ETV Bharat / international

Israel-Hamas Conflict: ইজরায়েলের নির্দেশের পর উত্তর গাজা থেকে সরে যাচ্ছেন প্যালেস্টাইনের বাসিন্দারা - হামাস জঙ্গি গোষ্ঠী

Israel orders Mass Evacuation from Northern Gaza: সপ্তাহখানেক আগে ইজরায়েলে আচমকা হামলা চালায় হামাস জঙ্গি গোষ্ঠী ৷ তার পর পালটা আক্রমণে বারবার কেঁপে উঠছে গাজা ৷ এই পরিস্থিতে সেখানকার প্যালেস্টাইনের নাগরিকদের সরে যেতে বলেছে ইজরায়েল ৷ রাষ্ট্রসংঘ এই সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছে ৷

Israel-Hamas Conflict
Israel-Hamas Conflict
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 1:43 PM IST

জেরুজালেম, 14 অক্টোবর: গাজার উত্তর দিকে থাকা প্যালেস্টাইনের নাগরিকরা ক্রমশ দক্ষিণ দিকে সরতে শুরু করেছেন ৷ কারণ, সেখানকার 1 মিলিয়ন বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে ইজরায়েলের তরফে ৷ সম্প্রতি হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার পালটা হিসেবে সেখানে স্থলভাগ দিয়ে আক্রমণ করা হবে বলেই তাদের তরফে এই আবেদন জানিয়েছে ইজরায়েল ৷ মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছিলেন, যাঁরা তাঁদের জীবন বাঁচাতে চান, তাঁরা দয়া করে দক্ষিণে যান ৷

ইজরায়েলি মুখপাত্র জোনাথন কনরিকাস জানিয়েছেন, অসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সামরিক বাহিনী ব্যাপক প্রচেষ্টা চালাবে এবং যুদ্ধ শেষ হলে বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে । ইজরায়েল দীর্ঘদিন ধরে হামাসের বিরুদ্ধে প্যালেস্টাইনের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ করে আসছে । ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ইজরায়েল হামাস জঙ্গিদের সাধারণ জনগণের থেকে আলাদা করতে চায় ।

ইজরায়েলের আহ্বানের পর গাড়ি, ট্রাক ও গাধার গাড়িতে সেখানকার পরিবারগুলি তাদের জিনিসপত্র নিয়ে গাজা শহরের দক্ষিণ দিকে একটি প্রধান সড়কে ভিড় করেছে ৷ হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, গাজা শহর থেকে দক্ষিণে যাওয়ার সময় তিনটি স্থানে বিমান হামলায় গাড়িতে আঘাত হেনেছে, এতে 70 জন নিহত হয়েছে । হামলার বিষয়ে ইজরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

যদিও রাষ্ট্রসংঘ বারবার বলেছে যে ওই এলাকার অর্ধেক মানুষকে সরিয়ে দেওয়া মানে জনসংখ্যার দিক থেকে তা বিপজ্জনক হবে ৷ রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বিধ্বংসী অমানবিক পরিণতি ছাড়া এমন একটি উচ্ছেদে আর কিছুই হবে না ।

এদিকে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের সৈন্যরা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গাজায় অস্থায়ী অভিযান চালাচ্ছে ৷ প্রায় এক সপ্তাহ আগে ইজরায়েলে হামাসের হামলায় অপহৃত প্রায় 150 জনের সন্ধান চলছে । ইজরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা গাজা শহরের চারপাশে হামাসের ভূগর্ভস্থ আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে । সেই কারণে প্যালেস্টাইনের নাগরিকদের সরে যেতে বলা হয়েছে ৷ তবে প্যালেস্টাইন ও মিশরের শীর্ষকর্তাদের মতে, এই আহ্বানের মাধ্যমে আসলে গাজার বাসিন্দাদের মিশরের ভূখণ্ডে পাঠিয়ে দিতে চাইছে ইজরায়েল৷ রাষ্ট্রসংঘ ইজরায়েলকে এই নজিরবিহীন নির্দেশ প্রত্যাহার করার অনুরোধ করেছে ৷

