ETV Bharat / international

Pak NSA adjourned : অনাস্থা ভোটে বিতর্কের আগেই পাকিস্তানের সংসদে মুলতবি অধিবেশন - Pak NSA adjourned

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে ৷ বৃহস্পতিবার এই নিয়ে আলোচনার আগেই অধিবেশন মুলতবি হয়ে যায় পাকিস্তানের ন্যাশনাল অ্যাসম্বলি (Pakistan National Security Assembly session adjourned) ৷ আগামী রবিবার আবার অধিবেশন বসবে ৷

Pak NSA adjournment News
অনাস্থা ভোটে বিতর্কের আগেই পাকিস্তানের সংসদে মুলতবি অধিবেশন
author img

By

Published : Mar 31, 2022, 9:24 PM IST

ইসলামাবাদ, 31 মার্চ : রবিবার পর্যন্ত মুলতবি হয়ে গেল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন (Pakistan National Security Assembly session adjourned) ৷ বৃহস্পতিবার অধিবেশনে বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট করানোর দাবি তোলে ৷ এই নিয়ে হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি হয়ে যায় ৷

প্রসঙ্গত, আগামিকাল থেকে সোমবারের মধ্যে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ৷ কিন্তু সেই ভোট আজই করানোর দাবিতে সরব হয় বিরোধীরা (Pak NSA adjourned after Opposition leaders demand immediate no confidence motion) ৷ কারণ, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষে ইমরান সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে ৷ তাই বিরোধীরা দ্রুত অনাস্থা ভোট করিয়ে ইমরানের সরকারকে ক্ষমতাচ্যূত করতে তৎপর হয়েছে ৷

কিন্তু পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার তা মানতে চাননি ৷ তিনি এদিনের অ্যাজেন্ডায় থাকা বিষয়গুলি নিয়েই আলোচনা করার উপর জোর দিয়েছিলেন তিনি ৷ সেই নিয়ে গোলমাল হয় ৷ তার জেরেই রবিবার সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে যায় ৷

2018 সালে পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ ৷ আগামী বছর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ৷ কিন্তু তার আগেই সম্ভবত তাঁকে গদিচ্যূত হতে হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, পাকিস্তানে এখনও পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীই পুরো মেয়াদ সরকার চালাতে পারেননি ৷

আরও পড়ুন : Imran Khan Loses Majority : সংখ্যাগরিষ্ঠতা হারাল ইমরানের দল, পাক প্রধানমন্ত্রীর গদি টলমল

ইসলামাবাদ, 31 মার্চ : রবিবার পর্যন্ত মুলতবি হয়ে গেল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন (Pakistan National Security Assembly session adjourned) ৷ বৃহস্পতিবার অধিবেশনে বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট করানোর দাবি তোলে ৷ এই নিয়ে হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি হয়ে যায় ৷

প্রসঙ্গত, আগামিকাল থেকে সোমবারের মধ্যে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ৷ কিন্তু সেই ভোট আজই করানোর দাবিতে সরব হয় বিরোধীরা (Pak NSA adjourned after Opposition leaders demand immediate no confidence motion) ৷ কারণ, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষে ইমরান সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে ৷ তাই বিরোধীরা দ্রুত অনাস্থা ভোট করিয়ে ইমরানের সরকারকে ক্ষমতাচ্যূত করতে তৎপর হয়েছে ৷

কিন্তু পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার তা মানতে চাননি ৷ তিনি এদিনের অ্যাজেন্ডায় থাকা বিষয়গুলি নিয়েই আলোচনা করার উপর জোর দিয়েছিলেন তিনি ৷ সেই নিয়ে গোলমাল হয় ৷ তার জেরেই রবিবার সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে যায় ৷

2018 সালে পাকিস্তানের ক্ষমতায় আসে ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ ৷ আগামী বছর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ৷ কিন্তু তার আগেই সম্ভবত তাঁকে গদিচ্যূত হতে হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, পাকিস্তানে এখনও পর্যন্ত কোনও প্রধানমন্ত্রীই পুরো মেয়াদ সরকার চালাতে পারেননি ৷

আরও পড়ুন : Imran Khan Loses Majority : সংখ্যাগরিষ্ঠতা হারাল ইমরানের দল, পাক প্রধানমন্ত্রীর গদি টলমল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.