসে গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি হয় ৷ তারপর থেকে বারবার সেনা সরানো নিয়ে ভারত-চিন সেনা আধিকারিকের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে ৷

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর ৷ সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা প্রেসিডেন্ট জেলেনস্কির কথা শুনলাম ৷ কালও আমি তাঁর সঙ্গে দেখা করেছি ৷ আমার বিশ্বাস, এটা মানবিকতার ইস্যু, মানবিক মূল্যবোধের ৷" তিনি আরও জানান, ভারত প্রথম থেকেই বলে আসছে আলোচনা ও কূটনৈতিক পথেই শুধুমাত্র এর সমাধান সম্ভব ৷ তিনি আশ্বাস দেন, ভারতের তরফে যা কিছু সম্ভব, তা করা হবে ৷

  • It has been a fruitful visit to Japan. Met several world leaders during the G-7 Summit and discussed a variety of issues with them. Gratitude to PM @kishida230, the Government and people of Japan for their warmth. Leaving for Papua New Guinea in a short while.

    — Narendra Modi (@narendramodi) May 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও জানান, ভারত সবসময় মনে করে, যে কোনও সংকট, বিতর্ক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মেটানো উচিত ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুনিয়ার উপর প্রভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন ৷ মোদি জানান, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে খাদ্য, জ্বালানি এবং সারের অভাব ৷ উন্নয়নশীল দেশগুলি তা ভোগ করছে ৷

হিরোশিমায় জি-7 গোষ্ঠীর সম্মেলন শেষে তিনি পাপুয়া নিউ গিনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাপানে এই গোষ্ঠীর সম্মেলন ফলপ্রসূ হয়েছে ৷ সে দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে ধন্যবাদ জানিয়েছেন এদেশের কাউন্টার পার্ট ৷

আরও পড়ুন: 2024 সালে ভারতে কোয়াড গোষ্ঠীর বৈঠক হোক, প্রস্তাব দিলেন মোদি

হিরোশিমা, 21 মে: "রাজনীতি বা অর্থনীতির বিষয় নয়, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি মানবিকতার, মানবিক মূল্যবোধের সঙ্গে জড়িয়ে ৷" বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার জি-7 গোষ্ঠীর সম্মেলনে তিনি ফের জানালেন, আলোচনা এবং কূটনৈতিক পথেই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সমাধান সম্ভব ৷ ভারত-চিন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি ৷

রবিবার হিরোশিমায় ভ্লাদিমির পুতিনের 'বন্ধু' প্রধানমন্ত্রী জানান, সব দেশেরই ইউএন চার্টার, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানানো উচিত ৷ তিনি বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে এই স্থিতাবস্থা বদলের বার্তা দেন ৷ এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ৷

প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিষয়ক মন্তব্যের নেপথ্যে রয়েছে চিন-ভারত আন্তর্জাতিক সীমান্ত সমস্যা ৷ বিশেষত পূর্ব লাদাখে ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে ভারতের মধ্যে ঢুকে পড়ছে চিনের পিএলএ সেনাবাহিনী ৷ 2020 সালের জুন মাসে গালওয়ানে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি হয় ৷ তারপর থেকে বারবার সেনা সরানো নিয়ে ভারত-চিন সেনা আধিকারিকের মধ্যে দফায় দফায় আলোচনা হয়েছে ৷

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর ৷ সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আজ আমরা প্রেসিডেন্ট জেলেনস্কির কথা শুনলাম ৷ কালও আমি তাঁর সঙ্গে দেখা করেছি ৷ আমার বিশ্বাস, এটা মানবিকতার ইস্যু, মানবিক মূল্যবোধের ৷" তিনি আরও জানান, ভারত প্রথম থেকেই বলে আসছে আলোচনা ও কূটনৈতিক পথেই শুধুমাত্র এর সমাধান সম্ভব ৷ তিনি আশ্বাস দেন, ভারতের তরফে যা কিছু সম্ভব, তা করা হবে ৷

  • It has been a fruitful visit to Japan. Met several world leaders during the G-7 Summit and discussed a variety of issues with them. Gratitude to PM @kishida230, the Government and people of Japan for their warmth. Leaving for Papua New Guinea in a short while.

    — Narendra Modi (@narendramodi) May 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও জানান, ভারত সবসময় মনে করে, যে কোনও সংকট, বিতর্ক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মেটানো উচিত ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুনিয়ার উপর প্রভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন ৷ মোদি জানান, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে খাদ্য, জ্বালানি এবং সারের অভাব ৷ উন্নয়নশীল দেশগুলি তা ভোগ করছে ৷

হিরোশিমায় জি-7 গোষ্ঠীর সম্মেলন শেষে তিনি পাপুয়া নিউ গিনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাপানে এই গোষ্ঠীর সম্মেলন ফলপ্রসূ হয়েছে ৷ সে দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে ধন্যবাদ জানিয়েছেন এদেশের কাউন্টার পার্ট ৷

আরও পড়ুন: 2024 সালে ভারতে কোয়াড গোষ্ঠীর বৈঠক হোক, প্রস্তাব দিলেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.