ETV Bharat / international

Security Expert Tilak Devasher on Pakistan: ইমরানের গ্রেফতারির পর লাগাতার হিংসা, পাকিস্তানের ভবিষ্যৎ কী ?

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর পাকিস্তানে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তার জেরে উত্তাল গোটা দেশ ৷ সামরিক বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যুদ্ধ বেধেছে বললে বেশি বলা হয় না ৷ এ নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য তিলক দেভাশের একান্ত সাক্ষাৎকার দিলেন ৷ কী বললেন তিনি ?

author img

By

Published : May 11, 2023, 10:28 AM IST

Imran Khan
ইমরান খান
ইমরান খানের গ্রেফতারি এবং পাকিস্তানের পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিলেন তিলক দেভাশের

নয়াদিল্লি, 11 মে: গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইসলামাবাদ হাইকোর্টের বাইরে তাঁর গ্রেফতারির পর উত্তাল গোটা দেশ ৷ প্রতিবাদে সে দেশের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেছে সাধারণ মানুষ ৷ পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং অন্য় হিংসাত্মক ঘটনায় গ্রেফতার হয়েছেন একশোরও বেশি পাকিস্তানি নাগরিক ৷ এমনকী দেশের সেনা ছাউনিগুলিতেও পর্যন্ত হামলা চালিয়েছে আমজনতা ৷ এই রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকার দিলেন তিলক দেভাশের ৷ তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য এবং একজন নিরাপত্তা বিশেষজ্ঞ ৷ পাশাপাশি পাকিস্তান সংক্রান্ত তিনটি বহু চর্চিত বইও তাঁর লেখা।

ইমরান খানের গ্রেফতারিকে তিলক দেভাশের পাক-রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেন ৷ তাঁর মতে, এই প্রথমবার সাধারণ মানুষ সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বেধেছে ৷ মানুষ সেনার ক্ষমতাকে ভয় না-পেয়ে তাদের উপর হামলা চালিয়েছে ৷ সহ-কম্যান্ডারের বাড়ি, জেনারেলের সদর দফতরে চড়াও হয়েছে ৷ সেখান লুঠপাট চালানোর পর আগুন ধরিয়ে দিয়েছে ৷ সরকারি প্রতিষ্ঠানগুলিও রোষ থেকে বাদ যায়নি ৷

জনগণ হয়ত আগে থেকে বুঝতে পেরেছিল গ্রেফতারির মতে একটা কিছু হতে চলেছে ৷ সেটাই হয়েছে ৷ তারপরই কার্যত আমজনতার তাণ্ডবলীলা শুরু হয়েছে দেশজুড়ে ৷ তিনি বলেন, "আমার মনে হয়, এরকম আগে কখনও হয়নি ৷" দেভাশেরের মতে সেনাবাহিনী এবং কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারছে ততক্ষণ পাকিস্তানে এমনই অস্থিরতা থাকবে ৷ সেটা কয়েক দিনে শেষ হতে পারে । আবার বেশ কয়েক সপ্তাহ ধরেও চলতে পারে ৷ পরিস্থিতি কবে শান্ত হবে তা এখনই বলা সম্ভব নয়।

9 মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান একাধিক মামলায় জামিনের আবেদন করতে গিয়েছিলেন ৷ সেখানে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত 14 দিনের হেফাজতে রয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে তোষাখানা মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে ৷ এমতাবস্থায় তাঁর ভবিষ্যৎ কী ? এ নিয়ে দেশে নানা কথা রটছে ৷ কিন্তু এই বিষয়গুলি মানুষের কাছে পরিষ্কার হলে তবেই আমজনতা শান্ত হবে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ ৷

আরও পড়ুন: ইমরানের গ্রেফতারির পর অশান্ত পাকিস্তান, সেনার সদর দফতর জ্বালিয়ে দিল পিটিআই সমর্থকরা

