ETV Bharat / international

Dominique Lapierre Passes Away: সিটি অফ জয়ের লেখক পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান - সিটি অফ জয়

সিটি অফ জয়ের লেখক ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান (Dominique Lapierre Passes Away)৷ পদ্মভূষণপ্রাপ্ত এই ফরাসি লেখকের বয়স হয়েছিল 91 বছর (Padma Bhushan awardee Dominique Lapierre)৷

Padma Bhushan awardee Dominique Lapierre passes away at 91
সিটি অফ জয়ের লেখক পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান
author img

By

Published : Dec 5, 2022, 5:44 PM IST

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: প্রয়াত হলেন বিখ্যাত ফরাসি লেখক ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre Passes Away)। ভারতের প্রতি অনুরাগী পদ্মভূষণপ্রাপ্ত এই লেখকের মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর । রবিবার ফরাসি সংবাদপত্র ভার-মাটিনকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লেখকের স্ত্রী ডমিনিক কনচন-ল্যাপিয়ের । জানা গিয়েছে, বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয়েছে সিটি অফ জয়ের লেখকের (Padma Bhushan awardee Dominique Lapierre)৷

1931 সালের 30 জুলাই চ্যাটেইলেলনে জন্মগ্রহণ করেন ডমিনিক ল্যাপিয়ের ৷ ভারতের উপর বেশ কয়েকটি বই লিখেছেন তিনি ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 'ফ্রিডম অ্যাট মিডনাইট' (Freedom at Midnight) এবং 'সিটি অফ জয়' (City of Joy)৷ এই বইগুলির লক্ষাধিক কপি বিক্রি হয়েছে । 2008 সালে দেশের তৃতীয় বৃহত্তম নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয় এই ফরাসি লেখককে ৷

ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি লিখেছিলেন 'ফ্রিডম অ্যাট মিডনাইট'৷ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় হিসেবে বার্মার লর্ড মাউন্টব্যাটেনের নিয়োগ থেকে শুরু করে এবং মহাত্মা গান্ধির হত্যা ও শেষকৃত্য পর্যন্ত ছবির মতো তুলে ধরেন তাঁর এই বইতে ৷

1985 সালের ল্যাপিয়েরের বই 'সিটি অফ জয়' কলকাতার একজন রিকশাচালকের সংগ্রামের ছবি ফুটিয়ে তোলে । দ্য সিটি অফ জয় কলকাতার পিলখানা বস্তির অচেনা নায়কদের গল্পের বর্ণনা দিয়েছে । এই গল্প নিয়েই 1992 সালে প্যাট্রিক সোয়েজ অভিনীত একটি চলচ্চিত্র তৈরি করা হয় ৷ 'সিটি অফ জয়' থেকে রয়্যালটি বাবদ প্রাপ্ত প্রচুর অর্থ ভারতের নানা দাতব্য প্রকল্পের জন্য দান করেন লেখক । ল্যাপিয়ের এই বই থেকে পাওয়া রাজস্বের অর্ধেকই মহানগরীর নানা মানবিক প্রকল্পে দান করেছেন ৷ যার মধ্যে রয়েছে কুষ্ঠরোগ এবং পোলিয়ো শিশুদের আশ্রয় কেন্দ্র, ডিসপেনসারি, স্কুল, পুনর্বাসন কর্মশালা, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যকর কার্যক্রম ইত্যাদি ছিল । এই অর্থ দানের সুবিধের জন্য তিনি অ্যাকশন এইড ফর ক্যালকাটা লেপের্স চিল্ড্রেন প্রতিষ্ঠা করেন ৷

আরও পড়ুন: বিশ্ব মাটি দিবস আজ

ল্যাপিয়ের এবং ল্যারি কলিন্স একসঙ্গে আরও বেশকিছু বই লিখেছেন ৷ 2005 সালে লেখেন শেষ বইটি, 'ইজ নিউ ইয়র্ক বার্নি?' এ ছাড়াও এই দুই কিংবদন্তি লেখক মিলে লিখেছেন 'ও জেরুজালেম' (1972), 'অর আই উইল ড্রেস ইউ ইন মোরনিং' (1968), 'ফ্রিডম অ্যাট মিডনাইট' (1975) ও 'দ্য ফিফথ হর্সম্যান' (1980)৷

