ETV Bharat / international

War Sitution in Israel: 'প্রতিজ্ঞা করছি, যেখানেই লুকিয়ে থাকুক হামাসের জঙ্গিদের গুঁড়িয়ে দেব', হুঙ্কার নেতানইয়াহুর - Israeli Palestinian conflict

শনিবার ইহুদি অধ্যুষিত দেশটিতে ছুটির দিন ছিল ৷ এদিন সকালেই আচমকা রকেট আছড়ে পড়ল ইজরায়েলে ৷ তারপর থেকে মুহুর্মুহু রকেটের হামলা চালিয়ে যাচ্ছে হামাস জঙ্গি গোষ্ঠী ৷ হামাসকে অবশ্য়ই এর মূল্য চোকাতে হবে বলে দেশবাসীকে কথা দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷

ETV Bharat
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 10:53 AM IST

Updated : Oct 8, 2023, 11:04 AM IST

তেল আভিভ, 8 অক্টোবর: ইহুদিদের একটি গুরুত্বপূর্ণ ছুটির দিন। দেশের সবাই মেতেছে উৎসবে ৷ এমনই আবহে হঠাৎ রকেটের পর রকেট আছড়ে পড়ল ইজরায়েলের মাটিতে ৷ অতর্কিতে হামলা চালাল হামাস ৷ পালটা দিল ইজরায়েল। আবার আঘাত হানল হামাস। শনির সকাল থেকে রবিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়েছে ৷ তবে হামাস জঙ্গিদের ছাড়বেন না বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ তিনি প্রতিজ্ঞা করেছেন, হামাসের জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করবেন ৷ এই হামলার যথোপযুক্ত মূল্য চোকাতে হবে হামাসদের ৷ সংগঠনকে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেবে ইজরায়েল সরকার ৷

প্রধানমন্ত্রী নেতানইয়াহু আরও জানিয়েছেন, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে ৷ জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে ঠিকই বের করা হবে ৷ নিকেশ করা হবে ৷ সোশাল মিডিয়া এক্সে (টুইটারে) তিনি লেখেন, "আইডিএফ তার সমস্ত শক্তি দিয়ে হামাস গোষ্ঠীকে শেষ করবে ৷ আমরা ওদের ধ্বংস করব ৷ ওরা ইজরায়েল এবং তার বাসিন্দাদের জীবনে যে অন্ধকার দিন নিয়ে এসেছে, তার প্রতিশোধ নেব আমরা ৷ "

  • This morning, on Shabbat and a holiday, Hamas invaded Israeli territory and murdered innocent citizens including children and the elderly. Hamas has started a brutal and evil war.

    We will be victorious in this war despite an unbearable price. This is a very difficult day for all…

    — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে প্রত্যাঘাত হেনেছে ইজরায়েল ৷ নেতানইয়াহু লেখেন, "ওই শয়তানের শহরে যেখানে যেখানে হামাস জঙ্গি লুকিয়ে কাজকর্ম করছে, সেখানেই তাদের নিকেশ করব আমরা ৷ আমি গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা ওই জায়গা ছেড়ে চলে যান ৷ আমরা এবার সর্বত্র অভিযান চালাব ৷"

প্রধানমন্ত্রী এও উল্লেখ করেন, যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ এই প্রসঙ্গে বেঞ্জামিন নেতানইয়াহু বলেন, "আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং অন্য সব বিশ্বনেতাদের কাছে আমি কৃতজ্ঞ ৷ তাঁরা সবাই ইজরায়েলকে সমর্থন জানিয়েছেন ৷ আমি ইজরায়েলের সব নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা সবাই একসঙ্গে রয়েছি ৷ এই যুদ্ধ শেষ হতে সময় লাগতে পারে ৷ আমাদের সামনের দিনগুলো একইসঙ্গে চ্যালেঞ্জিং এবং দুর্যোগপূর্ণ হতে চলেছে ৷ তবে আমি একটা প্রতিশ্রুতি করছি, ঈশ্বর সহায় থাকলে আমরাই জিতব ৷"

আরও পড়ুন: হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল! মৃত অন্তত 300; পাশে থাকার বার্তা বাইডেনের

তেল আভিভ, 8 অক্টোবর: ইহুদিদের একটি গুরুত্বপূর্ণ ছুটির দিন। দেশের সবাই মেতেছে উৎসবে ৷ এমনই আবহে হঠাৎ রকেটের পর রকেট আছড়ে পড়ল ইজরায়েলের মাটিতে ৷ অতর্কিতে হামলা চালাল হামাস ৷ পালটা দিল ইজরায়েল। আবার আঘাত হানল হামাস। শনির সকাল থেকে রবিবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা 300 ছাড়িয়েছে ৷ তবে হামাস জঙ্গিদের ছাড়বেন না বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ তিনি প্রতিজ্ঞা করেছেন, হামাসের জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করবেন ৷ এই হামলার যথোপযুক্ত মূল্য চোকাতে হবে হামাসদের ৷ সংগঠনকে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেবে ইজরায়েল সরকার ৷

প্রধানমন্ত্রী নেতানইয়াহু আরও জানিয়েছেন, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছে ৷ জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে ঠিকই বের করা হবে ৷ নিকেশ করা হবে ৷ সোশাল মিডিয়া এক্সে (টুইটারে) তিনি লেখেন, "আইডিএফ তার সমস্ত শক্তি দিয়ে হামাস গোষ্ঠীকে শেষ করবে ৷ আমরা ওদের ধ্বংস করব ৷ ওরা ইজরায়েল এবং তার বাসিন্দাদের জীবনে যে অন্ধকার দিন নিয়ে এসেছে, তার প্রতিশোধ নেব আমরা ৷ "

  • This morning, on Shabbat and a holiday, Hamas invaded Israeli territory and murdered innocent citizens including children and the elderly. Hamas has started a brutal and evil war.

    We will be victorious in this war despite an unbearable price. This is a very difficult day for all…

    — Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে প্রত্যাঘাত হেনেছে ইজরায়েল ৷ নেতানইয়াহু লেখেন, "ওই শয়তানের শহরে যেখানে যেখানে হামাস জঙ্গি লুকিয়ে কাজকর্ম করছে, সেখানেই তাদের নিকেশ করব আমরা ৷ আমি গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা ওই জায়গা ছেড়ে চলে যান ৷ আমরা এবার সর্বত্র অভিযান চালাব ৷"

প্রধানমন্ত্রী এও উল্লেখ করেন, যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ এই প্রসঙ্গে বেঞ্জামিন নেতানইয়াহু বলেন, "আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং অন্য সব বিশ্বনেতাদের কাছে আমি কৃতজ্ঞ ৷ তাঁরা সবাই ইজরায়েলকে সমর্থন জানিয়েছেন ৷ আমি ইজরায়েলের সব নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা সবাই একসঙ্গে রয়েছি ৷ এই যুদ্ধ শেষ হতে সময় লাগতে পারে ৷ আমাদের সামনের দিনগুলো একইসঙ্গে চ্যালেঞ্জিং এবং দুর্যোগপূর্ণ হতে চলেছে ৷ তবে আমি একটা প্রতিশ্রুতি করছি, ঈশ্বর সহায় থাকলে আমরাই জিতব ৷"

আরও পড়ুন: হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল! মৃত অন্তত 300; পাশে থাকার বার্তা বাইডেনের

Last Updated : Oct 8, 2023, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.