ETV Bharat / international

Pakistan blocks Wikipedia: 'হ্যাঁ, উইকিপিডিয়াকে ব্লক করা হয়েছে !' জানালেন পাক আধিকারিক - পাকিস্তান

পাকিস্তানে 'ব্লক' হয়ে গেল উইকিপিডিয়া (Pakistan blocks Wikipedia) ! কী কারণে পড়ল এই কোপ ?

Pakistan blocks Wikipedia due to some Offensive and Blasphemous Material
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 4, 2023, 3:17 PM IST

ইসলামাবাদ, 4 ফেব্রুয়ারি: পাক সরকারের কোপে পড়ল উইকিপিডিয়া ! পাকিস্তানে 'ব্লক' করে দেওয়া হল উইকিপিডিয়ার পরিষেবা (Pakistan blocks Wikipedia) ৷ সূত্রের দাবি, উইকিপিডিয়ায় এমন কিছু তথ্য রয়েছে, যাকে আক্রমণাত্মক ও নিন্দনীয় (Offensive and Blasphemous Material) বলে চিহ্নিত করেছে ইসলামাবাদ ৷ এর ভিত্তিতে উইকিপিডিয়াকে নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে ওই সমস্ত তথ্য সরিয়ে ফেলতে হবে ৷ কিন্তু, উইকিপিডিয়া কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি ৷ আর তার জেরেই কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পাক সরকার ৷ শনিবার সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে এসেছে ৷

তবে, একেবারে হঠাৎ করে এই পদক্ষেপ করেনি পাকিস্তান ৷ এর আগে পাকিস্তান টেলিকম অথরিটি (Pakistan Telecom Authority) বা পিটিএ (PTA)-র পক্ষ থেকে উইকিপিডিয়াকে সতর্ক করা হয়েছিল ৷ 48 ঘণ্টার জন্য সারা দেশে উইকিপিডিয়া স্থবির করে দেওয়া হয়েছিল ৷ সেই সময় পাক সরকারের পক্ষ থেকে বলা হয়, এরপরও যদি উইকিপিডিয়া থেকে তাদের আপত্তি জানানো তথ্যগুলি না সরানো হয়, তাহলে চরম পদক্ষেপ করা হবে ৷ কিন্তু, সেই হুঁশিয়ারিতেও কোনও কাজ হয়নি ৷ তাই শেষমেশ উইকিপিডিয়াকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় পাক সরকার ৷

আরও পড়ুন: 1999 এর পর ডলারের সাপেক্ষে সর্বোচ্চ পতন পাকিস্তানি মুদ্রার

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিষয়ে খবর নিতে শুক্রবার গভীর রাতে পিটিএর এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ জবাবে ওই আধিকারিক বলেন, "হ্যাঁ ৷ উইকিপিডিয়াকে ব্লক করে দেওয়া হয়েছে ৷" পিটিএ সূত্রেই সংবাদমাধ্যম জানতে পেরেছে, এর আগে সংশ্লিষ্ট হাইকোর্টের নির্দেশ মেনে 48 ঘণ্টার জন্য উইকিপিডিয়ার পরিষেবা স্থবির এবং অত্যন্ত ধীর করে দেওয়া হয়েছিল ৷ অর্থাৎ, সরকারি সূত্রে এই খবরের সত্যতা ইতিমধ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে বলে দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যম ৷

প্রসঙ্গত, উইকিপিডিয়া চলে উইকিমিডিয়া ফাউন্ডেশনের (Wikimedia Foundation) মাধ্যমে ৷ যা আদতে একটি অলাভজনক বেসরকারি সংস্থা ৷ সারা বিশ্বের অসংখ্য স্বেচ্ছাসেবক এই সংস্থার অধীনে উইকিপিডিয়ায় তথ্য সরবরাহ, তথ্য সংযোজন এবং প্রয়োজনে তা সংশোধন করেন ৷ বর্তমান দুনিয়ায় উইকিপিডিয়া আদতে একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া ৷ অনেক সময় উইকিপিডিয়ার পেশ করা তথ্যাবলী নিয়ে প্রশ্ন উঠলেও এই ব্যবস্থাপনা যে অত্যন্ত যুগোপযোগী এবং সাহায্যকারী, তা সকলেই একবাক্যে স্বীকার করেন ৷