পাকিস্তানের এই অগ্নিগর্ভ পাকিস্তান একদিনের নয় ৷ দেশের জনপ্রিয় ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান গত বছর পদ হারিয়েছেন ৷ তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে ৷ এ প্রসঙ্গে তিলক দেভাশের বলেন, "গত বছর ইমরান খানকে গণতান্ত্রিক পদ্ধতিতে অনাস্থা ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব থেকে সরানো হয় ৷ কিন্তু তিনি এটা মেনে নিতে পারেননি ৷ তাঁর নিজের সম্বন্ধে একটা ধারণা ছিল যে, তাঁকে কখনও পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব থেকে হঠানো যাবে না ৷ তাই একে ষড়যন্ত্র বলে দাবি করে এসেছেন ইমরান খান ৷ প্রথমে তিনি একে আমেরিকার চক্রান্ত বলে দাবি করেন ৷ তিনি জানান, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অ্য়াসিস্ট্যান্ট সেক্রেটারি হুমকি দিয়েছেন ইমরান খানকে গদিচ্যুত না-করলে আমেরিকা-পাকিস্তান সম্পর্কের অবনতি হবে ৷"

রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রাক্তন বিশেষজ্ঞ দেভাশেরে আমেরিকার হুমকির কথা উড়িয়ে দেন ৷ কারণ পাঁচ-ছ'মাস কাটতে না কাটতেই ইমরান খান অবস্থান সম্পূর্ণ বদল করে জানান তাঁর প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর নেপথ্যে কোনও মার্কিন চক্রান্ত নেই ৷ এখানেই প্রশ্ন তাহলে এখন প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে নিয়ে জনতার উত্তেজনা কেন ? এ নিয়ে তিলকের ব্যাখ্যা, "প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে ইমরানকে ক্ষমতা থেকে সরাতেই হত ৷ পাকিস্তানবাসীর মনের গভীরে একটা আমেরিকা-বিরোধী মানসিকতা রয়েছে ৷ এই সুযোগে ইমরান খান দেশের মানুষের মধ্যে এই ষড়যন্ত্রের তথ্যকে প্রতিষ্ঠিত করতে চান ৷ কৌশলে আমেরিকার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিলেন ৷ আর এটা পাক জনতা গ্রহণ করল । ইমরানও আরও বেশি জনপ্রিয় হয়ে উঠলেন ৷"

পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা ঠিক কীরকম ? এ নিয়ে তিলক দেভাশের বলেন, "ইমরান খান এমন একজন নেতা যিনি মিথ্যে বললেও মানুষ তা সত্যি বলে মনে করে ৷ তাঁর বিশাল সংখ্যক অনুগামী আছেন ৷ হাইকোর্টে যাওয়ার সময় তাঁর সঙ্গেও বহু মানুষ ছিলেন ৷ সকাল 11টায় আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি সন্ধ্যা 6টায় পৌঁছেছেন ৷ বিচারপতিরা তাঁর জন্য অপেক্ষা করে ছিলেন ৷ আর এই অনুগামীদের সংখ্যাটা এতটাই যে তার প্রভাবে ইমরান খান নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন ৷ নিজেকে কালজয়ী ভাবেন ৷"

দেভাশেরের মতে, তোষাখানা মামলায় আর্থিক প্রতারণা এবং আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই প্রধানকে গ্রেফতার করা হয়েছে ৷ হতে পারে যে তিনি আগামী নির্বাচনগুলি লড়তে পারবেন না ৷ নওয়াজ শরিফের ক্ষেত্রেও ঠিক এরকম হয়েছিল ৷ সাজা পাওয়ার পর তিনি পাকিস্তানের নির্বাচনে অংশ নিতে পারেননি ৷ ইমরানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠতে পারে ৷ তবে এখন অপেক্ষা করার সময় ৷

