ETV Bharat / international

Imran Calls Cabinet Meeting : অনাস্থাভোটের মুখোমুখি হতে বলল মন্ত্রিসভা, মধ্যরাতে নির্ধারিত হবে ইমরানের ভাগ্য - Imran Khan Calls Emergency Cabinet Meeting Tonight at his residence

ইমরান নিজেও হয়তো তাঁর ভবিষ্যৎ অনুমান করতে পেরে স্থানীয় সময় রাত 9টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন তাঁর বাসভবনে (Imran Khan Calls Emergency Cabinet Meeting Tonight at his residence) ৷

Imran Calls Cabinet Meeting
অনাস্থা ভোট পিছোনর জল্পনা, বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠকে ইমরান
author img

By

Published : Apr 9, 2022, 8:57 PM IST

Updated : Apr 9, 2022, 11:09 PM IST

ইসলামাবাদ, 9 এপ্রিল : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সময় মতো শনিবার সকালে পাক সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটির প্রক্রিয়া শুরু করেন স্পিকার আসাদ কাইজার ৷ যদিও অধিবেশন শুরুর কিছু পরেই বেলা 12টা 30মিনিট প্রাথমিকভাবে তা মুলতুবি হয়ে যায় ৷ বিরতির পর অধিবেশন চালু হলে সিদ্ধান্ত গৃহীত হয় যে সন্ধেয় ইমরানের বিরুদ্ধে পুনরায় অনাস্থা ভোটাভুটির প্রস্তাব আনা হবে ৷ দ্রুত অনাস্থা ভোট নিষ্পত্তি করতে চেয়ে বিরোধীরা সুর চড়াতে থাকে এবং তারা দাবি করে, সংসদে অনাস্থা ভোটাভুটি হলে ইমরানের জয় কোনওমতেই সম্ভব নয় ৷

ইমরান নিজেও হয়তো তাঁর ভবিষ্যৎ অনুমান করতে পেরে স্থানীয় সময় রাত 9টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন তাঁর বাসভবনে (Imran Khan Calls Emergency Cabinet Meeting Tonight at his residence) ৷ জানা গিয়েছে, সেখানে মন্ত্রিসভার সদস্যরা তাঁকে অনাস্থাভোটের মুখোমুখি হতে বলে ৷ একইসঙ্গে ইমরানকে ইস্তফা দিতে বারণ করেন তাঁর সহযোগীরা ৷ এরপরেই সংসদে পৌঁছে যান ইমরান ৷ সূত্রের খবর, মধ্যরাতেই অনাস্থাভোটে নির্ধারিত হবে তাঁর ভাগ্য ৷

  • Chief Justice of Pakistan has decided to open the Supreme Court's doors at 12am, as the National Assembly Speaker Asad Qaiser is yet to allow voting on the no-confidence motion against Prime Minister Imran Khan, reports Pakistan's Geo News quoting sources

    — ANI (@ANI) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে শনিবার দুপুরেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনার আর্জি জানায় তেহরিক-ই-ইনসাফ ৷ কিন্তু সংসদে অনাস্থা ভোটাভুটির মধ্যেই কী কারণে বৈঠক ডাকলেন তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান, ক্রমেই বাড়ছে জল্পনা ৷ পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, অনাস্থা ভোট পিছোচ্ছে ৷ অর্থাৎ শনিবার নয়, ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে অন্য কোনওদিন ৷ রাত সাড়ে 9টা পর্যন্ত ফের মুলতুবি হয়েছে সংসদের অধিবেশনও ৷ সেই কারণেই কী বাসভবনে জরুরি বৈঠক ইমরানের ? গল্পে মোচড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনওভাবেই ৷

সূত্রের খবর, ইমরানের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ৷ আস্থা ভোটে জয়ের কোনও সম্ভাবনা না-থাকায় ইমরান ও তাঁর সহযোগীরা পরবর্তী পদক্ষেপ স্থির করবেন এই বৈঠকে ৷ এদিকে এদিন সংসদে ইমরানের অনুপস্থিতির কারণে তাঁকে বেনজির আক্রমণ করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ৷ ইমরানকে স্পোর্টসম্যান স্পিরিট দেখানোর আর্জি জানিয়ে বিলওয়াল জানান, ইমরানই প্রথম অধিনায়ক যিনি হারের ভয়ে উইকেট তুলে নিয়ে মাঠ ছেড়ে পালাচ্ছেন ৷

আরও পড়ুন : শুরু হয়নি ইমরান-সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি, আপাতত মুলতুবি ন্যাশনাল অ্যাসেম্বলি

