ETV Bharat / international

PM Modi Conferred : ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ফ্রান্সে ৷ আজ বাস্তিল দিবসের অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি ৷ বৃহস্পতিবার তিনি প্যারিসে পৌঁছন ৷ প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সে
author img

By

Published : Jul 14, 2023, 8:12 AM IST

Updated : Jul 14, 2023, 10:24 AM IST

প্যারিস, 14 জুলাই: ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফ্রান্স সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ হনার'-এ সম্মানিত করেছেন ৷ ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করেন ৷ এই সম্মাননার অনুষ্ঠানটি প্যারিসের এলিসি প্রাসাদে হয়েছে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র একটি বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী ভারতের জনতার পক্ষ থেকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে এই সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৷

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দু'দিনের ফ্রান্স সফরে প্যারিসে পৌঁছন ৷ সেখানে তাঁকে স্বাগত জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী ৷ আজ নরেন্দ্র মোদি বাস্তিল দিবসের অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ৷ সেই আমন্ত্রণেই তাঁর প্যারিসে আসা ৷ গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট এবং স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত নৈশভোজ সারেন তিনি ৷

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ফ্রান্সে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বক্তৃতা দেন ৷ তিনি ফ্রান্সে ইউপিআই-এর ব্যবহার নিয়ে একটি চুক্তির কথা ঘোষণা করেন ৷ এতে অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি নগদ টাকায় ছাড়ও পাওয়া যাবে ৷ লে সেন মিউজিক্যালে অডিটোরিয়ামে প্রায় এক ঘণ্টা ধরে বক্তৃতা দেন তিনি ৷ এটি সেন নদীর একটি দ্বীপে অবস্থিত ৷ নরেন্দ্র মোদি জানান, ভারত খুব দ্রুত গতিতে উন্নতি করছে ৷ বিশ্ব একটা নতুন দিকে যাচ্ছে ৷ ভারতের শক্তি এবং ভূমিকাও এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ৷

তিনি আরও জানান, ফ্রান্সের মারসেতে ভারতীয় কনসুলেট খোলা হবে ৷ এর পাশাপাশি ভারতীয় পড়ুয়াদের জন্যও সুখবর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ঘোষণা করেন, যে সমস্ত ভারতীয় পড়ুয়ারা ইউরোপের দেশগুলিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছেন তাঁরা পড়া শেষ করে ইউরোপের দেশগুলিতে চাকরির জন্য 5 বছরের বিশেষ ভিসা পাবেন ৷ ফ্রান্সের প্রধানমন্ত্রী আগেও এসেছেন ৷ তবে এবারের আসাটা একটু তাৎপর্যপূর্ণ ৷ তিনি জানান, এবার ফ্রান্সের জাতীয় দিবস উদযাপনে অতিথি হিসেবে উপস্থিত থাকাটা তাঁর কাছে বিশেষ ঘটনা ৷

আরও পড়ুন: প্যারিসে মোদিকে স্বাগত জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, দেওয়া হল গার্ড অব অনার


প্যারিস, 14 জুলাই: ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফ্রান্স সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ হনার'-এ সম্মানিত করেছেন ৷ ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করেন ৷ এই সম্মাননার অনুষ্ঠানটি প্যারিসের এলিসি প্রাসাদে হয়েছে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র একটি বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী ভারতের জনতার পক্ষ থেকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে এই সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৷

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দু'দিনের ফ্রান্স সফরে প্যারিসে পৌঁছন ৷ সেখানে তাঁকে স্বাগত জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী ৷ আজ নরেন্দ্র মোদি বাস্তিল দিবসের অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ৷ সেই আমন্ত্রণেই তাঁর প্যারিসে আসা ৷ গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট এবং স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত নৈশভোজ সারেন তিনি ৷

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ফ্রান্সে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বক্তৃতা দেন ৷ তিনি ফ্রান্সে ইউপিআই-এর ব্যবহার নিয়ে একটি চুক্তির কথা ঘোষণা করেন ৷ এতে অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি নগদ টাকায় ছাড়ও পাওয়া যাবে ৷ লে সেন মিউজিক্যালে অডিটোরিয়ামে প্রায় এক ঘণ্টা ধরে বক্তৃতা দেন তিনি ৷ এটি সেন নদীর একটি দ্বীপে অবস্থিত ৷ নরেন্দ্র মোদি জানান, ভারত খুব দ্রুত গতিতে উন্নতি করছে ৷ বিশ্ব একটা নতুন দিকে যাচ্ছে ৷ ভারতের শক্তি এবং ভূমিকাও এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ৷

তিনি আরও জানান, ফ্রান্সের মারসেতে ভারতীয় কনসুলেট খোলা হবে ৷ এর পাশাপাশি ভারতীয় পড়ুয়াদের জন্যও সুখবর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি ঘোষণা করেন, যে সমস্ত ভারতীয় পড়ুয়ারা ইউরোপের দেশগুলিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছেন তাঁরা পড়া শেষ করে ইউরোপের দেশগুলিতে চাকরির জন্য 5 বছরের বিশেষ ভিসা পাবেন ৷ ফ্রান্সের প্রধানমন্ত্রী আগেও এসেছেন ৷ তবে এবারের আসাটা একটু তাৎপর্যপূর্ণ ৷ তিনি জানান, এবার ফ্রান্সের জাতীয় দিবস উদযাপনে অতিথি হিসেবে উপস্থিত থাকাটা তাঁর কাছে বিশেষ ঘটনা ৷

আরও পড়ুন: প্যারিসে মোদিকে স্বাগত জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, দেওয়া হল গার্ড অব অনার


Last Updated : Jul 14, 2023, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.