ETV Bharat / international

Imran Khan on Pakistan polls: ইমরানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিরোধীরা, 90 দিনের মধ্যে ভোট পাকিস্তানে ! - ইমরান খানের খবর

ইমরান খানের (Imran Khan advises President to dissolve assemblies) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা (Imran Khan on Pakistan polls) ৷ এদিকে, পাক প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, 90 দিনের মধ্যে ভোট হবে পাকিস্তানে (Imran Khan calls for fresh polls)৷

Pak PM Imran Khan advises President to dissolve assemblies; calls for fresh polls
ইমরানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিরোধীরা, 90 দিনের মধ্যে ভোট পাকিস্তানে !
author img

By

Published : Apr 3, 2022, 4:21 PM IST

ইসলামাবাদ, 3 এপ্রিল: ম্যাচ চলে গিয়েছিল হাতের বাইরে ৷ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল প্রতিপক্ষ ৷ শেষ বলের ইনসুইংয়ে পাশা পাল্টে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেওয়ায় নিশ্চিত হার থেকে সাময়িক রক্ষা পেলেন পাক প্রধানমন্ত্রী ৷ তবে আরও চমক তখনও বাকি ছিল ৷ কিছু সময় পরেই তিনি জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণে জানিয়ে দিলেন, ন্যাশনাল অ্যাসেম্বলি, মন্ত্রিসভা ভেঙে দেওয়া হচ্ছে ৷ আগামী 90 দিনের মধ্যে পাকিস্তানে হবে নির্বাচন (Imran Khan calls for fresh polls)৷

অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ইমরান বলেন, "বিদেশি ষড়যন্ত্রে সরকার বদলের চেষ্টাকে খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার ৷ নতুন নির্বাচনের জন্য দেশ তৈরি হোক ৷" অনাস্থা প্রস্তাব আনাটা একেবারেই বিদেশি এজেন্ডা ছিল বলে অভিযোগ ইমরানের ৷ তিনি জানান, ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার পরামর্শ তিনিই দিয়েছেন রাষ্ট্রপতি আলভিকে ৷ 69 বছরের ক্রিকেটার-রাজনীতিকের কথায়, "নির্বাচনের জন্য প্রস্তুত হোন ৷ এই দেশের ভবিষ্যৎ কী হবে, তা কখনওই কোনও দুর্নীতিবাজ শক্তি নির্ণয় করতে পারে না ৷ পরবর্তী নির্বাচন ও কেয়ারটেকার সরকার তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: Pakistan PM Imran Khan : 'আম্পায়ার'-এর সিদ্ধান্তে নট আউট ইমরান, ভোটাভুটির আগেই সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ

ইমরান (Imran Khan advises President to dissolve assemblies) এই ঘোষণা করার কয়েক মিনিটের মধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফারুক হাবিব জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি আলভি ৷ 90 দিনের মধ্যে নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন ৷ এখনও পর্যন্ত পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ তাঁর পদে থাকতে পারেননি ৷ ফারুক হাবিব জানিয়েছেন, পাক মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে ৷ তবে ইমরান নিজের দায়িত্বেই থাকবেন ৷

ডেপুটি স্পিকার যে ভাবে আজ অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন, তাকে সংবিধানবিরোধী বলে তোপ দেগেছে বিরোধীরা ৷ পাক সংসদে বিরোধী দলনেতা শেহবাজ শরিফ বলেছেন, "ডেপুটি স্পিকারের নির্দেশ ও প্রধানমন্ত্রীর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ জানাব ও সুপ্রিম কোর্টে যাব ৷" পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টো টুইটে ভিডিয়ো বার্তা দিয়ে বলেছেন, "ইমরান খান বেআইনি কাজ করেছে ৷ আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন ৷ পাকিস্তানের সংবিধান সুরক্ষায় ও বাস্তবায়নে সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে বলছি ৷"

আরও পড়ুন : Imran Khan : 'ক্যাপ্টেনের ঝুলিতে একাধিক পরিকল্পনা থাকে', অনাস্থা ভোটের চ্যালেঞ্জের সামনে আত্মবিশ্বাসী ইমরান

প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন পাক সুপ্রিম কোর্ট বারের সভাপতি আহসান ভুন ৷

ইসলামাবাদ, 3 এপ্রিল: ম্যাচ চলে গিয়েছিল হাতের বাইরে ৷ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল প্রতিপক্ষ ৷ শেষ বলের ইনসুইংয়ে পাশা পাল্টে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেওয়ায় নিশ্চিত হার থেকে সাময়িক রক্ষা পেলেন পাক প্রধানমন্ত্রী ৷ তবে আরও চমক তখনও বাকি ছিল ৷ কিছু সময় পরেই তিনি জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণে জানিয়ে দিলেন, ন্যাশনাল অ্যাসেম্বলি, মন্ত্রিসভা ভেঙে দেওয়া হচ্ছে ৷ আগামী 90 দিনের মধ্যে পাকিস্তানে হবে নির্বাচন (Imran Khan calls for fresh polls)৷

অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ইমরান বলেন, "বিদেশি ষড়যন্ত্রে সরকার বদলের চেষ্টাকে খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার ৷ নতুন নির্বাচনের জন্য দেশ তৈরি হোক ৷" অনাস্থা প্রস্তাব আনাটা একেবারেই বিদেশি এজেন্ডা ছিল বলে অভিযোগ ইমরানের ৷ তিনি জানান, ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার পরামর্শ তিনিই দিয়েছেন রাষ্ট্রপতি আলভিকে ৷ 69 বছরের ক্রিকেটার-রাজনীতিকের কথায়, "নির্বাচনের জন্য প্রস্তুত হোন ৷ এই দেশের ভবিষ্যৎ কী হবে, তা কখনওই কোনও দুর্নীতিবাজ শক্তি নির্ণয় করতে পারে না ৷ পরবর্তী নির্বাচন ও কেয়ারটেকার সরকার তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন: Pakistan PM Imran Khan : 'আম্পায়ার'-এর সিদ্ধান্তে নট আউট ইমরান, ভোটাভুটির আগেই সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ

ইমরান (Imran Khan advises President to dissolve assemblies) এই ঘোষণা করার কয়েক মিনিটের মধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফারুক হাবিব জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি আলভি ৷ 90 দিনের মধ্যে নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন ৷ এখনও পর্যন্ত পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ তাঁর পদে থাকতে পারেননি ৷ ফারুক হাবিব জানিয়েছেন, পাক মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে ৷ তবে ইমরান নিজের দায়িত্বেই থাকবেন ৷

ডেপুটি স্পিকার যে ভাবে আজ অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন, তাকে সংবিধানবিরোধী বলে তোপ দেগেছে বিরোধীরা ৷ পাক সংসদে বিরোধী দলনেতা শেহবাজ শরিফ বলেছেন, "ডেপুটি স্পিকারের নির্দেশ ও প্রধানমন্ত্রীর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ জানাব ও সুপ্রিম কোর্টে যাব ৷" পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টো টুইটে ভিডিয়ো বার্তা দিয়ে বলেছেন, "ইমরান খান বেআইনি কাজ করেছে ৷ আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন ৷ পাকিস্তানের সংবিধান সুরক্ষায় ও বাস্তবায়নে সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে বলছি ৷"

আরও পড়ুন : Imran Khan : 'ক্যাপ্টেনের ঝুলিতে একাধিক পরিকল্পনা থাকে', অনাস্থা ভোটের চ্যালেঞ্জের সামনে আত্মবিশ্বাসী ইমরান

প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন পাক সুপ্রিম কোর্ট বারের সভাপতি আহসান ভুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.