তবে ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের আশেপাশে ভূগর্ভস্থ হামাসের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে । এদিকে হামাস গাজার জনগণকে উচ্ছেদের আদেশ উপেক্ষা করতে বলেছে । গাজার পরিবারগুলি মনে করছে, তারা শাঁখের করাতে পড়েছে ৷ কোথাও নিরাপদ জায়গা নেই৷ থাকলেও বিপদ ৷ বাড়িঘর ছেড়ে চলে গেলেও বিপদ ৷ ইজরায়েলি হামলার ফলে আশেপাশের বিশাল অংশে বিদ্যুৎ নেই, খাবার, জল নেই ৷ এমনকী, চিকিৎসাও মিলছে না ৷

তবে সেখানে এখনও স্থল আক্রমণের কোনও ঘোষণা হয়নি ৷ কিন্তু গাজা সীমান্তে ইজরায়েলের সেনা মোতায়েন রয়েছে ৷ ঘনবসতিপূর্ণ ও দরিদ্র গাজায় এমন একটি আক্রমণ সম্ভবত ঘরে ঘরে নৃশংস লড়াইয়ে উভয়পক্ষের আরও বেশি হতাহতের কারণ হতে পারে ।

গাজার স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার জানিয়েছে যে ওই অঞ্চলে সপ্তাহব্যাপী যুদ্ধে প্রায় 1900 জন নিহত হয়েছেন । গত শনিবার হামাসের হামলায় 1300-রও বেশি ইজরায়েলি নিহত হয়েছেন, যাঁদের বেশিরভাগই সাধারণ নাগরিক এবং যুদ্ধের সময় প্রায় 1500 হামাস জঙ্গি নিহত হয়েছে বলে ইজরায়েলি সরকার বলেছে । প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়েছে যে ওয়েস্ট ব্যাংকে ফের 16 জন নিহত হয়েছেন ৷ এর ফলে সেখানে সব মিলিয়ে ওই এলাকায় 51 জন নিহত হয়েছেন ৷

হামাস জানিয়েছে, ইজরায়েলের বিমান হামলায় 13 জন পণবন্দি নিহত হয়েছে । নিহতদের মধ্যে বিদেশিরাও রয়েছেন ৷ কিন্তু সেই বিদেশিরা কোনও দেশের নাগরিক, তা হামাসের তরফে জানানো হয়নি ৷ ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি এই দাবি অস্বীকার করেছেন । ইজরায়েলের গণমাধ্যমকে নাগরিকদের আত্মবিশ্বাস অটুট রাখার জন্য বিশেষ সম্প্রচার করা করছে ৷ সেখানে স্বাভাবিকভাবে গাজার বর্তমান সংকটের কথা স্বাভাবিকভাবে দেখানো হচ্ছে না ৷

আরও পড়ুন: 6 দিনে গাজায় 6 হাজার বোমা ফেলল ইজরায়েল! ভয়াবহতা মনে করাচ্ছে জাফনার স্মৃতি

জেরুজালেম, 14 অক্টোবর: গাজার উত্তর দিকে থাকা প্যালেস্টাইনের নাগরিকরা ক্রমশ দক্ষিণ দিকে সরতে শুরু করেছেন ৷ কারণ, সেখানকার 1 মিলিয়ন বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে ইজরায়েলের তরফে ৷ সম্প্রতি হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার পালটা হিসেবে সেখানে স্থলভাগ দিয়ে আক্রমণ করা হবে বলেই তাদের তরফে এই আবেদন জানিয়েছে ইজরায়েল ৷ মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছিলেন, যাঁরা তাঁদের জীবন বাঁচাতে চান, তাঁরা দয়া করে দক্ষিণে যান ৷

ইজরায়েলি মুখপাত্র জোনাথন কনরিকাস জানিয়েছেন, অসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সামরিক বাহিনী ব্যাপক প্রচেষ্টা চালাবে এবং যুদ্ধ শেষ হলে বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে । ইজরায়েল দীর্ঘদিন ধরে হামাসের বিরুদ্ধে প্যালেস্টাইনের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ করে আসছে । ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ইজরায়েল হামাস জঙ্গিদের সাধারণ জনগণের থেকে আলাদা করতে চায় ।

ইজরায়েলের আহ্বানের পর গাড়ি, ট্রাক ও গাধার গাড়িতে সেখানকার পরিবারগুলি তাদের জিনিসপত্র নিয়ে গাজা শহরের দক্ষিণ দিকে একটি প্রধান সড়কে ভিড় করেছে ৷ হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, গাজা শহর থেকে দক্ষিণে যাওয়ার সময় তিনটি স্থানে বিমান হামলায় গাড়িতে আঘাত হেনেছে, এতে 70 জন নিহত হয়েছে । হামলার বিষয়ে ইজরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

