নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: "জি20 গ্রুপের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানাচ্ছি", বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি20 শীর্ষ সম্মেলনের সূচনা হয়েছে ৷ দু'দিনের এই সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে আমন্ত্রণ জানালেন ৷ উপস্থিত বাকি সদস্যরাও তাঁর সঙ্গে একমত পোষণ করেন ৷
তাই 2023 সালে ভারতের জি20 সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়ন এই গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃতি পেল ৷ এই ঘোষণার সঙ্গে সঙ্গে কমোরোসের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন আজালি আসৌমানি আসন গ্রহণ করেন ৷
-
Advancing a more inclusive G20 that echoes the aspirations of the Global South!
— PMO India (@PMOIndia) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
PM @narendramodi extends a heartfelt welcome to President @_AfricanUnion and the President of Comoros Azali Assoumani.
Thrilled to have the African Union as a permanent member. A milestone for the… pic.twitter.com/SqwziRCwiT
">Advancing a more inclusive G20 that echoes the aspirations of the Global South!
— PMO India (@PMOIndia) September 9, 2023
PM @narendramodi extends a heartfelt welcome to President @_AfricanUnion and the President of Comoros Azali Assoumani.
Thrilled to have the African Union as a permanent member. A milestone for the… pic.twitter.com/SqwziRCwiTAdvancing a more inclusive G20 that echoes the aspirations of the Global South!
— PMO India (@PMOIndia) September 9, 2023
PM @narendramodi extends a heartfelt welcome to President @_AfricanUnion and the President of Comoros Azali Assoumani.
Thrilled to have the African Union as a permanent member. A milestone for the… pic.twitter.com/SqwziRCwiT
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারি এক্সে (টুইটার) লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট এবং কমোরোসের প্রেসিডেন্টকে আন্তরিক স্বাগত জানাচ্ছে ৷ আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য হিসেবে ঘোষণা করে আমি উচ্ছ্বসিত ৷ বাস্তবিক, এই ঘটনা জি-20 পরিবারের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে ৷" আফ্রিকান ইউনিয়ন 55টি দেশের গোষ্ঠী সংগঠন ৷
-
Honoured to welcome the African Union as a permanent member of the G20 Family. This will strengthen the G20 and also strengthen the voice of the Global South. pic.twitter.com/fQQvNEA17o
— Narendra Modi (@narendramodi) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Honoured to welcome the African Union as a permanent member of the G20 Family. This will strengthen the G20 and also strengthen the voice of the Global South. pic.twitter.com/fQQvNEA17o
— Narendra Modi (@narendramodi) September 9, 2023Honoured to welcome the African Union as a permanent member of the G20 Family. This will strengthen the G20 and also strengthen the voice of the Global South. pic.twitter.com/fQQvNEA17o
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
এই সদস্যপদ পেয়ে স্বভাবতই আনন্দিত আফ্রিকান ইউনিয়নভুক্ত দেশগুলি ৷ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক্সে (টুইটারে) লেখেন, "জি-20 গোষ্ঠী আফ্রিকান ইউনিয়নকে সদস্য দেশ হিসেবে গ্রহণ করেছে ৷ এই ঘটনায় আমরা আপ্লুত ৷" তিনি আরও লেখেন, উন্নয়নশীল দেশগুলি জলবায়ু পরিবর্তনের বোঝা বইছে ৷ তবে এই দেশগুলি এই সংকটের জন্য দায়ী নয় ৷
-
We are delighted that the #G20 has accepted the @_AfricanUnion as a member of the #G20.
— Cyril Ramaphosa 🇿🇦 (@CyrilRamaphosa) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Global reconstruction in the wake of the #COVID19 pandemic presents a unique opportunity to accelerate the transition to low-carbon, climate resilient, sustainable societies.
Developing… pic.twitter.com/4u7ThqwRVq
">We are delighted that the #G20 has accepted the @_AfricanUnion as a member of the #G20.
— Cyril Ramaphosa 🇿🇦 (@CyrilRamaphosa) September 9, 2023
Global reconstruction in the wake of the #COVID19 pandemic presents a unique opportunity to accelerate the transition to low-carbon, climate resilient, sustainable societies.
Developing… pic.twitter.com/4u7ThqwRVqWe are delighted that the #G20 has accepted the @_AfricanUnion as a member of the #G20.
— Cyril Ramaphosa 🇿🇦 (@CyrilRamaphosa) September 9, 2023
Global reconstruction in the wake of the #COVID19 pandemic presents a unique opportunity to accelerate the transition to low-carbon, climate resilient, sustainable societies.
Developing… pic.twitter.com/4u7ThqwRVq
তিনি আরও জানান, আফ্রিকা এবং অন্য অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলি দারিদ্রতা, বৈষম্য, বেকারির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মোকাবিলা করছে ৷ এর মধ্যেই জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি রাখার কাজটিও তাদের সামলাতে হচ্ছে ৷ জলবায়ু পরিবর্তন ছাড়াও পরিবেশের ক্রমান্বয় ক্ষতি, যে জিনিসগুলির স্থায়িত্ব নেই তার ব্যবহার ও উৎপাদন, সম্পদের অভাবের মতো চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হবে ৷ আর তা জোটবদ্ধভাবেই করা সম্ভব ৷ এর সঙ্গে সহানুভূতিও প্রয়োজন ৷ সাসটেনেবল ডেভেলপমেন্ট বা স্থায়ী উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বিশ্বের অংশীদার হতে চায় ৷ একে যথোপযুক্ত নীতির দ্বারা সমর্থন করা উচিত ৷
আরও পড়ুন: 'ভারত আপনাদের স্বাগত জানাচ্ছে', জি-20 শীর্ষ সম্মেলনে ইঙ্গিতবহ মন্তব্য মোদির-
ভারত, চিন, আমেরিকা, জাপান, জি-20 গোষ্ঠীর সদস্য দেশ ছিল 19টি ৷ ইউরোপিয়ান ইউনিয়নও এর জি-20 গোষ্ঠীর সদস্যভুক্ত ৷ আজ, 9 সেপ্টেম্বর থেকে নতুন সদস্য হল আফ্রিকান ইউনিয়ন ৷