ইসলামাবাদ, 4 ফেব্রুয়ারি: পাক সরকারের কোপে পড়ল উইকিপিডিয়া ! পাকিস্তানে 'ব্লক' করে দেওয়া হল উইকিপিডিয়ার পরিষেবা (Pakistan blocks Wikipedia) ৷ সূত্রের দাবি, উইকিপিডিয়ায় এমন কিছু তথ্য রয়েছে, যাকে আক্রমণাত্মক ও নিন্দনীয় (Offensive and Blasphemous Material) বলে চিহ্নিত করেছে ইসলামাবাদ ৷ এর ভিত্তিতে উইকিপিডিয়াকে নির্দেশ দেওয়া হয়, অবিলম্বে ওই সমস্ত তথ্য সরিয়ে ফেলতে হবে ৷ কিন্তু, উইকিপিডিয়া কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি ৷ আর তার জেরেই কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পাক সরকার ৷ শনিবার সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে এসেছে ৷

তবে, একেবারে হঠাৎ করে এই পদক্ষেপ করেনি পাকিস্তান ৷ এর আগে পাকিস্তান টেলিকম অথরিটি (Pakistan Telecom Authority) বা পিটিএ (PTA)-র পক্ষ থেকে উইকিপিডিয়াকে সতর্ক করা হয়েছিল ৷ 48 ঘণ্টার জন্য সারা দেশে উইকিপিডিয়া স্থবির করে দেওয়া হয়েছিল ৷ সেই সময় পাক সরকারের পক্ষ থেকে বলা হয়, এরপরও যদি উইকিপিডিয়া থেকে তাদের আপত্তি জানানো তথ্যগুলি না সরানো হয়, তাহলে চরম পদক্ষেপ করা হবে ৷ কিন্তু, সেই হুঁশিয়ারিতেও কোনও কাজ হয়নি ৷ তাই শেষমেশ উইকিপিডিয়াকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় পাক সরকার ৷

আরও পড়ুন: 1999 এর পর ডলারের সাপেক্ষে সর্বোচ্চ পতন পাকিস্তানি মুদ্রার

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বিষয়ে খবর নিতে শুক্রবার গভীর রাতে পিটিএর এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ জবাবে ওই আধিকারিক বলেন, "হ্যাঁ ৷ উইকিপিডিয়াকে ব্লক করে দেওয়া হয়েছে ৷" পিটিএ সূত্রেই সংবাদমাধ্যম জানতে পেরেছে, এর আগে সংশ্লিষ্ট হাইকোর্টের নির্দেশ মেনে 48 ঘণ্টার জন্য উইকিপিডিয়ার পরিষেবা স্থবির এবং অত্যন্ত ধীর করে দেওয়া হয়েছিল ৷ অর্থাৎ, সরকারি সূত্রে এই খবরের সত্যতা ইতিমধ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে বলে দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যম ৷

প্রসঙ্গত, উইকিপিডিয়া চলে উইকিমিডিয়া ফাউন্ডেশনের (Wikimedia Foundation) মাধ্যমে ৷ যা আদতে একটি অলাভজনক বেসরকারি সংস্থা ৷ সারা বিশ্বের অসংখ্য স্বেচ্ছাসেবক এই সংস্থার অধীনে উইকিপিডিয়ায় তথ্য সরবরাহ, তথ্য সংযোজন এবং প্রয়োজনে তা সংশোধন করেন ৷ বর্তমান দুনিয়ায় উইকিপিডিয়া আদতে একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া ৷ অনেক সময় উইকিপিডিয়ার পেশ করা তথ্যাবলী নিয়ে প্রশ্ন উঠলেও এই ব্যবস্থাপনা যে অত্যন্ত যুগোপযোগী এবং সাহায্যকারী, তা সকলেই একবাক্যে স্বীকার করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.