ETV Bharat / international

Nobel Laureate Goes on Hunger Strike: ইরানের জেলে মিলছে না চিকিৎসা, নোবেলজয়ী নার্গিসের অনশন শুরু - হিজাব পরতে চাননি

ইরানে হিজাব-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নার্গিস মহম্মদি ৷ তিনি এখন কারাবন্দি এবং অসুস্থ ৷ জেল কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না ৷ কারণ তিনি হিজাব পরতে চাননি ৷ এর প্রতিবাদে অনশনে বসলেন নোবেলজয়ী নার্গিস ৷

ETV Bharat
ইরানের নোবেলজয়ী সমাজকর্মী নার্গিস মহম্মদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 8:34 AM IST

তেহরান, 7 নভেম্বর: অনশন শুরু করলেন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ইরানের সমাজকর্মী নার্গিস মহম্মদি ৷ ইরান সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁকে এবং বাকি সতীর্থদের চিকিৎসার সুবিধে দেওয়া হচ্ছে না ৷ তাই ইরান সরকারের উপর চাপ বাড়ালে এমন সিদ্ধান্ত নিয়েছেন হিজাব-বিরোধী আন্দোলনের নেত্রী নার্গিস ৷ একমাস আগে 7 অক্টোবরই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ৷

এর মধ্যে আরও এক সমাজকর্মী এবং আইনজীবী নাসরিন সৌতোদেহও চিকিৎসা পরিষেবা পাননি ৷ মেট্রো দুর্ঘটনায় মৃত এক তরুণীর শেষকৃত্য উপস্থিত থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইরানের পুলিশ ৷ মনে করা হচ্ছে, তরুণীর রহস্য মৃত্যুর নেপথ্যে হিজাব না-পরার কারণই দায়ী ৷

নার্গিস মহম্মাদির পরিবার তাঁর মুক্তির দাবিতে 'দ্য ফ্রি নার্গিস মহম্মদি ক্যাম্পেন' চালু করেছে ৷ এই প্রচার কমিটি সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে, নার্গিস এভিন প্রিজন থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে ৷ কয়েক ঘণ্টা আগেই অনশন শুরুর কথা জানিয়েছেন তিনি ৷

নার্গিসের হৃৎপিণ্ড এবং ফুসফুসের সমস্যা রয়েছে ৷ তাঁর আইনজীবী জেল কর্তৃপক্ষকে এই কথা জানিয়ে নার্গিসের স্থানান্তরের আবেদন করেছিলেন ৷ মহম্মাদির পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর তিনটি ধমনী ব্লক হয়ে গিয়েছে ৷ ফুসফুসের রক্তচাপজনিত সমস্যা রয়েছে ৷ নার্গিস অসুস্থ হয়ে পড়েছেন ৷ এই অসুস্থতার কথা জানালেও জেল কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চায়নি ৷ কারণ, মহম্মাদি হিজাব পরতে অস্বীকার করেছেন ৷

ওই বিবৃতি অনুযায়ী, "দু'টি বিষয়ে প্রতিবাদ করে আজ থেকে নার্গিস অনশন শুরু করল ৷ অসুস্থ কারাবন্দিদের চিকিৎসার বিষয়ে অবহেলা করছে ইসলামিক দেশ ইরান ৷ সময়ে প্রয়োজনীয় ওষুধ না-পাওয়ায় বন্দিদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে ৷ এমনকী প্রাণহানির আশঙ্কাও রয়েছে ৷ অর্থাৎ ইরানের মহিলাদের জন্য এই দেশের নীতি হয় মৃত্যু নতুবা বাধ্যতামূলক হিজাব পরিধান ৷" এখন নার্গিস শুধুমাত্র জল, চিনি আর নুন খাচ্ছেন ৷ নোবেলজয়ী সমাজকর্মীর কোনও ক্ষতি হলে তাঁর জন্য দায়ী থাকবে ইসলামিক প্রজাতান্ত্রিক দেশটি ৷ নার্গিস কোনও ওষুধ খাচ্ছেন না ৷

আরও পড়ুন: মহিলাদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই, নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস

তেহরান, 7 নভেম্বর: অনশন শুরু করলেন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ইরানের সমাজকর্মী নার্গিস মহম্মদি ৷ ইরান সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁকে এবং বাকি সতীর্থদের চিকিৎসার সুবিধে দেওয়া হচ্ছে না ৷ তাই ইরান সরকারের উপর চাপ বাড়ালে এমন সিদ্ধান্ত নিয়েছেন হিজাব-বিরোধী আন্দোলনের নেত্রী নার্গিস ৷ একমাস আগে 7 অক্টোবরই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ৷

এর মধ্যে আরও এক সমাজকর্মী এবং আইনজীবী নাসরিন সৌতোদেহও চিকিৎসা পরিষেবা পাননি ৷ মেট্রো দুর্ঘটনায় মৃত এক তরুণীর শেষকৃত্য উপস্থিত থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইরানের পুলিশ ৷ মনে করা হচ্ছে, তরুণীর রহস্য মৃত্যুর নেপথ্যে হিজাব না-পরার কারণই দায়ী ৷

নার্গিস মহম্মাদির পরিবার তাঁর মুক্তির দাবিতে 'দ্য ফ্রি নার্গিস মহম্মদি ক্যাম্পেন' চালু করেছে ৷ এই প্রচার কমিটি সোমবার একটি বিবৃতিতে জানিয়েছে, নার্গিস এভিন প্রিজন থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে ৷ কয়েক ঘণ্টা আগেই অনশন শুরুর কথা জানিয়েছেন তিনি ৷

নার্গিসের হৃৎপিণ্ড এবং ফুসফুসের সমস্যা রয়েছে ৷ তাঁর আইনজীবী জেল কর্তৃপক্ষকে এই কথা জানিয়ে নার্গিসের স্থানান্তরের আবেদন করেছিলেন ৷ মহম্মাদির পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর তিনটি ধমনী ব্লক হয়ে গিয়েছে ৷ ফুসফুসের রক্তচাপজনিত সমস্যা রয়েছে ৷ নার্গিস অসুস্থ হয়ে পড়েছেন ৷ এই অসুস্থতার কথা জানালেও জেল কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চায়নি ৷ কারণ, মহম্মাদি হিজাব পরতে অস্বীকার করেছেন ৷

ওই বিবৃতি অনুযায়ী, "দু'টি বিষয়ে প্রতিবাদ করে আজ থেকে নার্গিস অনশন শুরু করল ৷ অসুস্থ কারাবন্দিদের চিকিৎসার বিষয়ে অবহেলা করছে ইসলামিক দেশ ইরান ৷ সময়ে প্রয়োজনীয় ওষুধ না-পাওয়ায় বন্দিদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে ৷ এমনকী প্রাণহানির আশঙ্কাও রয়েছে ৷ অর্থাৎ ইরানের মহিলাদের জন্য এই দেশের নীতি হয় মৃত্যু নতুবা বাধ্যতামূলক হিজাব পরিধান ৷" এখন নার্গিস শুধুমাত্র জল, চিনি আর নুন খাচ্ছেন ৷ নোবেলজয়ী সমাজকর্মীর কোনও ক্ষতি হলে তাঁর জন্য দায়ী থাকবে ইসলামিক প্রজাতান্ত্রিক দেশটি ৷ নার্গিস কোনও ওষুধ খাচ্ছেন না ৷

আরও পড়ুন: মহিলাদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই, নোবেল শান্তি পুরস্কার পেলেন কারাবন্দি নার্গিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.