ETV Bharat / international

FM Meets US Treasury Secretary: মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠক নির্মলার, ঋণ সংকট নিয়ে কথা - মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বিশ্বব্যাপি ঋণ সংকট এবং বহুমুখী উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করা নিয়ে দু’পক্ষের আলোচনা হয়েছে ৷

FM Meets US Treasury Secretary ETV BHARAT
FM Meets US Treasury Secretary
author img

By

Published : Apr 12, 2023, 11:44 AM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল: মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং সৌদি আরবের অর্থমন্ত্রী মহম্মদ আলজাদানের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তাঁরা বিশ্বের ঋণ সংকট এবং বহুমুখী উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করা নিয়ে আলোচনা করেছেন ৷ এ নিয়ে টুইটও করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র লাগাতার পরিবেশ রক্ষা এবং উন্নয়নমূলক কাজে যুক্ত ব্যাংকগুলির শক্তি বাড়াতে একসঙ্গে কাজ করে চলেছে ৷

  • Taking the discussions ahead from their last meeting during the Economic Financial Dialogue #EFD, in India, in Nov. '22, the two leaders discussed strengthening the India-U.S. economic & financial partnership and increasing engagements at bilateral and multilateral forums. (2/4)

    — Ministry of Finance (@FinMinIndia) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন তাঁর টুইটারে লিখেছেন, "আজ মন্ত্রী নির্মলা সীতারমনকে ট্রেজারিতে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত ৷ আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং বহুমুখী উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যাংকগুলির বিকাশের মতো কাজকে অগ্রাধিকার দিচ্ছি ৷ পাশাপাশি, জি20-তে ভারতের সভাপতিত্ব নিয়েও আলোচনা হয়েছে ৷" 2022 সালের নভেম্বর ভারত সফরে এসেছিলেন জ্যানেট ইয়েলেন ৷ সেবার ইএফডি-র অর্থনৈতিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল ৷ এদিন সেই আলোচনাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যান ভারতের অর্থমন্ত্রী এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি ৷

  • It was a pleasure to welcome Minister @nsitharaman back to Treasury today. We continued our engagement on shared priorities like combatting climate change and evolving the multilateral development banks, and discussed India’s presidency of the @g20org. pic.twitter.com/LSaytYc5xW

    — Secretary Janet Yellen (@SecYellen) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থমন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়েছে, নির্মলা ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী অংশীদারিত্ব এবং জলবায়ু পরিবর্তন-সহ বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে বোঝাপড়া বাড়ানোর আহ্ববান জানিয়েছেন ৷ অর্থমন্ত্রী জি20, ভারত মহাসাগরে চতুর্থদেশীয় নিরাপত্তা (QUAD)-সহ একাধিক ইস্যুকে এই বৈঠকে তুলে ধরেছেন ৷ পাশাপাশি, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির ঋণ মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশগুলির যৌথ উদ্যোগের উপরেও জোর দিয়েছেন অর্থমন্ত্রী ৷

  • Among other things, the two leaders discussed about the World Bank Evolution Roadmap and the Expert Group on Strengthening the Multilateral Development Banks constituted by the #G20India Presidency. (2/3)

    — Ministry of Finance (@FinMinIndia) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতের অর্থনীতিকে শক্তিশালী, মত আইএমএফের বিভাগীয় প্রধানের

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ নিরাপত্তা পরিষদের পূর্ণ সদস্য দেশগুলি জয়বায়ু রক্ষার স্বার্থে বিশ্ব ব্যাংকের ভূমিকায় কার্যত ক্ষুব্ধ ৷ সেই তালিকায় ভারত-সহ বিশ্বের একাধিক উন্নত ও উন্নয়নশীল দেশও রয়েছে ৷ যারা সম্প্রতি জলবায়ু রক্ষায় বিশ্ব ব্যাংকের আরও বেশি করে আর্থিক বিনিয়োগের পক্ষে সওয়াল করে ৷ সেই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিকে বিশ্ব ব্যাংক লাগাতার ঋণ দিয়ে চলেছে, তার বিরোধিতা করেছিল ৷

  • H.E Minister Nirmala Sitharaman and I discussed the #G20 agenda and the progress made.#Spring_Meetings 2023

    — محمد عبدالله عبدالعزيز الجدعان | Mohammed Aljadaan (@MAAljadaan) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন অজয় বাঙ্গা