ইমরান খানের ক্ষেত্রেও যদি নির্বাচনে লড়ায় নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে পরিস্থিতি বদলাবে ৷ তখন তিনি সক্রিয় রাজনীতিতে সরাসরি অংশ নিতে পারবেন না ৷ হয়তো পথপ্রদর্শকের ভূমিকা নিতে পারেন ৷ তারপর কত লোকই বা দিনের পর দিন ধরে তাঁর অনুগামী থাকবে ? তবে এই সব কিছুই দেশের বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে ৷ সাক্ষাৎকারে তিলক দেভাশের আরও জানালেন, প্রতিবেশী রাষ্ট্রটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে ৷ এর মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্কের জন্য কোনও রাজনৈতিক চিন্তাভাবনা করার সময় তাদের কাছে নেই ৷

আরও পড়ুন: কাশ্মীরের বিশেষ মর্যাদাই ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার অনুকূল পরিস্থিতি তৈরি করবে, মত বিলাওয়ালের

ভারত-পাকিস্তান সম্পর্ক

সম্প্রতি এসসিও সম্মেলনে শ্রীনগরে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল জারদারি ভুট্টো ৷ তাঁর এই ভারত-সফর নিয়ে তিলক দেভাশের বলেন, "তিনি ভারতে এসে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন । তাঁর মায়ের হত্যা নিয়ে কথা বলেছেন ৷ বিলওয়াল ভুট্টো জানিয়েছেন, কীভাবে পাকিস্তান নিজের স্বার্থেই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে থাকতে চায় ৷ তাঁর মাও জঙ্গি হামলার শিকার ৷ কিন্তু একই সঙ্গে তিনি ভারতকে হুমকি দিচ্ছেন। কিন্তু তাঁর মা সন্ত্রাসবাদী হামলায় মারা যাননি ৷ তখন তাঁরা পারভেজ মুশারফের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ৷ এখন বিলওয়াল বলছেন, তিনি মুশারফকে ক্ষমা করে দিয়েছেন ৷ আর তৃতীয় বিষয়, বিলওয়াল ভারতকে জানিয়েছেন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সব সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়ে এসেছে ৷ তিনি তো পিপিপির বিদেশমন্ত্রী নন, পাকিস্তানের বিদেশমন্ত্রী ৷ জয়শঙ্কর বিলওয়ালের প্রতিটি পয়েন্ট খুব পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন ৷"

আরও পড়ুন: ইমরান খানকে আটদিনের ন্যাবের হেফাজতের নির্দেশ, আদালতে জীবনহানির আশঙ্কা প্রকাশ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

ইমরান খানের গ্রেফতারি এবং পাকিস্তানের পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিলেন তিলক দেভাশের

নয়াদিল্লি, 11 মে: গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৷ ইসলামাবাদ হাইকোর্টের বাইরে তাঁর গ্রেফতারির পর উত্তাল গোটা দেশ ৷ প্রতিবাদে সে দেশের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেছে সাধারণ মানুষ ৷ পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং অন্য় হিংসাত্মক ঘটনায় গ্রেফতার হয়েছেন একশোরও বেশি পাকিস্তানি নাগরিক ৷ এমনকী দেশের সেনা ছাউনিগুলিতেও পর্যন্ত হামলা চালিয়েছে আমজনতা ৷ এই রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকার দিলেন তিলক দেভাশের ৷ তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য এবং একজন নিরাপত্তা বিশেষজ্ঞ ৷ পাশাপাশি পাকিস্তান সংক্রান্ত তিনটি বহু চর্চিত বইও তাঁর লেখা।

ইমরান খানের গ্রেফতারিকে তিলক দেভাশের পাক-রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় বলে উল্লেখ করেন ৷ তাঁর মতে, এই প্রথমবার সাধারণ মানুষ সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বেধেছে ৷ মানুষ সেনার ক্ষমতাকে ভয় না-পেয়ে তাদের উপর হামলা চালিয়েছে ৷ সহ-কম্যান্ডারের বাড়ি, জেনারেলের সদর দফতরে চড়াও হয়েছে ৷ সেখান লুঠপাট চালানোর পর আগুন ধরিয়ে দিয়েছে ৷ সরকারি প্রতিষ্ঠানগুলিও রোষ থেকে বাদ যায়নি ৷