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: প্রয়াত হলেন বিখ্যাত ফরাসি লেখক ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre Passes Away)। ভারতের প্রতি অনুরাগী পদ্মভূষণপ্রাপ্ত এই লেখকের মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর । রবিবার ফরাসি সংবাদপত্র ভার-মাটিনকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লেখকের স্ত্রী ডমিনিক কনচন-ল্যাপিয়ের । জানা গিয়েছে, বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয়েছে সিটি অফ জয়ের লেখকের (Padma Bhushan awardee Dominique Lapierre)৷

1931 সালের 30 জুলাই চ্যাটেইলেলনে জন্মগ্রহণ করেন ডমিনিক ল্যাপিয়ের ৷ ভারতের উপর বেশ কয়েকটি বই লিখেছেন তিনি ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 'ফ্রিডম অ্যাট মিডনাইট' (Freedom at Midnight) এবং 'সিটি অফ জয়' (City of Joy)৷ এই বইগুলির লক্ষাধিক কপি বিক্রি হয়েছে । 2008 সালে দেশের তৃতীয় বৃহত্তম নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয় এই ফরাসি লেখককে ৷

ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি লিখেছিলেন 'ফ্রিডম অ্যাট মিডনাইট'৷ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় হিসেবে বার্মার লর্ড মাউন্টব্যাটেনের নিয়োগ থেকে শুরু করে এবং মহাত্মা গান্ধির হত্যা ও শেষকৃত্য পর্যন্ত ছবির মতো তুলে ধরেন তাঁর এই বইতে ৷

1985 সালের ল্যাপিয়েরের বই 'সিটি অফ জয়' কলকাতার একজন রিকশাচালকের সংগ্রামের ছবি ফুটিয়ে তোলে । দ্য সিটি অফ জয় কলকাতার পিলখানা বস্তির অচেনা নায়কদের গল্পের বর্ণনা দিয়েছে । এই গল্প নিয়েই 1992 সালে প্যাট্রিক সোয়েজ অভিনীত একটি চলচ্চিত্র তৈরি করা হয় ৷ 'সিটি অফ জয়' থেকে রয়্যালটি বাবদ প্রাপ্ত প্রচুর অর্থ ভারতের নানা দাতব্য প্রকল্পের জন্য দান করেন লেখক । ল্যাপিয়ের এই বই থেকে পাওয়া রাজস্বের অর্ধেকই মহানগরীর নানা মানবিক প্রকল্পে দান করেছেন ৷ যার মধ্যে রয়েছে কুষ্ঠরোগ এবং পোলিয়ো শিশুদের আশ্রয় কেন্দ্র, ডিসপেনসারি, স্কুল, পুনর্বাসন কর্মশালা, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যকর কার্যক্রম ইত্যাদি ছিল । এই অর্থ দানের সুবিধের জন্য তিনি অ্যাকশন এইড ফর ক্যালকাটা লেপের্স চিল্ড্রেন প্রতিষ্ঠা করেন ৷

আরও পড়ুন: বিশ্ব মাটি দিবস আজ

ল্যাপিয়ের এবং ল্যারি কলিন্স একসঙ্গে আরও বেশকিছু বই লিখেছেন ৷ 2005 সালে লেখেন শেষ বইটি, 'ইজ নিউ ইয়র্ক বার্নি?' এ ছাড়াও এই দুই কিংবদন্তি লেখক মিলে লিখেছেন 'ও জেরুজালেম' (1972), 'অর আই উইল ড্রেস ইউ ইন মোরনিং' (1968), 'ফ্রিডম অ্যাট মিডনাইট' (1975) ও 'দ্য ফিফথ হর্সম্যান' (1980)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.