সম্প্রতি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় শিল্পপতি অজয় বাঙ্গা মনোনয়ন পেশ করেন ৷ যিনি খোদ মার্কিন প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী ৷ এমনকী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আগামী জুন মাস থেকে দায়িত্ব নেবেন ৷ সেই নিরিখে নির্মলা সীতারমনের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির ঋণ মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

হায়দরাবাদ, 12 এপ্রিল: মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং সৌদি আরবের অর্থমন্ত্রী মহম্মদ আলজাদানের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তাঁরা বিশ্বের ঋণ সংকট এবং বহুমুখী উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করা নিয়ে আলোচনা করেছেন ৷ এ নিয়ে টুইটও করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র লাগাতার পরিবেশ রক্ষা এবং উন্নয়নমূলক কাজে যুক্ত ব্যাংকগুলির শক্তি বাড়াতে একসঙ্গে কাজ করে চলেছে ৷

  • Taking the discussions ahead from their last meeting during the Economic Financial Dialogue #EFD, in India, in Nov. '22, the two leaders discussed strengthening the India-U.S. economic & financial partnership and increasing engagements at bilateral and multilateral forums. (2/4)

    — Ministry of Finance (@FinMinIndia) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন তাঁর টুইটারে লিখেছেন, "আজ মন্ত্রী নির্মলা সীতারমনকে ট্রেজারিতে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত ৷ আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং বহুমুখী উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যাংকগুলির বিকাশের মতো কাজকে অগ্রাধিকার দিচ্ছি ৷ পাশাপাশি, জি20-তে ভারতের সভাপতিত্ব নিয়েও আলোচনা হয়েছে ৷" 2022 সালের নভেম্বর ভারত সফরে এসেছিলেন জ্যানেট ইয়েলেন ৷ সেবার ইএফডি-র অর্থনৈতিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল ৷ এদিন সেই আলোচনাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যান ভারতের অর্থমন্ত্রী এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি ৷

  • It was a pleasure to welcome Minister @nsitharaman back to Treasury today. We continued our engagement on shared priorities like combatting climate change and evolving the multilateral development banks, and discussed India’s presidency of the @g20org. pic.twitter.com/LSaytYc5xW

    — Secretary Janet Yellen (@SecYellen) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থমন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়েছে, নির্মলা ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী অংশীদারিত্ব এবং জলবায়ু পরিবর্তন-সহ বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে বোঝাপড়া বাড়ানোর আহ্ববান জানিয়েছেন ৷ অর্থমন্ত্রী জি20, ভারত মহাসাগরে চতুর্থদেশীয় নিরাপত্তা (QUAD)-সহ একাধিক ইস্যুকে এই বৈঠকে তুলে ধরেছেন ৷ পাশাপাশি, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির ঋণ মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশগুলির যৌথ উদ্যোগের উপরেও জোর দিয়েছেন অর্থমন্ত্রী ৷

  • Among other things, the two leaders discussed about the World Bank Evolution Roadmap and the Expert Group on Strengthening the Multilateral Development Banks constituted by the #G20India Presidency. (2/3)

    — Ministry of Finance (@FinMinIndia) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতের অর্থনীতিকে শক্তিশালী, মত আইএমএফের বিভাগীয় প্রধানের

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ নিরাপত্তা পরিষদের পূর্ণ সদস্য দেশগুলি জয়বায়ু রক্ষার স্বার্থে বিশ্ব ব্যাংকের ভূমিকায় কার্যত ক্ষুব্ধ ৷ সেই তালিকায় ভারত-সহ বিশ্বের একাধিক উন্নত ও উন্নয়নশীল দেশও রয়েছে ৷ যারা সম্প্রতি জলবায়ু রক্ষায় বিশ্ব ব্যাংকের আরও বেশি করে আর্থিক বিনিয়োগের পক্ষে সওয়াল করে ৷ সেই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিকে বিশ্ব ব্যাংক লাগাতার ঋণ দিয়ে চলেছে, তার বিরোধিতা করেছিল ৷

  • H.E Minister Nirmala Sitharaman and I discussed the #G20 agenda and the progress made.#Spring_Meetings 2023

    — محمد عبدالله عبدالعزيز الجدعان | Mohammed Aljadaan (@MAAljadaan) April 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন অজয় বাঙ্গা

সম্প্রতি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় শিল্পপতি অজয় বাঙ্গা মনোনয়ন পেশ করেন ৷ যিনি খোদ মার্কিন প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী ৷ এমনকী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আগামী জুন মাস থেকে দায়িত্ব নেবেন ৷ সেই নিরিখে নির্মলা সীতারমনের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির ঋণ মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.