জনগণ হয়ত আগে থেকে বুঝতে পেরেছিল গ্রেফতারির মতে একটা কিছু হতে চলেছে ৷ সেটাই হয়েছে ৷ তারপরই কার্যত আমজনতার তাণ্ডবলীলা শুরু হয়েছে দেশজুড়ে ৷ তিনি বলেন, "আমার মনে হয়, এরকম আগে কখনও হয়নি ৷" দেভাশেরের মতে সেনাবাহিনী এবং কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারছে ততক্ষণ পাকিস্তানে এমনই অস্থিরতা থাকবে ৷ সেটা কয়েক দিনে শেষ হতে পারে । আবার বেশ কয়েক সপ্তাহ ধরেও চলতে পারে ৷ পরিস্থিতি কবে শান্ত হবে তা এখনই বলা সম্ভব নয়।

9 মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান একাধিক মামলায় জামিনের আবেদন করতে গিয়েছিলেন ৷ সেখানে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত 14 দিনের হেফাজতে রয়েছেন তিনি ৷ তাঁর বিরুদ্ধে তোষাখানা মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে ৷ এমতাবস্থায় তাঁর ভবিষ্যৎ কী ? এ নিয়ে দেশে নানা কথা রটছে ৷ কিন্তু এই বিষয়গুলি মানুষের কাছে পরিষ্কার হলে তবেই আমজনতা শান্ত হবে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ ৷

আরও পড়ুন: ইমরানের গ্রেফতারির পর অশান্ত পাকিস্তান, সেনার সদর দফতর জ্বালিয়ে দিল পিটিআই সমর্থকরা

পাকিস্তানের এই অগ্নিগর্ভ পাকিস্তান একদিনের নয় ৷ দেশের জনপ্রিয় ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান গত বছর পদ হারিয়েছেন ৷ তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে ৷ এ প্রসঙ্গে তিলক দেভাশের বলেন, "গত বছর ইমরান খানকে গণতান্ত্রিক পদ্ধতিতে অনাস্থা ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব থেকে সরানো হয় ৷ কিন্তু তিনি এটা মেনে নিতে পারেননি ৷ তাঁর নিজের সম্বন্ধে একটা ধারণা ছিল যে, তাঁকে কখনও পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব থেকে হঠানো যাবে না ৷ তাই একে ষড়যন্ত্র বলে দাবি করে এসেছেন ইমরান খান ৷ প্রথমে তিনি একে আমেরিকার চক্রান্ত বলে দাবি করেন ৷ তিনি জানান, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অ্য়াসিস্ট্যান্ট সেক্রেটারি হুমকি দিয়েছেন ইমরান খানকে গদিচ্যুত না-করলে আমেরিকা-পাকিস্তান সম্পর্কের অবনতি হবে ৷"

রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রাক্তন বিশেষজ্ঞ দেভাশেরে আমেরিকার হুমকির কথা উড়িয়ে দেন ৷ কারণ পাঁচ-ছ'মাস কাটতে না কাটতেই ইমরান খান অবস্থান সম্পূর্ণ বদল করে জানান তাঁর প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর নেপথ্যে কোনও মার্কিন চক্রান্ত নেই ৷ এখানেই প্রশ্ন তাহলে এখন প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে নিয়ে জনতার উত্তেজনা কেন ? এ নিয়ে তিলকের ব্যাখ্যা, "প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে ইমরানকে ক্ষমতা থেকে সরাতেই হত ৷ পাকিস্তানবাসীর মনের গভীরে একটা আমেরিকা-বিরোধী মানসিকতা রয়েছে ৷ এই সুযোগে ইমরান খান দেশের মানুষের মধ্যে এই ষড়যন্ত্রের তথ্যকে প্রতিষ্ঠিত করতে চান ৷ কৌশলে আমেরিকার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিলেন ৷ আর এটা পাক জনতা গ্রহণ করল । ইমরানও আরও বেশি জনপ্রিয় হয়ে উঠলেন ৷"

পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা ঠিক কীরকম ? এ নিয়ে তিলক দেভাশের বলেন, "ইমরান খান এমন একজন নেতা যিনি মিথ্যে বললেও মানুষ তা সত্যি বলে মনে করে ৷ তাঁর বিশাল সংখ্যক অনুগামী আছেন ৷ হাইকোর্টে যাওয়ার সময় তাঁর সঙ্গেও বহু মানুষ ছিলেন ৷ সকাল 11টায় আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি সন্ধ্যা 6টায় পৌঁছেছেন ৷ বিচারপতিরা তাঁর জন্য অপেক্ষা করে ছিলেন ৷ আর এই অনুগামীদের সংখ্যাটা এতটাই যে তার প্রভাবে ইমরান খান নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন ৷ নিজেকে কালজয়ী ভাবেন ৷"

দেভাশেরের মতে, তোষাখানা মামলায় আর্থিক প্রতারণা এবং আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই প্রধানকে গ্রেফতার করা হয়েছে ৷ হতে পারে যে তিনি আগামী নির্বাচনগুলি লড়তে পারবেন না ৷ নওয়াজ শরিফের ক্ষেত্রেও ঠিক এরকম হয়েছিল ৷ সাজা পাওয়ার পর তিনি পাকিস্তানের নির্বাচনে অংশ নিতে পারেননি ৷ ইমরানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠতে পারে ৷ তবে এখন অপেক্ষা করার সময় ৷

ইমরান খানের ক্ষেত্রেও যদি নির্বাচনে লড়ায় নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে পরিস্থিতি বদলাবে ৷ তখন তিনি সক্রিয় রাজনীতিতে সরাসরি অংশ নিতে পারবেন না ৷ হয়তো পথপ্রদর্শকের ভূমিকা নিতে পারেন ৷ তারপর কত লোকই বা দিনের পর দিন ধরে তাঁর অনুগামী থাকবে ? তবে এই সব কিছুই দেশের বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে ৷ সাক্ষাৎকারে তিলক দেভাশের আরও জানালেন, প্রতিবেশী রাষ্ট্রটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে ৷ এর মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্কের জন্য কোনও রাজনৈতিক চিন্তাভাবনা করার সময় তাদের কাছে নেই ৷

আরও পড়ুন: কাশ্মীরের বিশেষ মর্যাদাই ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার অনুকূল পরিস্থিতি তৈরি করবে, মত বিলাওয়ালের

ভারত-পাকিস্তান সম্পর্ক

সম্প্রতি এসসিও সম্মেলনে শ্রীনগরে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল জারদারি ভুট্টো ৷ তাঁর এই ভারত-সফর নিয়ে তিলক দেভাশের বলেন, "তিনি ভারতে এসে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন । তাঁর মায়ের হত্যা নিয়ে কথা বলেছেন ৷ বিলওয়াল ভুট্টো জানিয়েছেন, কীভাবে পাকিস্তান নিজের স্বার্থেই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে থাকতে চায় ৷ তাঁর মাও জঙ্গি হামলার শিকার ৷ কিন্তু একই সঙ্গে তিনি ভারতকে হুমকি দিচ্ছেন। কিন্তু তাঁর মা সন্ত্রাসবাদী হামলায় মারা যাননি ৷ তখন তাঁরা পারভেজ মুশারফের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ৷ এখন বিলওয়াল বলছেন, তিনি মুশারফকে ক্ষমা করে দিয়েছেন ৷ আর তৃতীয় বিষয়, বিলওয়াল ভারতকে জানিয়েছেন, পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সব সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়ে এসেছে ৷ তিনি তো পিপিপির বিদেশমন্ত্রী নন, পাকিস্তানের বিদেশমন্ত্রী ৷ জয়শঙ্কর বিলওয়ালের প্রতিটি পয়েন্ট খুব পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন ৷"

আরও পড়ুন: ইমরান খানকে আটদিনের ন্যাবের হেফাজতের নির্দেশ, আদালতে জীবনহানির আশঙ্কা প্রকাশ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.