যদিও রাষ্ট্রসংঘ বারবার বলেছে যে ওই এলাকার অর্ধেক মানুষকে সরিয়ে দেওয়া মানে জনসংখ্যার দিক থেকে তা বিপজ্জনক হবে ৷ রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বিধ্বংসী অমানবিক পরিণতি ছাড়া এমন একটি উচ্ছেদে আর কিছুই হবে না ।

এদিকে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের সৈন্যরা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গাজায় অস্থায়ী অভিযান চালাচ্ছে ৷ প্রায় এক সপ্তাহ আগে ইজরায়েলে হামাসের হামলায় অপহৃত প্রায় 150 জনের সন্ধান চলছে । ইজরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা গাজা শহরের চারপাশে হামাসের ভূগর্ভস্থ আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে । সেই কারণে প্যালেস্টাইনের নাগরিকদের সরে যেতে বলা হয়েছে ৷ তবে প্যালেস্টাইন ও মিশরের শীর্ষকর্তাদের মতে, এই আহ্বানের মাধ্যমে আসলে গাজার বাসিন্দাদের মিশরের ভূখণ্ডে পাঠিয়ে দিতে চাইছে ইজরায়েল৷ রাষ্ট্রসংঘ ইজরায়েলকে এই নজিরবিহীন নির্দেশ প্রত্যাহার করার অনুরোধ করেছে ৷

তবে ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের আশেপাশে ভূগর্ভস্থ হামাসের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে । এদিকে হামাস গাজার জনগণকে উচ্ছেদের আদেশ উপেক্ষা করতে বলেছে । গাজার পরিবারগুলি মনে করছে, তারা শাঁখের করাতে পড়েছে ৷ কোথাও নিরাপদ জায়গা নেই৷ থাকলেও বিপদ ৷ বাড়িঘর ছেড়ে চলে গেলেও বিপদ ৷ ইজরায়েলি হামলার ফলে আশেপাশের বিশাল অংশে বিদ্যুৎ নেই, খাবার, জল নেই ৷ এমনকী, চিকিৎসাও মিলছে না ৷

তবে সেখানে এখনও স্থল আক্রমণের কোনও ঘোষণা হয়নি ৷ কিন্তু গাজা সীমান্তে ইজরায়েলের সেনা মোতায়েন রয়েছে ৷ ঘনবসতিপূর্ণ ও দরিদ্র গাজায় এমন একটি আক্রমণ সম্ভবত ঘরে ঘরে নৃশংস লড়াইয়ে উভয়পক্ষের আরও বেশি হতাহতের কারণ হতে পারে ।

গাজার স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার জানিয়েছে যে ওই অঞ্চলে সপ্তাহব্যাপী যুদ্ধে প্রায় 1900 জন নিহত হয়েছেন । গত শনিবার হামাসের হামলায় 1300-রও বেশি ইজরায়েলি নিহত হয়েছেন, যাঁদের বেশিরভাগই সাধারণ নাগরিক এবং যুদ্ধের সময় প্রায় 1500 হামাস জঙ্গি নিহত হয়েছে বলে ইজরায়েলি সরকার বলেছে । প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়েছে যে ওয়েস্ট ব্যাংকে ফের 16 জন নিহত হয়েছেন ৷ এর ফলে সেখানে সব মিলিয়ে ওই এলাকায় 51 জন নিহত হয়েছেন ৷

হামাস জানিয়েছে, ইজরায়েলের বিমান হামলায় 13 জন পণবন্দি নিহত হয়েছে । নিহতদের মধ্যে বিদেশিরাও রয়েছেন ৷ কিন্তু সেই বিদেশিরা কোনও দেশের নাগরিক, তা হামাসের তরফে জানানো হয়নি ৷ ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি এই দাবি অস্বীকার করেছেন । ইজরায়েলের গণমাধ্যমকে নাগরিকদের আত্মবিশ্বাস অটুট রাখার জন্য বিশেষ সম্প্রচার করা করছে ৷ সেখানে স্বাভাবিকভাবে গাজার বর্তমান সংকটের কথা স্বাভাবিকভাবে দেখানো হচ্ছে না ৷

আরও পড়ুন: 6 দিনে গাজায় 6 হাজার বোমা ফেলল ইজরায়েল! ভয়াবহতা মনে করাচ্ছে জাফনার স্মৃতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.