পাশাপাশি জাতির উদ্দেশে ভাষণে ইমরান ভারতের প্রশংসা করায় এদিন তার পালটা দেন নওয়াজ শরিফ কন্যা মারিয়াম নওয়াজ শরিফ ৷ তিনি প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ককে বলেন ভারতের প্রতি ইমরানের এতই ভালবাসা যখন তখন ভারতে চলে যাওয়া উচিৎ ওনার ৷

ইসলামাবাদ, 9 এপ্রিল : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সময় মতো শনিবার সকালে পাক সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটির প্রক্রিয়া শুরু করেন স্পিকার আসাদ কাইজার ৷ যদিও অধিবেশন শুরুর কিছু পরেই বেলা 12টা 30মিনিট প্রাথমিকভাবে তা মুলতুবি হয়ে যায় ৷ বিরতির পর অধিবেশন চালু হলে সিদ্ধান্ত গৃহীত হয় যে সন্ধেয় ইমরানের বিরুদ্ধে পুনরায় অনাস্থা ভোটাভুটির প্রস্তাব আনা হবে ৷ দ্রুত অনাস্থা ভোট নিষ্পত্তি করতে চেয়ে বিরোধীরা সুর চড়াতে থাকে এবং তারা দাবি করে, সংসদে অনাস্থা ভোটাভুটি হলে ইমরানের জয় কোনওমতেই সম্ভব নয় ৷

ইমরান নিজেও হয়তো তাঁর ভবিষ্যৎ অনুমান করতে পেরে স্থানীয় সময় রাত 9টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন তাঁর বাসভবনে (Imran Khan Calls Emergency Cabinet Meeting Tonight at his residence) ৷ জানা গিয়েছে, সেখানে মন্ত্রিসভার সদস্যরা তাঁকে অনাস্থাভোটের মুখোমুখি হতে বলে ৷ একইসঙ্গে ইমরানকে ইস্তফা দিতে বারণ করেন তাঁর সহযোগীরা ৷ এরপরেই সংসদে পৌঁছে যান ইমরান ৷ সূত্রের খবর, মধ্যরাতেই অনাস্থাভোটে নির্ধারিত হবে তাঁর ভাগ্য ৷

  • Chief Justice of Pakistan has decided to open the Supreme Court's doors at 12am, as the National Assembly Speaker Asad Qaiser is yet to allow voting on the no-confidence motion against Prime Minister Imran Khan, reports Pakistan's Geo News quoting sources

    — ANI (@ANI) April 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে শনিবার দুপুরেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনার আর্জি জানায় তেহরিক-ই-ইনসাফ ৷ কিন্তু সংসদে অনাস্থা ভোটাভুটির মধ্যেই কী কারণে বৈঠক ডাকলেন তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান, ক্রমেই বাড়ছে জল্পনা ৷ পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, অনাস্থা ভোট পিছোচ্ছে ৷ অর্থাৎ শনিবার নয়, ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে অন্য কোনওদিন ৷ রাত সাড়ে 9টা পর্যন্ত ফের মুলতুবি হয়েছে সংসদের অধিবেশনও ৷ সেই কারণেই কী বাসভবনে জরুরি বৈঠক ইমরানের ? গল্পে মোচড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনওভাবেই ৷

সূত্রের খবর, ইমরানের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ৷ আস্থা ভোটে জয়ের কোনও সম্ভাবনা না-থাকায় ইমরান ও তাঁর সহযোগীরা পরবর্তী পদক্ষেপ স্থির করবেন এই বৈঠকে ৷ এদিকে এদিন সংসদে ইমরানের অনুপস্থিতির কারণে তাঁকে বেনজির আক্রমণ করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ৷ ইমরানকে স্পোর্টসম্যান স্পিরিট দেখানোর আর্জি জানিয়ে বিলওয়াল জানান, ইমরানই প্রথম অধিনায়ক যিনি হারের ভয়ে উইকেট তুলে নিয়ে মাঠ ছেড়ে পালাচ্ছেন ৷

আরও পড়ুন : শুরু হয়নি ইমরান-সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি, আপাতত মুলতুবি ন্যাশনাল অ্যাসেম্বলি

পাশাপাশি জাতির উদ্দেশে ভাষণে ইমরান ভারতের প্রশংসা করায় এদিন তার পালটা দেন নওয়াজ শরিফ কন্যা মারিয়াম নওয়াজ শরিফ ৷ তিনি প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ককে বলেন ভারতের প্রতি ইমরানের এতই ভালবাসা যখন তখন ভারতে চলে যাওয়া উচিৎ ওনার ৷

Last Updated : Apr 9, 2022, 11:09 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.